WB Panchayat Election 2023: চোপড়ায় বিনা নির্বাচনেই ‘জয়ী’ তৃণমূল, ২১৭-এর মধ্যে ২১৬ শাসক দলের – tmc in winning position at chopra as oppositions did not file nomination in panchayat election


বৃহস্পতিবার মনোনয়নের শেষ দিনেও চোপড়ায় বাম-কংগ্রেস ও বিজেপি মনোনয়ন জমা করতে না পারায় কার্যত বিনা লড়াইয়ে পঞ্চায়েত দখলের পথে তৃণমূল। চোপড়ায় প্রায় ৯৯ শতাংশ আসনে মনোনয়ন না দিয়েই জয়ী শাসক। বিরোধীদের অভিযোগ, তৃণমূলের সন্ত্রাসের কারণে তারা মনোনয়ন জমা করতে পারেনি। যদিও এই অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতৃত্বের দাবি, ‘বিরোধীদের লোক নেই। তাই মনোনয়ন জমা দিতে পারেনি।’

Panchayat Election 2023 : বারাসতে ISF প্রার্থীদের ওপর হামলা! গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, “প্রশাসন নির্লজ্জ। প্রশাসন জানে,চোপড়ায় কি হচ্ছে। গত ৯ জুন থেকে তৃণমূলের গুন্ডাবাহিনী লাঠি-সোটা, বোম-বন্দুক নিয়ে বিডিও অফিস চত্বর ঘিরে রেখেছে। যাতে বিরোধীরা কেউ নমিনেশন দিতে না আসতে পারে। প্রশাসন দেখেও কিছু করেনি। ডিএম, এসপি, বিডিও, এসডিও এরা সবাই তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। ডিএম ও এসপি ফোন ধরে না। বিরোধীরা কেউ চোপড়ায় মনোনয়ন জমা করতে না পারে সে কারণে চোপড়ার বিডিও, ইসলামপুরের এসডিও, এবং ইসলামপুরের এসপি সব রকম ব্যবস্থা করে রেখেছে। তবে আমরাও খালি হাতে ফিরব না। আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আগামী সোমবার মহামান্য আদালত রায় দেবে। আমরা আশাবাদী মহামান্য আদালত বিরোধীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করবে।”‘

WB Panchayat Vote 2023 : ৩ পঞ্চায়েত বিরোধীশূন্য, সবুজ আবির মাখামাখি! ভোটের আগে বড় জয় তৃণমূলের

বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, “প্রতিযোগিতায় দুটি পক্ষ থাকে, পক্ষ এবং বিপক্ষ। বিনা প্রতিদ্বন্দ্বিতা তখনই সম্ভব যখন প্রতিদ্বন্দ্বী কেউ থাকবে না। চোপড়ায় বল প্রয়োগ করে বিরোধীদের নমিনেশন করতে দেওয়া হয়নি প্রথম দিন থেকে। প্রচুর বিরোধী দলের কর্মীরা আহত। আমাদের পাঁচজন কার্যকর্তা এখনও নিখোঁজ রয়েছে। প্রশাসনিক শক্তি প্রয়োগ করে তৃণমূলের নেতারা প্রতিদ্বন্দ্বীদের মাঠেই প্রবেশ করতে দেয়নি। প্রতিদ্বন্দ্বিতা করতে দিলে তৃণমূলের নেতারা বুঝে যাবে ওখানে কত ধানে কত চাল। আমরা নির্বাচন কমিশনে একাধিক অভিযোগ জানিয়েছি। আমাদের লিগাল সেল আইনি পদক্ষেপ গ্রহণ করবে।”

সিপিআইএম নেতা উত্তম পাল বলেন, “তৃণমূল চাইছিল বিরোধীরা যাতে মনোনয়ন না করতে পারে এবং তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। প্রশাসনও তাই চাইছিল। সাতদিন ধরে চোপড়া বিডিও অফিসের চারদিকে ঘিরে রেখেছে তৃণমূলের লোকজন, যাতে অন্যরা কেউ না ঢুকতে পারে। এটা নির্বাচনের নামে প্রহসন ছাড়া আর কিছুই নয়। বৃহস্পতিবার আমাদের কমরেডদের মিছিলে বোমাগুলি চালানো হয়েছে। পুলিশ প্রশাসন চোখের কিছু দেখে না, কানেও কিছু শোনে না। আমরা আইনের দ্বারস্থ হয়েছি।”

Panchayat Election 2023 : পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে ফের উত্তেজনা চোপড়ায়, BJP কর্মীদের ওপর মৃদু লাঠিচার্জ পুলিশের

এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতিকে বারংবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দেননি। তৃণমূলের জেলা সহ-সভাপতি অরিন্দম সরকার জানিয়েছেন,” বিরোধীরা প্রথম থেকেই যেভাবে লাঠি তরোয়াল দেখিয়ে মানুষকে উত্তেজিত করছিল। তারই প্রভাব চোপড়ায় পড়েছে। আমাদের চোপড়ার নেতা তথা বিধায়ক হামিদুর রহমান ক্যান্সারে আক্রান্ত। গত কালকের ঘটনা বিরোধীরা নিজেরাই বাধিয়েছে। বিরোধীরা যদি কোর্টে যেতে চায় তাহলে যাবে। মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। “

WB Panchayat Election 2023 : চোপড়ায় হামলার ঘটনায় গ্রেফতার ১৭! ‘আমরা নির্দোষ’, দাবি ধৃতদের

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শেষ দিন পর্যন্ত চোপড়া ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের একটি আসনেও কংগ্রেস, সিপিএম ও বিজেপি মনোনয়ন জমা করেনি। ২১৭ টি আসনে ২১৬ টি তে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতির ২৪ আসনের মধ্যে ২৪টি আসনে এবং জেলা পরিষদের ৩টি আসনের মধ্যে ২টিতে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছে। রাজনৈতিক মহলের মতে, বাম জমানা থেকেই চোপড়ায় জোর যার মুুলুক তার কায়দায় রাজনীতি চলে আসছে। রাজ্যে সরকার পরিবর্তন হলেও চোপড়ায় সেই ট্রাডিশন এখনও অব্যাহত রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *