Panchayat Election 2023 : বিরোধী প্রার্থী হিসেবে দাঁড়ানোর খেসারত? লাগাতার মনোনয়ন প্রত্যাহারের হুমকি, শোরগোল ডোমজুড়ে – alleged threat cpim candidate to withdraw panchayat election nomination in howrah domjur


Howrah News : গতকাল পঞ্চায়েত নির্বাচনে শেষ হয়েছে মনোনয়ন পত্র জমা। কিন্তু মনোনয়ন পত্র জমা দেওয়ার খেসারত দিতে হচ্ছে বিরোধী দলের অনেক প্রার্থীকে। মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি আসছে বলে অভিযোগ। CPIM-এর এক প্রার্থীকে হুমকি দেওয়ার ছবি ভাইরাল। অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে।

হুমকির জেরে তিনি এখন ঘর ছাড়া। তবে তিনি লড়াইয়ে নেমে ময়দান ছাড়তে চান না। জানা গিয়েছে, ডোমজুড় ব্লকের চামরাইল গ্রাম পঞ্চায়েতের ১৬৩ নম্বর বুথে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন CPIM প্রার্থী অপর্ণা বায়েন।

WB Panchayat Election : চাপড়ায় CPIM প্রার্থীর বাড়িতে তৃণমূলের বাইক বাহিনীর তাণ্ডব? ভাঙচুর চালানোর অভিযোগ
গতকাল সকালে তাঁর বাড়িতে ওই অঞ্চলের তৃণমূল প্রার্থীর স্বামী দলবল নিয়ে এসে তাকে প্রার্থী পদে না দাঁড়ানোর জন্যে নানাভাবে হুমকি দেয় বলে অভিযোগ। তৃণমূল চায় ওই অঞ্চলের তিনটি বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে। ওই মহিলা প্রার্থী তাদের বোঝানোর চেষ্টা করলেও তৃণমূল কংগ্রেস কর্মীরা তার বাড়ি ভাঙচুর এবং মারধরের হুমকি দেয়।

গোটা ঘটনা মোবাইল ক্যামেরাবন্দী করেন অপর্ণার পরিবারের লোকেরা। সেই ছবি পরে ভাইরাল হয়। হুমকির কাছে মাথা নত না করে গতকালই পুলিশের সাহায্যে অপর্ণা CPIM প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন। এরপরই গতকাল রাতে তাঁর বাড়িতে ভাঙচুর হয় বলে অভিযোগ।

WB Panchayat Election Violence: এবার নাকাশিপাড়া, অনুগামী সহযোগে বন্দুক উঁচিয়ে ‘দাদাগিরি’ তৃণমূল পঞ্চায়েত প্রধানের
তৃণমূল কংগ্রেস কর্মীরা জানালার কাঁচ ভেঙে দেয় এবং বাড়ির ছাদে বোতল ছোড়ে। এই ঘটনায় আতঙ্কিত পরিবার অন্য জায়গায় আশ্রয় নেয়। অপর্ণা বায়েন জানিয়েছেন, “আমি নির্বাচনে লড়াই করব। কোনও অবস্থাতেই তৃণমূল কর্মীদের চাপে নতিস্বীকার করব না। যেভাবে ওরা আমাকে হুমকি দিয়ে গিয়েছে তাতে আমি ও আমার পরিবার এই মুহূর্তে আতঙ্কে রয়েছি। পুলিশ এবং দলকেও গোটা ঘটনা জানিয়েছি।”

Panchayat Election : ‘বিরোধীরা মনোনয়ন জমা না দিতে পারলে নিজের গাড়িতে নিয়ে যাব’, বিধায়কের মন্তব্যে শোরগোল
এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুমকির অভিযোগ অস্বীকার করা হয়েছে। ডোমজুড় কেন্দ্রের বিধায়ক এবং হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ জানিয়েছেন, “এরকম কোনও ঘটনা ঘটেনি। সেরকম হলে CPIM প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারতেন না। হেরে যাবেন তাই এখন নাটক করছেন বিরোধীরা। তৃণমূল কংগ্রেস কর্মীরা এই ধরনের কোনও কাজ করেনি। আমার এলাকায় অন্তত এই ধরনের কোনও ঘটনার খবর পাইনি। আমাদের দলের উচ্চ নেতৃত্ব স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন পঞ্চায়েত নির্বাচনে স্বচ্ছ ও অবাধ করতে হবে। আর সেটাই হবে।”

লিলুয়া থানার পুলিশ জানিয়েছে অভিযোগ পেয়ে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *