Calcutta High Court : বেড ভাড়া, ওষুধের খরচ? বলবে না স্বাস্থ্য কমিশন – the calcutta high court declared the various advisories issued by the clinical establishment regulatory commission as unconstitutional


এই সময়: কখনও বেড ভাড়া, কখনও বা অ্যাম্বুল্যান্সের চার্জ। কখনও প্যাথলজির খরচ, তো কখনও আবার ওষুধপত্রের দাম। করোনাকালের বিভিন্ন সময়ে বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম ও প্যাথ ল্যাব-সহ যাবতীয় চিকিৎসা প্রতিষ্ঠান বা ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট (সিই)-দের নিয়ন্ত্রণে দফায় দফায় এমন বহু অ্যাডভাইজ়রি বা নির্দেশিকা জারি করেছিল ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন।

WB Panchayat Poll : জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত, এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে আদালতে কমিশন
তবে পরিষেবার রেট ও অন্যান্য একাধিক বিষয়ে বেসরকারি সিই-দের উদ্দেশে জারি করা কমিশনের সেই অ্যাডভাইজ়রিগুলিকে ‘অস্পষ্ট’ আখ্যা দিয়ে ‘অসাংবিধানিক’ ও ‘বাধ্যতামূলক নয়’ বলে রায় দিলো কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য এই রায় দিয়ে কমিশনকে ওই অ্যাডভাইজ়রিগুলির সব ক’টি অবিলম্বে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন।

West Bengal Panchayat Election : মামলার পর কি দিন বাড়ছে মনোনয়নের? পঞ্চায়েত ভোট নিয়ে কমিশন জানাবে সোমবার
কমিশনের ওই সব অ্যাডভাইজ়রিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে অ্যাপোলো হাসপাতাল। শুনানি শেষ হয় ১৬ মে। বুধবার বিচারপতি ভট্টাচার্যের রায়ে বলা হয়েছে, ২০২০-র ২৭ জুলাই থেকে ২০২১-এর ৭ সেপ্টেম্বরের মধ্যে কমিশন মোট ২৬টি অ্যাডভাইজ়রি দিয়েছিল। তার মধ্যে ছিল গর্ভবতী মহিলাদের ভর্তির নিয়ম, কোন সময়ে রোগীর ছুটিতে কত টাকা চার্জ করা হবে, মহার্ঘ অ্যান্টিবায়োটিক-সহ অন্যান্য ওষুধের দাম, অ্যাম্বুল্যান্স পরিষেবা, অভিযোগ নিরসন- এই সব বিষয়ে নানা নির্দেশিকা ও উপদেশ। কিন্তু আদালত মনে করেছে, এই সব অ্যাডভাইজ়রি কমিশন জারি করেছে এক্তিয়ার বহির্ভূত ভাবে। কোর্টের বক্তব্য, এই ধরনের পদক্ষেপের কোনও সংস্থান নেই ২০১৭-র ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট আইনে, যার বলে কমিশন গঠিত হয়েছে।

Panchayat Election 2023: রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট, নির্দেশ হাইকোর্টের
সরকারি কৌঁসুলিরা অবশ্য সওয়াল করেছিলেন যে, জনস্বার্থে এবং রোগীস্বার্থেই এই ধরনের নির্দেশিকা কমিশন জারি করেছে। কিন্তু আইনি প্রশ্নে তাকে আদালত মান্যতা দেয়নি। এই প্রসঙ্গে অতীতের বিভিন্ন মামলার দৃষ্টান্তও কোর্ট তুলে ধরেথে। আগামী দিনে এমন পদক্ষেপ কমিশন যেন আর না করে, সেই নির্দেশও দিয়েছে আদালত। রায়ে বলা হয়েছে, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের বিভিন্ন পরিষেবার রেট বেঁধে দেওয়াও কমিশনের এক্তিয়ার বহির্ভূত।

Panchayat Election 2023 : অপ্রীতিকর ঘটনা ছাড়াই মালদায় চলছে মনোনয়ন, প্রশাসনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ BJP-র
যদিও বৃহস্পতিবার রাত পর্যন্ত এই ব্যাপারে কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে প্রশাসন সূত্রের খবর, এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্যের তরফে ডিভিশন বেঞ্চে যাওয়া হবে কি না, তা নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। আদালতের এই রায় নিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল একান্তে উচ্ছ্বাস প্রকাশ করলেও আনুষ্ঠানিক ভাবে কোনও মন্তব্য করা এড়িয়ে গিয়েছে। প্রতিক্রিয়া দেননি মামলাকারী অ্যাপোলো কর্তৃপক্ষও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *