White Tiger In West Bengal: ঘরে আসছে নতুন অতিথি, সিসিটিভির নজরদারিতে হবু মা কিকাকে রাখা হল অন্তঃপুরে – white tiger kika of siliguri bengal safari will give birth to tiger cubs


শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে এখন নতুন অতিথি আসার অপেক্ষা। উত্তরবঙ্গে বাড়তে চলেছে বাঘের সংখ্যা। ফের উত্তরবঙ্গে জন্ম হতে চলেছে ডোরাকাটার। তার আগে এখন বেঙ্গল সাফারিতে অপেক্ষার দিন গুনছেন পার্কের আধিকারিক ও বন কর্মীরা। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বেঙ্গল সাফারির একমাত্র সাদা বাঘ কিকা গর্ভবতী।

আগামী একমাসের মধ্যেই কিকা প্রসব করবে বলে জানা গিয়েছে বেঙ্গল সাফারি পার্ক সূত্রে। বেঙ্গল সাফারিতে আসার পর টাইগার শিলা তিন শাবকের জন্ম দেয়। এর মধ্যে একটি শাবক মারা যায়। শিলার সন্তান কিকা একমাত্র সাদা বাঘ। ফলে স্বাভাবিকভাবেই সাদা বাঘ দেখতে উৎসুক থাকেন প্রচুর পর্যটক। সেই কিকা এবার বাঘের শাবকের জন্ম দেবে। দিদা হতে চলেছে শিলা। ইতিমধ্যেই কিকাকে খাতির যত্ন রাখতে কোনও খামতি রাখছে না পার্ক কর্তৃপক্ষ।

Crocodile: পুরুষে রুচি নেই, দেড় দশক একা থেকে মা হল কুমির!

বেশ কয়েকদিন ধরেই কিকাকে আলাদাভাবে রাখা হয়েছে। পর্যটকদের দেখতে দেওয়া হচ্ছেনা। কিকার শেল্টারে পার্কের কোনও কর্মীকে যেতে মানা করা হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে নজর রাখা হয়েছে কিকার উপরে। জানা গিয়েছে, আপাতত কিকাকে নর্মাল ডায়েট দেওয়া হচ্ছে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ম করে ওষুধ দেওয়া হচ্ছে কিকাকে। সাফারি পার্কের ডিরেক্টর কমল সরকার বলেন, ”মনে করা হচ্ছে আগামী একমাসের মধ্যে কিকা শাবকের জন্ম দেব। সর্বক্ষণ কিকাকে নজরে রাখা হয়েছে। গর্ভবতী হওয়ার পর ব্যবহারে পরিবর্তন হচ্ছে কিকার।”

Viral News: ডিম আগে নাকি মুরগি? এতদিনে রহস্যের খোলসা করলেন বিজ্ঞানীরা! উত্তর শুনলে ভিড়মি খাবেন

সাধারণত সাদা বাঘ একসঙ্গে একাধিক শাবকের জন্ম দিয়ে থাকে। যদিও আগে থেকে কোনওভাবেই বলা সম্ভব নয় কয়টি শাবক হবে। কিকার থেকে সাদা বাঘের জন্ম হবে কিনা তাও আগে থেকে বলা যাবে না বলে জানান পার্কের আধিকারিকেরা। ব্যাঘ্র শাবকের জন্ম হলে প্রথম কয়েকমাস সেখানে কাউকে যেতে দেওয়া হবে। মা ও সন্তানদের একসঙ্গে রাখা হবে। এর আগে এই বেঙ্গল সাফারিতে শিলা প্রথমে তিন শাবকের জন্ম দেয়। পরে আরও পাঁচ শাবকের জন্ম দেয় কিকার মা শিলা।

Hingalganj News: সারা শরীরে কাঁটা, রায়মঙ্গল নদী থেকে কী ধরা পড়ল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *