Purba Bardhaman News : বর্ধমানে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ একাধিক স্কুল পড়ুয়া, ভর্তি হাসপাতালে – several school students of purba bardhaman hospitalised after eating poisonous fruit


বিষাক্ত ফল খেয়ে অসুস্থ স্কুলের পড়ুয়ারা। চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে। মোট ১৩ জন পড়ুয়া ফল খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, চিকিৎসার পর অনেক পড়ুয়া সুস্থ আছে। স্থানীয় সূত্রে খবর, ভেরেন্ডা ফল খেয়ে অসুস্থ একই স্কুলের প্রায় ১৩ টি বাচ্চা। ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের নতুনহাট গার্লস হাই স্কুলে। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, স্কুলে গিয়ে ভেরেন্ডা ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ে একই স্কুলের ১৩ টি বাচ্চা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে।

Panchayat Election 2023 : বর্ধমানে মনোনয়ন জমার পথে CPIM প্রার্থীদের ওপর হামলার ঘটনা, গ্রেফতার ৯
এইদিন বিকেল থেকে বাড়ি ফিরে একের পর এক বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। প্রত্যেকেরই বমি ও পায়খানা শুরু হয়। এরপরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তাদের সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। প্রত্যেকেরই চিকিৎসা চলছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাদের সকলেরই বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। হাসপাতালে শিশু বিভাগে তারা সকলেই চিকিৎসাধীন রয়েছে। তবে অনেকটাই সুস্থ রয়েছে। দ্রুত হাসপাতালে নিয়ে আসার কারণে প্রত্যেকের চিকিৎসা দ্রুত শুরু করে দেওয়া হয়।

Panchayat Election 2023 : ২৪ ঘণ্টায় চিত্র বদল! TMC বিধায়কের সৌজন্যে মঙ্গলবার বড়শুলে নির্বিঘ্নে মনোনয়ন CPIM-র
পড়ুয়াদের অভিভাবকরা জানিয়েছেন, বৃহস্পতিবার পড়ুয়ারা স্কুলে গিয়ে স্কুলের পাশে থাকা একটি ভেরেন্ডা গাছ থেকে বেশ কিছু ফল সংগ্রহ করে। প্রত্যেকে মিলে সেই ফল খেয়ে ফেলে পড়ুয়ারা। ফল খেয়ে নেওয়ার পরেই তারা অসুস্থ হয়ে পড়ে। প্রথমে স্কুলে থাকাকালীন বিষয়টি বোঝা যায়নি। কিন্তু স্কুলের পড়ুয়ারা বাড়ি ফেরার পরেই অনেকে অসুস্থ হয়ে পড়েন। বমি করতে শুরু করেন অনেকেই। এরপরেই পড়ুয়াদের অভিভাবকরা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।

Panchayat Election 2023 : মনোনয়ন ঘিরে রণক্ষেত্র বর্ধমান, সিপিএম-তৃণমূল খণ্ডযুদ্ধে আহত একাধিক পুলিশ কর্মী
এক পড়ুয়ার মা বলেন, “বাড়িতে এসে থেকেই আমার বাচ্চাটা বলছিল গলাটা উসখুস করছে। ভাত খেল, তারপরেই বমি করে দিল। আমি প্রথমে গলাটা উসখুস করছে বলে ভেবেছিলাম ঠান্ডা লেগেছে।” এরপরেই অন্যান্য বাড়ি থেকেও একাধিক বাচ্চা অসুস্থ হয়ে পড়ার খবর আসে।

Khelo India Youth Games 2023: বাবার অমতে খেলা শুরু, কাবাডিতে ব্রোঞ্জ জয় তুহিনার

বাচ্চাদের প্রশ্ন করে জানা যায়, তারা ওই গাছের ফলটি খেয়েছিল। সেখান থেকেই তাদের অসুস্থতা শুরু হয় বলে মনে করা হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্কুলের মধ্যেই ওই গাছটি ছিল বলে জানা গিয়েছে। স্কুলের উদ্যোগে গাছটি কেটে ফেলা হোক, বলে আর্জি জানিয়েছেন অনেক পড়ুয়ার অভিভাবকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *