WB Panchayat Election: ‘গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ কার্যকর করে দিলে ভালো হবে!’ বড় মন্তব্য প্রধান বিচারপতির – calcutta high court chief justice t s sivagnanam on west bengal state election commission appeal about wb panchayat election


পঞ্চায়েতের রায়ের অংশ বিশেষ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য নির্বাচন কমিশন। এর আগে হাইকোর্ট জানিয়েছিল, স্পর্শকাতর জেলাগুলিতে মোতায়েন করতে হবে আধাসেনা। এদিকে কমিশন এখনও স্পর্শকাতর এলাকা নিয়ে পরিস্থিতির মূল্যায়ন করেনি, এদিন আদালতে এমনটাই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার এই মামলায় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তিনি বলেন, “সেক্ষেত্রে গোটা রাজ্যের জন্য কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ কার্যকর করে দেব? তা ভালো হবে।”

West Bengal Panchayat Election : ৭ জেলায় কেন্দ্রীয় বাহিনী, বাড়ছে না মনোনয়নের সময়সীমা, পঞ্চায়েত নিয়ে বড় রায় হাইকোর্টের
প্রধান বিচারপতি আরও বলেন, “আমরা দেখেছি গতকালও কোথাও কোথাও অশান্তি হয়েছে। লাঠিচার্জ হয়েছে। এটা ঠিক নয়। এতে কমিশনের উপর মানুষের আস্থা ধাক্কা খাবে। আমরা ফেলে রাখার জন্য নির্দেশ দিইনি। বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”

এখানেই শেষ নয়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আরও বলেন, “যদি আমাদের রায় পছন্দ না হয় তাহলে উচ্চ আদালতে যান। কিন্তু, উপেক্ষা করার জন্য নির্দেশ দেওয়া হয়নি। সময় চলে যাচ্ছে। আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে পারে।” উল্লেখ্য, আদালত স্পর্শকাতর জেলাগুলিতে আধাসেনা মোতায়েন করার নির্দেশ দিয়েছিল। তবে মনোনয়নের দিন বাড়ানো হবে কিনা সেই বিষয়টি কমিশনের উপরেই ছাড়া হয়।

Panchayat Election 2023: স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্তের পুনর্বিবেচনা চায় কমিশন, হাইকোর্টের দ্বারস্থ রাজীব সিনহা
অন্যদিকে, মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তপ্ত হয়েছিল উত্তর ২৪ পরগনার মিনাখাঁ। সিপিএমের অভিযোগ ছিল, তাঁদের মনোনয়ন জমা দিতে গেলে বাধা দিয়েছিল তৃণমূলের লোকজন। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিল তৃণমূল।
এবার মিনাখাঁর ঘটনাকে সামনে রেখে বামেরা এবং ক্যানিং সহ গোটা বসিরহাটে মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগকে সামনে রেখে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল BJP।

Panchayat Election 2023 : গাজোয়ারি রুখতে কমিশনের দাওয়াই, মনোনয়ন প্রত্যাহারে কারণ দর্শানো বাধ্যতামূলক
অভিযোগ, কোনও দলকে মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না। শাসক দলের বিরুদ্ধে বামেদের অভিযোগ, মিনাখাঁয় থানার সামনে থেকে সিপিএম প্রার্থীদের মনোনয়ন জমা দিতে যাওয়ার আগেই ‘পুলিশি মদতে অপহরণ’ করা হয়। বৃহস্পতিবার এই যাবতীয় মামলা শুনবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার।

বাড়ানো হবে মনোনয়নের দিন?
মনোনয়নের দিন বৃদ্ধি নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন, এমনটাই জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। যদিও মনোনয়নের দিন বৃদ্ধি করা হবে কিনা এই প্রসঙ্গে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে। বুধবার রাতে নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, ‘মনোনয়নের জমা দেওয়ার দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়নি।’ সেক্ষেত্রে আজই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *