Panchayat Election : ‘অভিভাবকহীন’ দক্ষিণ ২৪-ই লাস্ট, মনোনয়নের ময়নাতদন্তে পদ্ম – the situation of bjp most deplorable in south 24 parganas they could not submit nominations maximm seat


এই সময়: মনোনয়ন-পর্ব শেষ হলো বৃহস্পতিবার। এই পরিস্থিতিতে কোথায় দাঁড়িয়ে বিজেপি? দেখা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনায় দলের অবস্থা সবচেয়ে শোচনীয়। জেলার সিকিভাগ আসনেও মনোনয়ন জমা দিতে পারেনি তারা। বিজেপি এ জন্য আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের সন্ত্রাসকে দায়ী করলেও দলের অন্দরে নেতারা কাঠগড়ায় তুলছেন দুর্বল সংগঠনকেই।

Anubrata Mondal : কেষ্ট তিহাড়ে, ফাঁকা রাস্তায় মনোনয়ন জমা বিরোধীদের
বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বিজেপি-নেতারা বিভিন্ন জেলার মনোনয়ন-পরিসংখ্যান নিয়ে বিশ্লেষণে বসেছেন। তাতে উত্তরবঙ্গের জেলাগুলি কিছুটা স্বস্তি দিলেও দক্ষিণ ২৪ পরগনা আর মুর্শিদাবাদ ফেলছে চিন্তায়। এই দুই জেলায় বিজেপি কার্যত ভোটের আগেই হেরে গিয়েছে বলে দল সূত্রেই খবর। গ্রাম পঞ্চায়েত স্তরে বহু আসনে তারা মনোননয়নই দিতে পারেনি।

Panchayat Election : মনোনয়নে মার, পালটা মারে চড়ছে ভোট-পারদ
রাজ্য বিজেপির এক পদাধিকারীর কথায়, ‘দক্ষিণ ২৪ পরগনায় ২০ শতাংশ গ্রাম পঞ্চায়েত আসনেও মনোননয়ন দিতে পারিনি। মুর্শিদাবাদে মনোনয়ন দক্ষিণ ২৪ পরগনার থেকে কিছুটা বেশি হলেও পরিস্থিতি বিশেষ সুবিধের নয়।’ সূত্রের খবর, মুর্শিদাবাদে বাম-কংগ্রেস জোট বিজেপির তুলনায় অনেক বেশি মনোনয়ন দিয়েছে।

দক্ষিণ ২৪ পরগনায় বিজেপির একজনও সাংসদ-বিধায়ক নেই। জেলাটি কার্যত ‘অভিভাবকহীন’। পঞ্চায়েত ভোট ঘোষণার আগে গেরুয়া নেতারা ঠিক করেছিলেন, অন্য জেলার দলীয় বিধায়ক, সাংসদরা মনোনয়ন পর্বে সেখানে ঘাঁটি গাড়বেন। মনোনয়ন জমার জন্য প্রার্থীদের বিডিও অফিসে নিয়ে যাবেন তাঁরাই।

Suvendu Adhikari : ‘…কমিশনের অফিসে বিজেপি প্রার্থীদের লাইন পড়বে’, কমিশনার রাজীবকে হুঁশিয়ারি শুভেন্দুর
কিন্তু পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। কোনও বিধায়কই নিজের এলাকা ছেড়ে দক্ষিণ ২৪ পরগনায় যেতে তেমন আগ্রহী হননি। জেলার এক বিজেপি নেতার আক্ষেপ, ‘আমরা অভিভাবকহীন। রাজ্যের শীর্ষ নেতারা কেউ দক্ষিণ ২৪ পরগনার সংগঠন নিয়ে মাথা ঘামান না। শুভেন্দু অধিকারী সম্প্রতি জেলা কমিটির বৈঠকে এসেছিলেন। সেখানে তিনিও সংগঠনের হাল দেখে উদ্বেগ প্রকাশ করেন।’

তৃণমূলে থাকার সময়ে মুর্শিদাবাদের দায়িত্বে ছিলেন শুভেন্দু। তিনি বিজেপিতে যাওয়ার পর গেরুয়া শিবিরের অনেকেই চেয়েছিলেন, শুভেন্দুকেই মুর্শিদাবাদে দলীয় সংগঠন মজবুত করার ভার দেওয়া হোক। কিন্তু রাজ্য বিজেপির ক্ষমতাসীন শিবির সে ভাবে তাঁকে সংগঠনের খুঁটিনাটিতে ঢুকতে দেননি বলে অভিযোগ। দলের কিছু নেতা সেটা স্বীকারও করছেন।

Panchayat Election : বিজেপি-সিপিএম-কংগ্রেস গেল এক গাড়িতে, মনোনয়নে গুলিও
তাৎপর্যপূর্ণ হলো, যে জেলাগুলিতে বিজেপি সবচেয়ে বেশি মনোনয়ন দিতে পেরেছে, তার মধ্যে রয়েছে শুভেন্দুর খাসতালুক পূর্ব মেদিনীপুর। তবে রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের বক্তব্য, ‘তৃণমূলের ব্যাপক সন্ত্রাসে বহু জায়গায় আমরা মনোনয়ন দিতে পারিনি। রাজ্যের সর্বত্রই আমাদের সংগঠন ও প্রার্থী আছে।’ তৃণমূল সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *