North 24 Parganas News : কাঁচা হাতের চালক গাড়ি নিয়ে সটান রেললাইনে! থামল ট্রেন, হুলস্থুল কাঁচরাপাড়ায় – car accidently enters on railway track near kanchrapara station


দেখো কাণ্ড! নতুন গাড়ি চালাতে শিখেই গাড়ি নিয়ে ট্রেন লাইনে উঠে পড়লেন এক ব্যক্তি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন তিনি। রেল লাইনে গাড়ি উঠে পড়ায় দাঁড়িয়ে গেল ট্রেন। হুলস্থুল কাণ্ড কাঁচরাপাড়া স্টেশনে। এই ঘটনার জন্য কিছুক্ষণের জন্য ডাউন লাইনে রেল পরিষেবা ব্যহত হল। প্রায় আধ ঘণ্টা দাঁড়িয়ে থাকল ডাউন লালগোলা লোকাল। ঘটনাটি ঘটে কাঁচরাপাড়া এলাকায়। কাঁচরাপাড়া মেইন গেটে লেভেল গেট ক্রসিং-এর গেট পড়ার সময় ঘটে এই বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে মাঝে ঢুকে পড়ে একটি চার চাকা গাড়ি।

Uttar 24 Parganas : ১ কোটির অবৈধ কোরাল উদ্ধার! খড়দহ থেকে গ্রেফতার এক
লেভেল ক্রসিং পার করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের মাঝখানে ঢুকে পড়ে একটি চার চাকা গাড়ি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ওই গাড়ি চালক। শুক্রবার দুপুরে দিকে ঘটনাটি ঘটেছে শিয়ালদহ রানাঘাট মেইন লাইন শাখার কাঁচরাপাড়া ওয়ার্কশপ লেভেল ক্রসিং গেটে।

Dilip Ghosh : ‘গাড়ির মধ্যে বোমা নিয়ে ঘুরছে…!&amp#39; আরাবুল ইস্যুতে বিস্ফোরক দিলীপ
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, মারুতি গাড়ি চালক নতুন গাড়ি (L চিহ্ন লাগানো) নিয়ে রেল লাইন ক্রসিং পার হচ্ছিলেন সে সময় গেট পড়ছিল। গাড়ির ব্রেক না চেপে ভুলবশত এক্সেলেটর চেপে বসেন তিনি। নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের মধ্যে ঢুকে পড়েন। লাইনে ঝাঁকুনি দিয়ে গাড়ি বন্ধ হয়ে যায়। সে সময় ডাউন লালগোলা আসবার কথা ছিল। সেই কারণে গেট বন্ধ হচ্ছিল।

Panchayat Election 2023 : ISF প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অশান্তি বারাসতে
তড়িঘড়ি গেট ম্যান সহ সাধারণ মানুষ এমারজেন্সি কাপড় দেখিয়ে ট্রেনটিকে আটকায়। প্রায় ২০-২৫ মিনিট ট্রেনটি দাঁড়িয়ে থাকে। পরে একটি ক্রেন এসে গাড়িটিকে সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। যদি সেই সময় আপ লাইন দিয়ে ট্রেন চলাচল করছিল। কিন্তু ডাউনলাইন সব মিলিয়ে আধ ঘণ্টা রেল চলাচল বিঘ্নিত হয়।
তবে গাড়ির চালকের সঙ্গে কোনও দক্ষ সহকারী থাকা উচিত ছিল বলে মনে করেন। নতুন গাড়ি চালকের আরও সতর্ক থাকা উচিত ছিল বলে মনে করছেন অনেকেই। সেক্ষেত্রে এই বিপত্তির মুখোমুখি হতে হত না। আরও বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে মনে করছেন অনেকেই।

Uttar 24 Pargana : গাছের পাতায় ‘অভিশপ্ত’ করমণ্ডল

স্থানীয় এক বাসিন্দা বলেন, “উনি রেললাইনের সামনে এসে হুট করে গাড়িটা জোরে চালিয়ে রেল লাইনের ওপর উঠে পড়েন। উনি বোধহয় ভুল করে ব্রেক করার জায়গায় থতমত খেয়ে জোরে চালিয়ে রেল লাইনের উপর দাঁড়িয়ে পড়েন।” ঘটনায় আশেপাশের অন্যান্য যাত্রীরাও ছুটে আসেন। রেলের গার্ডকেও খবর দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *