WB Rainfall Forecast: ক্ষণিকের বৃষ্টির সঙ্গে মুর্হুমুর্হু বজ্রপাতে হুগলিতে মৃত ৩, জখম ৩ – three people lost life due to thunder storm in hooghly


প্রবল দাবদাহ থেকে মুক্তি দিতে নামল আকাশ ভেঙে বৃষ্টি। সারাদিনের জ্বালাপোড়া গরম থেকে ক্ষণিকের স্বস্তি। এই স্বস্তির সঙ্গেই ভেসে এল দুঃখজনক খবর। হুগলিতে বজ্রপাতে মৃত্যু হল তিন জনের। জখম হল আরও তিন জন।

বাইরে তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই অস্বস্তিকর গরমে নাজেহাল প্রাণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো বিকেল গড়াতেই নামল বৃষ্টি। সঙ্গে কান ফাটানো শব্দ করে শুরু হল বাজ পড়া। স্বস্তির বারিধারার সঙ্গে সঙ্গে মুর্হুমুর্হু বজ্রপাত। এতেই হল বিপত্তি। এদিন বিকেলে তারকেশ্বর ধনিয়াখালি দাদপুর এলাকায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। সেই সময় মাঠে কৃষি কাজ করছিলেন তারকেশ্বরের মির্জাপুর এলাকার দুই বাসিন্দা। তারকেশ্বরের ভঞ্জিপুর এলাকার মাঠে গরু আনতে যাচ্ছিলেন। তাদের উপরে বাজ পড়ে। মৃতরা হলেন, সুরজিৎ চৌধুরী বয়স ২৩, অন্যজন তারকেশ্বরের ভঞ্জিপুর এলাকার সনৎ দাস। বয়স ৩৮। দুজনেই মাঠে গরু আনতে যাচ্ছিলেন। বজ্রাঘাতে দুজনেই মাঠে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন। সংজ্ঞাহীন অবস্থায় দীর্ঘক্ষণ সেখানে পড়ে থাকেন তাঁরা

Kolkata Rain: কলকাতায় ক্ষণিকের বৃষ্টিতে বাজ পড়ে প্রাণ গেল ২ মহিলার

বৃষ্টি থামার পরই সুরজিৎ ও সনৎ দুজনকেই তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, বজ্রপাতের সময় স্কুল থেকে ফেরার পথে জখম হয় মির্জাপুরের অবিনাশ মান্না নামে এক স্কুল ছাত্র তাঁকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Crime News : পরপুরুষে মজে প্রেমিকা! সন্দেহের বশে হোটেলে ডেকে খুন প্রেমিকের

অন্যদিকে, বাজ পড়ে রেখা কর্মকার ও মানসি মান্না নামে দুই মহিলাও জখম হন। তারা তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। দাদপুরের মাকালপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয় এক বৃদ্ধের। নাম চন্দ্রনাথ মালিক। বয়স ৬০ বছর।

Heatwave Alert: ঠাকুমার শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজনে বেরিয়ে স্ট্রোকে মৃত্যু ডাক্তারি পড়ুয়ার

ছয়দিন আগেই সামান্য কিছুক্ষণের বৃষ্টিতে কলকাতায় পড়ে মুড়িমুড়কির মতো বাজ। সেই বাজের জেরে প্রাণ হারান দুই মহিলা। ঘটনাটি ঘটে কলকাতার ধাপার মাঠ এলাকায়। ধাপার মাঠে জঞ্জালের স্তূপের উপর পড়ে বাজ। দুইজনের মৃত্যু ও আরও তিনজন জখম। মৃতেরা দুজনেই সোনারপুরের বাসিন্দা। তাদের এক জনের নাম কাজলা নস্কর। তাঁর বয়স ৫৮ আরও একজনের নাম পলানি মণ্ডল, বয়স ২৪। ন্যাশনাল মেডিক্যাল কলেজে গুরুতর আহত অবস্থায় ভর্তি আহতের নাম সন্ন্যাসী মণ্ডল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *