Recruitment Scam : প্রতারণার অভিযোগ, ধৃত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ – police arrested somnath bera chief fisheries officer of east medinipur zilla parishad on the charge of fraud


এই সময়, তমলুক: চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ সোমনাথ বেরাকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার বিকেলে সোমনাথ বেরাকে জিজ্ঞাসাবাদের জন্যে তমলুক থানায় ডেকে পাঠানো হয়। রাতেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। কোলাঘাটে নবজোয়ার কর্মসূচিতে মিরিকপুরের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পঞ্চায়েত প্রধান-সহ স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল নেতার নামে দুর্নীতির অভিযোগ করেছিলেন স্থানীয়রা।

Odisha Police : ভুল ইনপুটে তুলে চার ঘণ্টা থানায় ‘ধমক’ নির্দোষকে
তাঁদের অভিযোগ শোনার পরে থানায় অভিযোগের পরামর্শ দেন অভিষেক। তমলুকের বাসিন্দা শশধর সামন্তের অভিযোগ, সোমনাথ বেরা তাঁর মেয়েকে প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার নামে ৮ লক্ষ টাকা নিয়েছিলেন। চাকরি না হওয়ায় পরে সোমনাথ দু’টি চেকের মাধ্যমে সেই টাকা ফেরত দেন। কিন্তু সেই চেক দুটিও বাউন্স করে বলে অভিযোগ। এরপরেই মার্চ মাসে এসপির কাছে লিখিত অভিযোগ করেন তিনি। তমলুকের এসডিপিও সাকিব আহমেদ বলেন, ‘এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সোমনাথ বেরাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।’

Panchayat Election 2023 : বর্ধমানে মনোনয়ন জমার পথে CPIM প্রার্থীদের ওপর হামলার ঘটনা, গ্রেফতার ৯
অন্যদিকে, সোমনাথ বেরাকে গ্রেপ্তারের প্রতিবাদে তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্রের অফিসে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বৃহস্পতিবার ধৃতকে ১০দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে তমলুক আদালত। এই ঘটনায় তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, ‘পুলিশ একটি আইনি বিষয়ে ওঁকে গ্রেপ্তার করেছে। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। আইনি বিষয়ে কোনও মন্তব্য করব না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *