Murshidabad Nadia Weather : স্বস্তির বৃষ্টি কবে? মুর্শিদাবাদ-নদিয়া নিয়ে ভালো খবর শুনিয়েও ধোঁয়াশা রাখল হাওয়া অফিস – weather of murshidabad and nadia district imd kolkata


তীব্র গরমে নাভিশ্বাস উঠছে গোটা বঙ্গবাসীর। রোদের তেজে বাইরে বেরনোর জো নেই। জরুরি কাজে বাইরে বেরোলেই গলদঘর্ম অবস্থা। দক্ষিণবঙ্গের দুই জেলার মুর্শিদাবাদ ও নদিয়াও জৈষ্ঠের গরমে গরমে তপ্ত হয়ে উঠেছে। আগামী পাঁচ দিন কেমন থাকবে মুর্শিদাবাদ ও নদিয়ার আবহাওয়া? কী বলছে আবহাওয়া দফতর এক নজরে জেনে নেওয়া যাক।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন মুর্শিদাবাদের বহরমপুরের (Murshidabad Weather) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। অন্যদিকে মুর্শিদাবাদের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

Kolkata Weather : ৫০ কিলোমিটার বেগে বইবে ঝড়! কলকাতা সহ একাধিক জেলা ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ১৬ থেকে ২০ জুন অবধি মুর্শিদাবাদে আবহাওয়া খুব বেশি বদল হওয়ার সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিন মুর্শিদাবাদের বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে তাপমাত্রার খুব বেশি বদল হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে মাত্রাতিরিক্ত গরমে নাজেহাল নদিয়াবাসী (Nadia Weather)। সেখানেও অসহ্য গরম বাসিন্দাদের গায়ে জ্বালা ধরিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কৃষ্ণনগরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

Weather Update : একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি, নদিয়া সহ ৫ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস
নদিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে তথ্য দিয়েছে হাওয়া অফিস। আগামী পাঁচদিন কেমন থাকবে নদিয়ার আবহাওয়া? আলিপুর জানিয়েছে, ১৬ থেকে ২০ জুন অবধি নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টিপাতের কারণে গরমের কোনও তারতম্য হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

কৃষ্ণনগরের বাসিন্দা সৌত্রিক মজুমদার বলেন, ‘এখানে যা গরম পড়েছে, তাতে সাধারণ মানুষের কোনও রেহাই নেই। তারমধ্যে মাঝেমধ্যেই এখানে লোডশেডিং হচ্ছে। তাতে এলাকাবাসীর সমস্যা আরও বাড়ছে। কবে যে একটু বৃষ্টি হবে জানি না। আমরা এখন বৃষ্টির জন্য অপেক্ষা করছি।’

Rainfall Forecast : ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, ছুটির দিনে বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ একাধিক জেলা!

অন্যদিকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। কলকাতাতে আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান সহ বেশ কয়েকটি জেলায় আগামী দিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সহ একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *