Panchayat Election 2023 : বাঁকুড়ায় চাপ বাড়ছে ঘাসফুল শিবিরের, মনোনয়নে জেলা পরিষদে এগিয়ে BJP – trinamool congress ahead of bankura gram panchayat and panchayat samiti in panchayat election nomination


Bankura News : ২০২৩ সাধারণ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের কাজ শেষ হয়েছে শুক্রবারই। বাঁকুড়া জেলায় ১৯০ টি গ্রাম পঞ্চায়েতের ৩ হাজার ১২৯টি আসনের মধ্যে ৮ হাজার ৮৫৫ টি আসনে মনোনয়ন দাখিল হয়েছে। যার মধ্যে BJP ২ হাজার ৬৩১ টি, CPIM ২ হাজার ১২৬ টি, ফরওয়ার্ড ব্লক ২৮টি, RSP ৪৭ টি, CPI ৫টি, তৃণমুল কংগ্রেস ৩ হাজার ৩৫৫টি, কংগ্রেস ৯৫টি, নির্দল ও অনান্যরা ৫৬৫টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছে।

অন্যদিকে, ২২ টি পঞ্চায়েত সমিতির ৫৬১ টি আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছে ১ হাজার ৯২০ টি। তার মধ্যে BJP ৬০৯টি, CPIM ৪৩৯টি, ফরওয়ার্ড ব্লক ১১টি, RSP ১৪টি, CPI ২ টি, কংগ্রেস ৪০ টি, তৃণমুল কংগ্রেস ৬৫৯ টি এবং নির্দল ও অনান্যরা ১৪৬টি আসনে মনোনয়নপত্র জমা করেছে। জেলা পরিষদের ৫৬ টি আসনে ২৮৪ জন মনোনয়ন দাখিল করা হয়েছে।

Panchayat Election : বাঁকুড়ায় মনোনয়নের প্রথম দিনেই বাজিমাত BJP-র, ক্ষোভ প্রকাশ CPIM-এর
এর মধ্যে BJP ৭২ টি, CPIM ৫৪টি, কংগ্রেস ৪৫টি ও CPI ২টি, ফরওয়ার্ড ব্লক ২টি, RSP ৩টি, নির্দল ও অনান্যরা ৪১টি আসনে মনোনয়ন দাখিল করেছে। বিষ্ণুপুর মহকুমার ‘সন্ত্রাস কবলিত’ কোতুলপুর, জয়পুর ও ইন্দাস পাত্রসায়ের ব্লকে মনোনয়ন দাখিলের শেষ দিনে বিরোধী CPIM পঞ্চায়েত সমিতিতে জয়পুরে একটি ও ইন্দাসে ৭ টি আসনে মনোনয়ন দাখিল করলেও BJP কোনও মনোনয়ন দাখিল করতে পারেনি।

Bengal Panchayat Election : মনোনয়ন দাখিলের তৃতীয় দিনেও এগিয়ে BJP, তীব্র কটাক্ষ তৃণমূলকে
অন্য দিকে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ইন্দাসে BJP ১টি ও CPIM ২৬ টি আসনে মনোনয়ন দাখিল করেছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে CPIM কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র বলেন, “পিসি সরকারের যাদুও ফেল।”

West Bengal Panchayat Election : ১ দিন অতিক্রান্ত, মহিষাদলে মনোনয়ন জমা করল না তৃণমূল
মনোনয়নপত্র জমার ক্ষেত্রে শাসক দলকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, “এই রাজ্যে যেখানে ব্ল্যাঙ্ক ওএমআর শিটে চাকরি হয়েছে, ইন্টারভিউতে না বসে চাকরি হয়েছে, যেখানে সেখানে সব কিছুই সম্ভব। এবার সমস্ত গণতান্ত্রিক রীতিনীতিকে জলাঞ্জলি দিয়ে মনোনয়ন পত্র জমা হয়েছে। এই অবস্থা যদি মনোনয়ন জমাকালে হয় তবে মনোনয়ন প্রত্যাহার, ভোট আর কাউন্টিংয়ে কি হবে তা সহজেই অনুমেয়।”

Panchayat Election 2023 : মনোনয়ন দাখিলের দ্বিতীয় দিনেও এগিয়ে BJP, পিছিয়ে শাসকদল তৃণমূল
অন্যদিকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের দাবি “ফেলের প্রশ্ন নেই, আমরা পাশ করবই। BJP বিধায়করা ভোটে জিতেও জনবিচ্ছিন্ন। আমরা ভোটে হেরেও মানুষের পাশে আছি।” বিরোধীদের ‘মানুষ তাড়া করছে’, তাঁরা তাড়া করেননি বলে তিনি দাবি করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *