West Bengal Panchayat Election : কিছু প্রতীক জমা দিল না তৃণমূল – trinamool did not submit the symbols of some candidates in more or less all districts even though the panchayat nomination submission phase is over


প্রসেনজিৎ বেরা
বৃহস্পতিবার পঞ্চায়েতের মনোনয়ন জমার পর্ব শেষ হলেও কমবেশি সব জেলায় কিছু প্রার্থীর প্রতীক জমা দিল না তৃণমূল। গ্রাম পঞ্চায়েত স্তরেই প্রতীক জমা না হওয়ার সংখ্যা বেশি। পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ স্তরেও একাধিক জেলায় কিছু প্রার্থীর প্রতীক জমা দেননি জোড়াফুল নেতৃত্ব। আগামী কয়েক দিনে ধাপে ধাপে এই প্রতীকগুলি তৃণমূল জমা দেবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তৃণমূলের অফিসিয়াল তালিকার সমস্ত প্রার্থী মনোনয়ন পেশ করেছেন।

WB Panchayat Election : ঘোষণা ছাড়াই শুরু মনোনয়ন, আনুষ্ঠানিক ভাবে তালিকা জানাল না তৃণমূল
তারপরেও কেন কিছু প্রার্থীর প্রতীক জমা দেওয়া হলো না? দক্ষিণবঙ্গে একটি জেলার মনোনয়নের দায়িত্বে থাকা তৃণমূলের এক নেতার কথায়, ‘অফিসিয়াল তালিকায় নাম থাকা সত্ত্বেও কিছু প্রার্থীকে নিয়ে নিচুতলায় মতপার্থক্য রয়েছে। সংশ্লিষ্ট জায়গায় আগে থেকেই দলের কিছু নেতা-কর্মী মনোনয়ন জমা দিয়েছেন। এই পরিস্থিতিতে মতপার্থক্য দূর করতে আলোচনা চালানো হচ্ছে। তাই কিছু জায়গায় প্রতীক এ দিন জমা দেওয়া হয়নি।’

Panchayat Election 2023 : ফেরাতে হবে লিস্ট না মানা সব মনোনয়ন
কিছু প্রার্থী মনোনয়ন জমা দিলেও তাঁদের প্রতীক যে এদিন জমা দেওয়া হয়নি, তা অস্বীকার করেননি হুগলি জেলায় জোড়াফুলের মনোনয়নের দায়িত্বে থাকা শান্তনু সেন। তৃণমূলের রাজ্যসভার এই সাংসদের কথায়, ‘জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতে প্রার্থীরা প্রতীক জমা দিয়েছেন। গ্রামপঞ্চায়েত স্তরে কিছু প্রার্থীর প্রতীক এ দিন জমা দেওয়া হয়নি। মনোনয়ন প্রত্যাহারের দিন পর্যন্ত প্রতীক জমা দেওয়ার সুযোগ রয়েছে। তার আগেই প্রতীক জমা দেওয়া হবে।’

WB Panchayat Election : তালিকা আর প্রতীক নিয়ে জেলার পথে
উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের মনোনয়ন দাখিলের প্রক্রিয়ার সমন্বয়ের দায়িত্বে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন এই মন্ত্রীর কথায়, ‘অফিসিয়াল তালিকার সঙ্গে নির্ভুল ভাবে প্রতীক বরাদ্দ করতেই বাড়তি সময় নেওয়া হচ্ছে। শনিবার মনোনয়ন পরীক্ষার দিন। ওই দিনের মধ্যে যে প্রার্থীদের প্রতীক এ দিন দেওয়া হয়নি, তা জমা দেওয়া হবে।’

West Bengal Panchayat Election : ১৭ জুন পঞ্চায়েত নিয়ে বৈঠক শাসকদলের
আবার জঙ্গলমহলে মনোনয়নের দায়িত্বে থাকা এক নেতার কথায়, ‘গ্রাম পঞ্চায়েত স্তরে বহু জায়গায় সমস্যা রয়েছে। জেলা পরিষদের কিছু প্রার্থীকে নিয়েও বিবাদ রয়েছে। অফিসিয়াল প্রার্থী তালিকার সঙ্গে জেলার কিছু নেতা সহমত পোষণ করছেন না। তাই আলোচনা করে সমঝোতা-সূত্র বের করা হচ্ছে।’ ত্রিস্তরীয় পঞ্চায়েতে জোড়াফুলের অফিসিয়াল প্রার্থী তালিকার বাইরেও তৃণমূলের একদল নেতা-কর্মী মনোনয়ন জমা দিয়েছেন।

WB Panchayat Election Nomination: বড়ঞা থেকে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন জীবনকৃষ্ণের স্ত্রী টগরী, জানেই না দল!
তাঁদের বুঝিয়ে মনোনয়ন প্রত্যাহার করানোর চেষ্টাও চালাচ্ছেন তৃণমূলের কয়েকজন নেতা। গোষ্ঠীকোন্দলে জর্জরিত একটি জেলার দায়িত্বে থাকা এক নেতার কথায়, ‘অফিসিয়াল তালিকার বাইরে যাঁরা মনোনয়ন জমা দিয়েছেন, তাঁরা দলেরই নেতা-কর্মী। তাঁদের সঙ্গে আলোচনা করা হচ্ছে, মনোনয়ন প্রত্যাহার করানোর চেষ্টা হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *