WB Panchayat Election : ঘোষণা ছাড়াই শুরু মনোনয়ন, আনুষ্ঠানিক ভাবে তালিকা জানাল না তৃণমূল – trinamool begin filing of nominations without announcement of candidate list ahead of panchayat election


এই সময়: প্রেস বিবৃতি দিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রার্থী তালিকা ঘোষণা না করেই তৃণমূল পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু করে দিল। বিক্ষিপ্ত ভাবে গত শুক্রবার থেকেই তৃণমূলের কিছু নেতা কোনও কোনও জেলায় মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু এঁদের কাছে দলীয় প্রতীক ছিল না। জোড়াফুলের অফিসিয়াল তালিকা ধরে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেওয়ার কাজ বুধবার অনেক জেলাতেই সেরে ফেলেছেন সংশ্লিষ্ট জেলার দায়িত্ব প্রাপ্ত তৃণমূল নেতারা। সেই প্রতীক হাতে পেয়ে যাঁরা সময় পেয়েছে এ দিনই মনোয়নপত্র দাখিল করেছেন।

Panchayat Election 2023 : ফেরাতে হবে লিস্ট না মানা সব মনোনয়ন
আগেই যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাঁদের মধ্যে যাঁদের নাম অফিসিয়াল প্রার্থী তালিকায় রয়েছে তাঁদের অনেকেই এ দিন প্রতীক জমা দিয়েছেন। অফিসিয়াল তালিকায় নাম থাকা সত্ত্বেও যাঁরা এ দিন মনোনয়ন জমা দিতে পারেননি তাঁদের আজ শুক্রবার সকাল সকাল গিয়ে মনোনয়নপত্র পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। কিছু জেলায় আবার অফিসিয়াল প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন কিন্তু প্রতীক পরে জমা দেওয়া হবে। হুগলিতে তৃণমূলের অফিসিয়াল তালিকা নিয়ে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেওয়ার দায়িত্বে ছিলেন শান্তনু সেন।

WB Panchayat Election : তালিকা আর প্রতীক নিয়ে জেলার পথে
তৃণমূলের এই সাংসদের কথায়, ‘প্রার্থী তালিকা অনুযায়ী প্রতীক বন্টন হয়ে গিয়েছে। অনেকেই এ দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরের আগেই হুগলি জেলায় তৃণমূলের একশো শতাংশ মনোনয়ন দাখিল হয়ে যাবে।’ বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাসের কথায়, ‘প্রায় ৪০ শতাংশ মনোনয়ন এ দিন হয়েছে বাকি মনোনয়ন কাল দুপুর ১২ টার মধ্যে জমা দেওয়া হবে।’

West Bengal Panchayat Election : ১৭ জুন পঞ্চায়েত নিয়ে বৈঠক শাসকদলের
আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় মনোনয়ন দাখিল প্রক্রিয়া কো-অর্ডিনেট করার দায়িত্বে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘গড়ে এই তিন জেলায় ৭০ শতাংশের বেশি মনোনয়নপত্র পেশ হয়েছে। মনোনয়নপত্র পরীক্ষার দিন পর্যন্ত প্রতীক জমা দেওয়া যায়। তাই নির্দিষ্ট সময়ে প্রতীক প্রার্থীদের দেওয়া হবে।’

কেন প্রেস বিবৃতি দিয়ে তৃণমূল আনুষ্ঠানিক ভাবে প্রার্থী তালিকা ঘোষণা করল না? জোড়াফুলের নিচুতলার নেতা-কর্মীদের মধ্যেই এই প্রশ্ন তৈরি হয়েছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, ‘আগে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। তারপর প্রার্থী তালিকা সংশ্লিষ্ট জেলার সভাপতিরা ঘোষণা করে দেবেন।’ কেন এই রণকৌশল তৃণমূল গ্রহণ করেছেন তার বিশদ ব্যাখ্যা কুণাল দেননি।

WB Panchayat Election 2023: দল প্রার্থী ঘোষণার আগেই মনোনয়ন জমা তৃণমূল কর্মীর! ব্যাপক শোরগোল কুমারগ্রামে
যদিও একটি জেলায় প্রতীক বন্টন ও মনোনয়ন জমা দেওয়ার দায়িত্বে থাকা তৃণমূলের প্রথম সারির এক নেতার কথায়, ‘আমার ধারণা প্রার্থী তালিকা নিয়ে দলের মধ্যে টিকিট প্রত্যাশীদের ক্ষোভ এড়াতেই আনুষ্ঠানিক ভাবে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি।’ সাধারণত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ স্তরের প্রার্থী তালিকা সব দল সাংবাদিক সম্মেলন ডেকে অথবা প্রেস বিবৃতি দিয়ে জানায়। অতীতে তৃণমূলও এই ভাবেই জেলা পরিষদের প্রার্থী তালিকা ঘোষণা করেছ। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর মনোনয়ন জমা দেওয়া হয়েছে।

WB Panchayat Nandigram : মমতার নির্বাচনী এজেন্টকে ‘বাদ’ তৃণমূলের! নন্দীগ্রামে ‘নির্দল’ হয়ে লড়াই সুফিয়ান অনুগামীদের
বিজেপি, বাম-কংগ্রেস জেলা পরিষদের প্রার্থী তালিকা প্রেস বিবৃতি দিয়ে ঘোষণা করেছে। তৃণমূল অভিনব কৌশল নিয়ে এবার আনুষ্ঠানিক ভাবে প্রার্থী তালিকা ঘোষণা না করেই মনোনয়ন পেশ করার কাজ করল। আনুষ্ঠানিক ভাবে প্রার্থী তালিকা ঘোষণা না করে কী ভাবে হাজার হাজার নেতা-কর্মীকে টিকিট পাওয়ার বার্তা পাঠালো জোড়াফুল নেতৃত্ব? দ

West Bengal Panchayat Election : ১ দিন অতিক্রান্ত, মহিষাদলে মনোনয়ন জমা করল না তৃণমূল
ক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ একটি জেলায় মনোনয়ন প্রক্রিয়ার দায়িত্ব থাকা এক নেতার কথায়, ‘কোথাও ব্লক সভাপতি, কোথাও বিধায়ককে তাঁর এলাকার সমস্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীর নাম বলা হয়েছে। ব্লক সভাপতি সেই তালিকা অনুযায়ী যিনি টিকিট পেয়েছেন তাঁকে প্রার্থী হওয়ার বার্তা দিয়েছেন। সেই নেতাকে ব্লক অথবা মহকুমা শাসকের দপ্তরে এসে নেতৃত্বের কাছ থেকে প্রতীক নিয়ে মনোনয়ন জমা দিতে বলা হয়েছে।’ কয়েকটি জেলায় আবার এ দিন অফিসিয়াল প্রার্থীদের শুধু মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে। সমস্ত প্রতীক আজ একলপ্তে ব্লক অথবা মহকুমা শাসকের দপ্তরে তৃণমূলের জেলা নেতৃত্ব জমা দেবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *