Panchayat Election 2023 : জেলা সভানেত্রীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা ৪ তৃণমূল বিধায়কের! বড় গৃহযুদ্ধের আশঙ্কা মুর্শিদাবাদে – murshidabad four trinamool congress mla declared rebellion against district president and party chairman


Murshidabad News : পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদ জেলা তৃণমূলে বড়সড় গৃহযুদ্ধের ইঙ্গিত মিলল। সাংবাদিক বৈঠক ডেকে তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী ও দলের চেয়ারম্যানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন চার তৃণমূল বিধায়ক। নওদা, জলঙ্গি ও রেজিনগরের বিধায়কদের পাশে বসিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর জানালেন, “প্রতীক না পেলে আমাদের মনোনিত প্রার্থী নির্দল প্রতীকে বন্ধুত্বপূর্ণ লড়াই করবেন নির্বাচনের তিনটি স্তরেই।”

বিধায়কদের অভিযোগ, তাঁদের গুরুত্ব না দিয়ে জেলা সভানেত্রী ও চেয়ারম্যান নিজের মন মতো প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। সেখানে ব্লক সভাপতিদের বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। যদিও টাকার বিনিময়ে প্রার্থী তালিকায় রদবদল হয়েছে কিনা সে বিষয়ে সরাসরি মুখ খোলেননি হুমায়ুন কবীর।

Panchayat Election 2023 : প্রার্থী অপছন্দ হওয়ায় নেতৃত্বকে কার্যালয়ে বন্দী TMC কর্মীদের, উত্তেজনা উলুবেড়িয়ায়
নব জোয়ার যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবেই জানিয়েছেন, দলের বিরুদ্ধে কেউ নির্দল প্রার্থী খাড়া করলে তাঁকে রেয়াত করা হবে না। এবার মুর্শিদাবাদের চার বিধায়ক স্রোতের প্রতিকূলে গিয়েই ‘সাহসী’ পদক্ষেপ নিলেন। হুমায়ুনের দাবি, “অন্য জেলায় যা শাস্তি হবে আমরাও সেই শাস্তি মেনে নেব। আমাদের মনোনিত প্রার্থী তৃণমূল কংগ্রেসের হয়েই মনোনয়ন দাখিল করেছে। দল যদি ফর্ম বি (সিম্বল) না দেয় তাহলে তাঁরা নির্দল প্রতীকেই লড়বেন।”

ঘটনাচক্রে সেই তালিকায় হুমায়ুন কবীরের ছেলেও রয়েছেন। এই কারণেই এবার মুর্শিদাবাদে শুরু হল তৃণমূলের গৃহযুদ্ধ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সাংবাদিক বৈঠক ডেকেই তার দামামা বাজিয়ে দিলেন হুমায়ুন কবীর, রবিউল আলম চৌধুরী, আবদুর রাজ্জাক ও সাহিনা মমতাজ খান।

West Bengal Panchayat Election 2023 : ‘দলে জায়গা হবে না…’, উত্তরবঙ্গে নির্দল সংকটে হুঁশিয়ারি রাজীবের
চারজনেরই অভিযোগ দলের চেয়ারম্যান অপূর্ব সরকার ও দলের জেলা সভানেত্রী শাওনি সিংহ রায়ের বিরুদ্ধে। এদিন রেজিনগরে সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবীর বলেন, “ব্লক সভাপতিদের ৯০ শতাংশ আসন দেওয়া হয়েছে। সেখানে বিধায়কদের ঝুলিতে বরাদ্দ মাত্র দশ শতাংশ আসন। এই বৈষম্য কেন? তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যাদের প্রার্থী মনোনিত করেছি তারা দলের সিম্বল না পেলে নির্দল প্রতীকে লড়বেন।”

সাহিনা মমতাজ খান বলেন, “ওনারা দলের মধ্যেই সমান্তরাল দল চালাচ্ছেন। আমরা এই বিষয়ে রাজ্য নেতৃত্বকে জানাবো। দেখি কি ব্যবস্থা নেওয়া হয়। আমাদের এই সিদ্ধান্ত জেলায় তৃণমূল কংগ্রেসের ভালো ফলের জন্যই নেওয়া।”

West Bengal Panchayat Election : সাগরদিঘি ‘মডেল’-এ ধাক্কা! বর্ধমানে বাম-কংগ্রেস জোট প্রশ্নের মুখে
পাশাপাশি বন্ধুত্বপূর্ণ লড়াই করে জিতে দেখানোরও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। যদিও এই বিষয়ে অপূর্ব সরকার বা শাওনি সিংহ রায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *