WB Panchayat Election : মন বদল রুখতে ‘শেল্টার হাউস’, নয়া পথে বিজেপি – bjp opens shelter houses in districts to prevent candidates from withdrawing nominations due to trinamool pressure


এই সময়: মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হলো বৃহস্পতিবার। এ বারই আসল লড়াই বিরোধীদের। যাঁরা গ্রামগঞ্জে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে চেয়ে বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিলেন, তাঁরা চাপে পড়ে আবার সুর বদলাবেন না তো? শাসক দলের স্থানীয় নেতাদের চাপে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন না তো তাঁরা? এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিরোধী দলের নেতারা।

Panchayat Election : মনোনয়নে মার, পালটা মারে চড়ছে ভোট-পারদ
২০ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এই ক’দিন দলীয় প্রার্থীদের আগলে রাখাটাই বড় চ্যালেঞ্জ বিরোধী দলের নেতাদের? তৃণমূল অবশ্য বলছে, বিরোধীরা নিজেদের সাংগঠনিক ব্যর্থতা সন্ত্রাসের অভিযোগ দিয়ে ঢাকতে চাইছে। বিজেপি সূত্রের খবর, তাদের প্রার্থীদের আগলে রাখতে জেলায় জেলায় ‘শেল্টার হাউস’ খোলা হয়েছে। উত্তেজনাপ্রবণ এলাকার প্রার্থীদের বৃহস্পতিবার রাত থেকেই সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু উত্তরবঙ্গেই তিরিশটির বেশি ‘শেল্টার হাউস’ খোলা হয়েছে।

WB Panchayat Election : ঘোষণা ছাড়াই শুরু মনোনয়ন, আনুষ্ঠানিক ভাবে তালিকা জানাল না তৃণমূল
দলের সাংসদ, বিধায়কদের ক্যাম্পগুলির নিরাপত্তার ভার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সেখানে সিসিটিভির বন্দোবস্তও করা হচ্ছে বলে গেরুয়া শিবির সূত্রে দাবি। অতীতে রাষ্ট্রপতি নির্বাচনের সময়ে এ রাজ্যে দলীয় বিধায়কদের ‘রিসর্ট বন্দি’ করেছিল বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে হাজার হাজার দলীয় প্রার্থীকে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা সম্ভব না হলেও শেল্টার হাউসগুলিতে প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে তারা।

Panchayat Election 2023 : অপ্রীতিকর ঘটনা ছাড়াই মালদায় চলছে মনোনয়ন, প্রশাসনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ BJP-র
দলের এক রাজ্য নেতার কথায়, ‘তৃণমূল এখনই চাপ দিচ্ছে আমাদের প্রার্থীদের। প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। আমরা প্রার্থীদের অনুরোধ করেছি, শেল্টার হাউসে পরিবার সমেত আসার জন্য। যাতে প্রার্থীকে না পেয়ে তাঁর পরিবারের উপরও হামলা চালাতে না পারে তৃণমূল।’ সিপিএম আবার বিজেপির মতো শেল্টার হাউস তৈরি না করলেও সন্ত্রাস কবলিত এলাকার প্রার্থীদের আগামী কিছুদিন আত্মীয়ের বাড়ি গিয়ে থাকার পরামর্শ দিয়েছে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘গ্রামের মানুষ রাজনৈতিকভাবে সচেতন।

Panchayat Election 2023 : পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে ফের উত্তেজনা চোপড়ায়, BJP কর্মীদের ওপর মৃদু লাঠিচার্জ পুলিশের
তাঁরা জানেন কী করতে হবে। প্রয়োজনে কেউ নিজের বাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়ি থাকবেন। প্রতিরোধ গড়ে তোলার বন্দোবস্তও করে রাখতে পারেন। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা হবে।’ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবি, ‘যাঁরা নিজের জীবন বাজি রেখে বিডিও অফিসে গিয়ে মনোনয়ন জমা দিয়ে এসেছেন, তাঁরা কিছুতেই তৃণমূলের চাপের কাছে নতিস্বীকার করবেন না।’ বিরোধীদের আশঙ্কাকে কটাক্ষ করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, ‘আমরাই তো বিরোধীদের বলেছিলাম, কোথাও মনোনয়ন জমা দিতে বাধা এলে আমাদের বলবেন। আমরা মনোনয়নের ব্যবস্থা করে দেবো। তা হলে আমরা কেন বিরোধী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার জন্য চাপ দেবো! আসলে নিজেদের সাংগঠনিক ব্যর্থতা আড়াল করতেই এ সব অভিযোগ তুলছে বিরোধীরা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *