Panchayat Election 2023 : বাড়তি বুথে পঞ্চায়েতে খরচ ছাড়াতে পারে ৫০০ কোটি – the state election commission believes that the cost of panchayat polls will exceed 500 crore rupees


সুগত বন্দ্যোপাধ্যায়
৫ বছরে খরচ বাড়ছে প্রায় ১৪০ কোটি টাকা! দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এবার পঞ্চায়েত ভোট করতে খরচ ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করছে রাজ্য নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত কমিশন ৪৫০ কোটি টাকা ভোটের জন্য বরাদ্দের প্রস্তাব পাঠিয়েছে রাজ্য সরকারের কাছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রের দাবি, গত আর্থিক বছরেই ব্যালট বক্স-সহ ভোটের বেশ কিছু সরঞ্জাম কেনা হয়েছে। তা না-হলে ভোটের খরচ আরও বাড়ত।

Panchayat Election 2023 : পঞ্চায়েতে কোন স্তরের ভোট কর্মীরা কত টাকা সাম্মানিক পাবেন জানেন?
গত পঞ্চায়েত ভোট করতে খরচ হয়েছিল ৩৬০ কোটি টাকা। এই খরচ বাড়ার পিছনে গ্রাম পঞ্চায়েতের আসন ও তার সঙ্গে তাল রেখে বুথের সংখ্যা বৃদ্ধিকে বড় কারণ বলে মনে করা হচ্ছে। গত পঞ্চায়েত ভোটে রাজ্যে গ্রাম পঞ্চায়েতে আসন ছিল ৪৮ হাজার ৬৫০। আসন পুনর্বিন্যাসের সময়ে প্রতি ৯০০ ভোটার পিছু একটি গ্রাম পঞ্চায়েত কেন্দ্র করতে গিয়ে সংখ্যাটা বেড়ে হয়েছে ৬৩ হাজার ২২৯।

West Bengal Panchayat Election : ৭ জেলায় কেন্দ্রীয় বাহিনী, বাড়ছে না মনোনয়নের সময়সীমা, পঞ্চায়েত নিয়ে বড় রায় হাইকোর্টের
ফলে বুথের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৬৩৬। বেড়েছে বুথ পিছু খরচও। আদালত প্রতি বুথে সিসিটিভি লাগানোর কথা বলেছে। তা না-হলে ভিডিয়োগ্রাফি করতে হবে। এতে গড়ে বুথ পিছু খরচ ৭৫ হাজার টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। প্রথমে এই খরচ ধরা হয়েছিল ৭০ হাজার টাকা। গত পঞ্চায়েত ভোটে বুথ পিছু গড় খরচ ছিল ৬০ হাজার টাকার কম।

কিছুদিন আগে রাজ্যের ১০৮টি পুরসভা ও কলকাতা সহ-পাঁচ পুরনিগমের ভোট করতে রাজ্যের খরচ হয়েছে প্রায় ২৭০ কোটি টাকা। কলকাতা বাদে শুধু চার পুরনিগমের জন্য খরচ হয়েছে মাত্র ৪০ কোটি টাকা। পঞ্চায়েতের তুলনায় খরচ কম হওয়ার কারণ হিসেবে কমিশনের যুক্তি, পুরভোট হয়েছিল ইভিএমে। বুথের সংখ্যাও কম ছিল। পুরভোটে বুথের সংখ্যাটা প্রায় ২০ হাজার।

West Bengal Panchayat Election : মনোনয়ন জমায় সব কেন্দ্রে ১৪৪ ধারা, সিদ্ধান্ত কমিশনের
কমিশন কর্তাদের মতে, পুরভোটের সঙ্গে পঞ্চায়েত ভোটের তুলনা চলে না। পঞ্চায়েত ভোট অনেকটা বিধানসভা-লোকসভা ভোটের সমতুল। তার উপর গোটা ভোট প্রক্রিয়াটাই হয় ব্যালটে। ব্যালটের জন্যই খরচ অনেকটা বেড়ে যায়। কমিশনের কর্তাদের দাবি, ব্যালট ছাপতে কাগজের দাম বেডে়ছে অস্বাভাবিক। শুধু ভোটগ্রহণ নয়, গণনাতেও অনেক বেশি লোকের প্রয়োজন হয়।

Panchayat Election Candidate Eligibility : সিভিক ভলান্টিয়ার থেকে রেশন দোকান মালিক, এই ১৮ পেশায় যুক্তদের পঞ্চায়েত ভোটে প্রার্থী হওয়া হবে না
এবার পঞ্চায়েত ভোটে চার লক্ষ ভোটকর্মী প্রয়োজন হচ্ছে। তাঁদের ভাতা মেটাতেই মোটা টাকা গুনতে হবে কমিশনকে। নবান্নের এক কর্তা জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের জন্য টাকার অভাব হবে না। শীঘ্রই কমিশনের প্রস্তাব মতো প্রথম দফার টাকা বরাদ্দ করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *