West Bengal Panchayat Election : হানাহানির ঘটনায় চরম উদ্বিগ্ন! শুক্রবার ভাঙড় যাচ্ছেন রাজ্যপাল – governor of west bengal cv ananda bose will visit bhangar on friday


ভাঙড়ের ঘটনা নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার ভাঙড়ে যাবেন তিনি বলে রাজভবন সূত্রে জানা গিয়েছে। রাজনৈতিক হানাহানি, ২ রাজনৈতিক দলের কর্মীর মৃত্যু, একাধিক লোক আহত হওয়ায় ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার ভাঙড় যেতে পারেন তিনি বলে জানা গিয়েছে।

West Bengal Panchayat Election : একই আসনে মনোনয়ন দুটি! তৃণমূলের প্রতীকে মালদায় নমিনেশন বিধায়িক এবং তাঁর স্বামীর
রাজভবন থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, সারাদিনের ভাঙড়ের ঘটনা লক্ষ্য করেছেন রাজ্যপাল। পুরো ঘটনায় তিনি যথেষ্ট উদ্বিগ্ন। এমনকি অনেক জায়গায় সংবাদ মাধ্যমের কর্মীরাও আক্রান্ত হওয়ার চূড়ান্ত নিন্দা প্রকাশ করেছেন তিনি। পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার তিনি ভাঙড় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
রাজ্যপাল জানিয়েছেন, গনতন্ত্রের জন সাধারণ সর্বোচ্চ ক্ষমতাশালী। নির্বাচনী অধিকার প্রয়োগ করার সম্পূর্ণ অধিকার রয়েছে তাদের। ভয়হীন নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার রয়েছে মানুষের। গণতান্ত্রিক নির্বাচনে হিংসার কোনও জায়গা নেই। শান্তি ও সম্প্রীতি মানুষের অধিকার। সেক্ষেত্রে দিনভর ভাঙড়ের ঘটনা গণতন্ত্রকে কলুষিত করেছে বলেই জানান তিনি।

West Bengal Panchayat Election : মৃত্যু ২, আহত একাধিক! দিনভর বোমাবাজি-হানাহানিতে বিধ্বস্ত ভাঙড়
বৃহস্পতিবার মনোনয়ন পর্বের মধ্যে সারা দিনে একাধিক সংঘর্ষ হয় ভাঙড়ে। এদিন মহম্মদ মহিদ্দিন মোল্লা নামে এক ISF কর্মীর মৃত্যুর খবর উঠে আসে। তাছাড়া রশিদ মোল্লা নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয় বলে জানা যায়। সর্বশেষ খবর একাধিক ব্যক্তি আহত হয়ে জেলা ও কলকাতার একাধিক হাসপাতালে ভর্তি রয়েছে, চিকিৎসা চলছে তাঁদের।

West Bengal Panchayat Election : MSC ফার্স্ট ক্লাস! পঞ্চায়েত নির্বাচনে লড়ছেন হাওড়ার সর্বকনিষ্ঠা প্রার্থী ঝিন্দন
সারাদিন গোটা ভাঙড় জুড়ে অশান্তির বাতাবরণ তৈরি হয়। মারামারি, বোমাবাজি ভরে ওঠে এলাকা। স্থানীয়রা জানান, এদিন সকালে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় ISF কর্মীরা তৃণমূলের আক্রমণের মুখে পড়েন। দুই তরফের বচসা এবং সংঘর্ষ শুরু হয়। ISF প্রার্থীরা ভাঙড় ২ বিডিও অফিস থেকে মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসার পরেই গণ্ডগোল শুরু হয়।

Panchayat Updates in Bhangar: ভাঙড়ে মৃত্যু আইএসএফ কর্মীর! ‘একহাতে তালি বাজে না’

দুই পক্ষের অশান্তি থামাতে হিমশিম খেতে হয় পুলিশকে। যদিও পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর জন্য নির্দেশ দিয়েছে আদালত। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সারা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর জন্য নির্দেশ দেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের ব্যাপারে নির্দেশ দেওয়া হয়। পুরো বিষয়টি নিয়ে শুরু হয় চরম রাজনৈতিক তরজা। একে অপরের বিরুদ্ধে দোষ চাপিয়েছে তৃণমূল এবং ISF। গোটা বিষয়টি নিয়ে এদিন মন্তব্য করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *