West Bengal Panchayat Election : নিয়োগ দুর্নীতিতে শান্তনু জেলে, হুগলি জেলা পরিষদে তাঁর জায়গায় তৃণমূলের প্রার্থী কে? – debiprasad rakhit submit nomination in place of santanu banerjee who arrested in ssc recruitment scam


হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছে শান্তনু। সেই জায়গায় তৃণমূল জেলা পরিষদের প্রার্থী কে? মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের শেষ লগ্নে এসে জেলা পরিষদের প্রার্থী চূড়ান্ত করল TMC। প্রার্থী তালিকায় বেশিরভাগই নতুন মুখ। বাদ পরলেন একাধিক কর্মাধ্যক্ষ। প্রার্থী হলেন তিন প্রাক্তন বিধায়কও।

West Bengal Panchayat Election : MSC ফার্স্ট ক্লাস! পঞ্চায়েত নির্বাচনে লড়ছেন হাওড়ার সর্বকনিষ্ঠা প্রার্থী ঝিন্দন
গত পাঁচ হুগলি জেলা পরিষদের যারা কর্মাধ্যক্ষ ছিলেন তাঁদের মধ্যে অনেককেই এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য সঞ্জয় দাস, যিনি বিদায়ী বোর্ডের বিদ্যুৎ দফতরের কর্মাধ্যক্ষ ছিলেন। মানিক দাস ছিলেন বন ও ভূমি কর্মাধ্যক্ষ, গোপাল রায় শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন। মিজানূর রহমান মৎস ও প্রার্নী সম্পদ কর্মাধ্যক্ষ ছিলেন। প্রতিমা হাঁসদা ছিলেন নারী ও শিশু কল্যাণ ত্রান দফতরের কর্মাধ্যক্ষ।

West Bengal Panchayat Election : প্রার্থী তালিকায় &amp#39;নতুন মুখ&amp#39;! তৃণমূলের হয়েই মনোনয়ন পুরনোদের, অবাক কাণ্ড ঝাড়গ্রামে
পাশাপাশি বেশ কিছু নতুন মুখকে প্রার্থী করা হয়েছে। তবে উল্লেখযোগ্য হল তিনজন প্রাক্তন বিধায়ককে জেলা পরিষদের প্রার্থী করা হয়েছে। তারা হলেন বলাগড়ের প্রাক্তন বিধায়ক অসীম মাজি, গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার এবং আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। জেলা পরিষদের বিদায়ী বোর্ডের সভাধিপতি মেহেবুব রহমান যদিও টিকিট পেয়েছেন খানাকুল থেকে। গতবার তারকেশ্বরে আসন থেকে লড়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন তিনি। যদিও এখন তিনি জেল হেফাজতেই রয়েছেন। সেই জায়গায় প্রার্থী করা হয়েছে দেবীপ্রসাদ রক্ষিতকে।

West Bengal Panchayat Election 2023 : &amp#39;ঘৃণা ধরে গিয়েছে…&amp#39;, তৃণমূল ছাড়লেন দলের জন্মলগ্নের কর্মী
পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই তৃণমূলের অন্দরে দোলাচল ছিল টিকিট নিয়ে। শেষ দিনের শেষ মুহূর্তে এসে সেই তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, গতকাল হুগলি জেলা নেতৃত্বদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন। আজও তিনি রয়েছেন হুগলিতে।

Panchayat Election: রণক্ষেত্র নানুর! আক্রান্ত বিরোধীরা!

শ্রীরামপুরে মহকুমার শাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দিচ্ছেন প্রার্থীরা সেখানে যান শান্তনু সেনের সঙ্গে ছিলেন জেলা সভাপতি অরিন্দম গুঁইন। তিনি জানান, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন অবাধ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে হবে। তৃণমূল কংগ্রেস মনোনয়নের প্রথম পর্বে জমা দিয়েছে দশ হাজার মনোনয়ন। সেখানে বিরোধীরা সম্মিলিত ভাবে ৮০ হাজার মনোনয়ন জমা দিয়েছে। বিজেপি জমা দিয়েছে ৩৭ হাজারের কিছু বেশি, সিপিএম ৩০ হাজারের কিছু বেশি ও কংগ্রেস জমা দিয়েছে ৭ হাজারের কিছু বেশি আসনে। তবে নতুন প্রার্থীরা কি জয় ছিনিয়ে আনতে পারবে, তা পরিষ্কার হবে আগামী ১১ জুলাই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *