Panchayat Election 2023: রাজ্যজুড়ে অন্তর্দ্বন্দের মাঝেই অন্য চিত্র জলপাইগুড়ি জেলা তৃণমূলে


প্রদ্যুৎ দাস: রাজ্যের বিভিন্ন জেলায় যখন প্রার্থী তালিকা নিয়ে  ক্ষোভ- অশান্তি, দলের দায়িত্ব থেকে অব্যাহতির পাশাপাশি দল ত্যাগের ছবি উঠে আসছে, ঠিক তখনই জলপাইগুড়িতে দেখা গেল একটু অন্য চিত্র।

প্রার্থী তালিকায় নিজের নাম না ওঠার পরেও প্রকাশ‍্যে কোনও ক্ষোভ বিক্ষোভ নেই দুলাল দেবনাথের। উল্টে তৃণমূলের জয় প্রার্থণা করছেন জলপাইগুড়ি জেলা পরিষদের বিদায়ী সহ সভাধিপতি। তাঁর এই সংযত মনোভাব‌কে কুর্ণিশ জানিয়ে বিচক্ষণ রাজনৈতিক নেতার আখ‍্যা দিচ্ছেন বিরোধী নেতারা।

আরও পড়ুন: Panchayat Election 2023: মনোনয়নের শেষ দিনেও অন্তর্কলহ, একই আসনে একাধিক প্রার্থী তৃণমূলের

প্রার্থী না হলেও দুলাল দেবনাথ স্পষ্টভাবে জানিয়ে দেন পঞ্চায়েত নির্বাচনে দলের পক্ষেই কাজ করবেন তিনি। তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে রাজের বিভিন্ন জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও চলছে নানা সমীকরণ। উল্লেখযোগ্য রাজনৈতিক ব‍্যক্তিদের মধ্যে যারা এবার টিকিট পাননি তাদেরই একজন জেলা পরিষদের বিদায়ী সহ সভাধিপতি দুলাল দেবনাথ।

পঞ্চায়েত নির্বাচনে তাঁর প্রার্থী না হওয়ার বিষয়টি দলেরই একাংশ মেনে নিতে পারছেন না। বৃহস্পতিবার সকালে তাঁর বাড়িতে বসে কথা বলছিলেন দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী তথা জেলা তৃণমুলের সাধারণ সম্পাদক সন্দীপ মাহাত।

তাঁর টিকিট না পাওয়া প্রসঙ্গে সন্দীপ মাহাতো বলেন, ‘দুলালবাবু তৃণমূল দলের অনেকগুলো শাখা সংগঠনের জেলা নেতৃত্বে রয়েছেন। আমি আশা করবো তিনি টিকিট না পেলেও দলের প্রতি আনুগত্য রেখে পূর্বের মতোই তৃণমূলের হয়ে মাঠে ময়দানে কাজ করে যাবেন’।

আরও পড়ুন: Panchayat Election: মনোনয়নে অশান্তির পর আমোদপুরে ফের উদ্ধার ড্রাম ভর্তি তাজা বোমা

দলের প্রার্থী তালিকায় নাম না থাকার বিষয়টিকে নিজের রাজনৈতিক দক্ষতা দিয়ে চেপে রাখতে পারলেও কিছুটা হতাশা রয়েছে তাঁর মুখে। দুলাল দেবনাথ বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী। আমি গতবার যে আসনে জিতে জেলা পরিষদের সহ সভাধিপতি হয়েছিলাম এবার সেই তেসিমলা আসনে তৃণমূল দলের জেলা সভানেত্রী নিজেই প্রার্থী হয়েছেন’।

তবে প্রার্থী না হলেও মনোনয়নের ব্যাপারে বিভিন্ন বক্লের নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে জানান দুলাল দেবনাথ। বলেন, খুব সুন্দর প্রার্থী তালিকা প্রস্তুত হয়েছে এবার। বিপুল সংখ্যক মানুষের আশীর্বাদ নিয়ে জেলার সব গ্রাম পঞ্চায়েতেই জয়ী হবে তৃণমূল।

দুলাল দেবনাথের মতো দক্ষ রাজনৈতিক নেতা টিকিট না পাওয়ার বিষয়টিকে তৃণমূল দলের নিজস্ব ব্যাপার বলে মনে করছেন বিজেপির শহর মণ্ডল পর্যবেক্ষক সৌজিত সিংহ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *