Sujata Mondal News : ‘এতদিন আমি সামলেছি, এবার…’, সুজাতা প্রার্থী হতেই ফুঁসে উঠলেন সৌমিত্র – Saumitra Khan Ex Wife Sujata Mondal After She Become A Candidate Of Wb Panchayat Election


বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন। কিন্তু, জিততে পারেননি। এবার পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হচ্ছেন সুজাতা। জানা গিয়েছে, তাঁকে বাঁকুড়া ৪৪ নম্বর জেলা পরিষদ থেকে প্রার্থী করেছে তৃণমূল। কিছুদিন আগেই সুজাতা মণ্ডল জানিয়েছিলেন, পঞ্চায়েত নির্বাচনের জন্য নিজের বিয়ে পিছিয়ে দিয়েছেন তিনি। তাঁর আপাতত সমস্ত ফোকাস রাজনীতিতে।

Sujata Mondal Marriage: পিছল সুজাতা মণ্ডলের দ্বিতীয় বিয়ের দিন, কারণ নিয়ে মুখ খুললেন তৃণমূল নেত্রী
বিধানসভা নির্বাচনে ‘টাফ ফাইট’ দিয়েও জয়ী হতে পারেননি সুজাতা মণ্ডল। কিন্তু, এরপরেও দলের তৃণমূল স্তরে সংগঠন গোছানোর ক্ষেত্রে জোর দিয়েছেন তিনি। দলও যে তাঁর পাশে রয়েছে, সম্প্রতি সময়ে দেখা গিয়েছে এমনটাও। ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচি থেকে সুজাতাকে সমর্থন করে BJP সাংসদ সৌমিত্র খাঁকে তোপ দেগেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেছিলেন, “যাঁরা ঘরের লক্ষ্মীকে অসম্মান করে তাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা করে বড় বড় কথা বলে।” রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের কথায়, ভোটে সৈনিক হিসেবে কড়া টক্কর দিতে পারেন সুজাতা মণ্ডল। কারণ সংশ্লিষ্ট এলাকা তাঁর হাতের তালুর মতো চেনা।

Sayantika Banerjee TMC : সায়ন্তিকার কনভয়ে হামলা, উড়ে এল ইট! অক্ষত তৃণমূলের তারকানেত্রী?
একইসঙ্গে জেলা রাজনীতিতে তিনি অনেকটাই পোড়খাওয়া। সুজাতা সুবক্তাও। সবমিলিয়ে অনেকাংশেই এগিয়ে তিনি, মত অভিজ্ঞ মহলের। ইতিমধ্যেই প্রচারে নেমেছেন সুজাতা। জয়পুর ব্লক তৃণমূল সভাপতি এবং অন্যান্য প্রার্থীদের নিয়ে প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে। এদিকে সুজাতা মণ্ডলকে প্রার্থী ঘোষণা করার পরেই রীতিমতো সরব হয়েছেন বিষ্ণুপুরের BJP বিধায়ক তথা সুজাতা মণ্ডলের প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁও।

Sujata Mondal: ‘স্ত্রীর কর্তব্য করার জন্যে রাস্তায় নেমেছিলাম’, অকপট সুজাতা

তিনি সংবাদ মাধ্যমে বলেন, “কে নির্বাচনে লড়ল তাতে কোনও কিছু আমাদের যায় আসে না। কিন্তু, যারা তৃণমূলের হয়ে রাস্তায় নেমে আমাদের আক্রমণ করেছিল তারা টিকিট পায়নি। তাদের জন্য এই শিক্ষাটা অত্যন্ত দরকার ছিল।”

Kunal Ghosh : ‘বিরোধীদের প্রতীকে জয়ী হয়েও তৃণমূলে আসবেন, বাইরন অনুভূতি ছড়িয়ে পড়বে’, বিস্ফোরক কুণাল ঘোষ
একইসঙ্গে প্রাক্তন স্ত্রীকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। সৌমিত্র বলেন, “এতদিন পাল্লা আমি সামলেছি এবার জয়পুর সামলাক।”

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূলে যোগদান করেছিলেন সুজাতা মণ্ডল। এরপরেই কান্নায় ভেঙে পড়েছিলেন সৌমিত্র খাঁ। তাঁর ‘ঘরের লক্ষ্মীকে’ নিয়ে গেল তৃণমূল, এই হাহাকার শোনা গিয়েছিল তাঁর কণ্ঠে। একইসঙ্গে বিচ্ছেদের পথে হাঁটবেন তিনি, জানিয়েছিলেন এমনটাই।

Abhishek Banerjee Kunal Ghosh : ‘ভোটের চাপ নিতে পারছে না, তাই ED-CBI-কে নামাচ্ছে’, অভিষেককে তলব প্রসঙ্গে কুণাল
সেই সময় অবশ্য সুজাতা এই সম্পর্ক ভাঙতে চাননি। পরবর্তীতে স্বামীর বিরুদ্ধে সরব হতে দেখা যায় তাঁকে। একাধিক সময় সৌমিত্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন এই তৃণমূল নেত্রী। সৌমিত্রের সঙ্গে বিচ্ছেদের পর সুজাতা জানিয়েছিলেন জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *