WB Panchayat Vote 2023 : ৩ পঞ্চায়েত বিরোধীশূন্য, সবুজ আবির মাখামাখি! ভোটের আগে বড় জয় তৃণমূলের


Bengal Panchayat Election: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব শুরু হতেই তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা। রাজ্যের জেলায় জেলায় বিরোধী প্রার্থীদের বাধাদানের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর থেকে জেলায় জেলায় এবার উচ্ছ্বাসে মেতে উঠলেন তৃণমূল কর্মী সমর্থকরা।

পশ্চিম বর্ধমানের বারাবনি ব্লকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। ভোটের আগেই বারাবনি ব্লকের পাঁচগাছিয়া, পানুরিয়া এবং জামগ্রাম পঞ্চায়েত শাসকদলের দখলে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বারাবনিতে যে পঞ্চায়েতগুলি বাকি রয়েছে, সেখানেও বিরোধীদের মনোনয়ন তলানিতে ঠেকেছে। শাসকদলের আশা, সেই পঞ্চায়েতগুলিতে তারাই জয়ী হবে।

WB Panchayat Election Nomination: মনোনয়ন জমায় উলটপূরাণ! ফুল-জলে বিরোধীদের স্বাগত শাসকদলের
বৃহস্পতিবার ছিল মনোনয়নের শেষ দিন। তখনই দেখা যায় বারাবনির ওই তিনটি ব্লকে বিরোধীরা জয়ী হয়েছেন। স্থানীয় বিধায়ক তথা আসানসোল পুরসভাপ মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, এই পঞ্চায়েত গুলিতে নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবে তৃণমূল। যদিও মনোনয়ন প্রক্রিয়া শুরু হতেই বারাবনি ব্লক অফিসে অশান্তির খবর পাওয়া গিয়েছিল। বিরোধীদের মনোনয়ন করতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ উঠছিল। এমনকি সিপিএমের প্রার্থীদের মারধর করার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছে।

Panchayat Election : ‘বিরোধীরা মনোনয়ন জমা না দিতে পারলে নিজের গাড়িতে নিয়ে যাব’, বিধায়কের মন্তব্যে শোরগোল
ইতিমধ্যেই ওই পঞ্চায়েত গুলোর প্রধান কে হবেন তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন স্থানীয় তৃণমূল নেতারা। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনেও বারাবনিতে প্রায় সবকটি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করে তৃণমূল। বিরোধীদের অভিযোগ খুব বেশি গুরুত্ব দিতে রাজি নয় স্থানীয় তৃণমূল নেতারা।

বারবনির তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, ‘সবাইকেই মনোনয়ন করতে দেওয়া হয়েছে। বিরোধীরা প্রার্থী খুঁজে পায়নি বলে বাড়ির সবাই মিলে মনোনয়ন করেছে। তাও ওরা কিছু করতে পারবে না। উন্নয়নের বিজয় হবে। তিনটি পঞ্চায়েত ছাড়াও ব্লকের বাকি পঞ্চায়েত গুলিতে তৃণমূল জয় লাভ করবে।’

Locket Chatterjee : ‘মনোনয়নে এগিয়ে BJP, সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল’, দাবি লকেটের
তৃণমূল বিধায়ক আরও জানিয়েছেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর উন্নয়নে পাশে রয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশ না থাকলে বিরোধীরা কোনও মনোনয়ন জমা দিতে পারনে না বলেই জানিয়েছেন তৃণমূল বিধায়ক। অন্যদিকে পানুরিয়া পঞ্চায়েতে সম্ভাব্য প্রধান বিশ্বজিৎ সিংহ বলেন, ‘সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি আমরা। এটা উন্নয়নের জয় ও বাংলার মা মাটি মানুষের জয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষ আস্থা রেখেছে। আমরা সেই কাজ এগিয়ে নিয়ে যাব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *