West Bengal Weather Update : দীর্ঘমেয়াদি তাপপ্রবাহ বেনজির, বর্ষা কতদূর? জানাল হাওয়া অফিস – monsoon will come next week at south bengal forecast by weather office


গরমের সেকেন্ডে ইনিংসে নাজেহাল বঙ্গবাসী। নতুন করে তাপ প্রবাহের কারণে গলদঘর্ম অবস্থা সকলেরই। বর্ষার আগমণের জন্য চাতকের অপেক্ষায় দক্ষিণ বঙ্গের বাসিন্দারা। এমত অবস্থান কিছুটা হলেও আশার বাণী শোনাল আবহাওয়া দফতর। আগামী সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা এন্ট্রি নিচ্ছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। তবে বর্ষার আগে এতদিন ধরে দীর্ঘমেয়াদি তাপপ্রবাহ বেনজির বলে জানিয়েছে হাওয়া অফিস।

Weather Update : একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি, নদিয়া সহ ৫ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস
হাওয়া অফিস এদিন জানিয়েছে, মৌসুমী বায়ু মালদা হয়ে রাজ্যে ঢুকতে দেরি করছে। সে কারণে আগামী তিন-চারদিন দহন জ্বালা সহ্য করতে হবে দক্ষিণ বঙ্গের বাসিন্দাদের। অনুকূল পরিস্থিতি পেয়ে আগামী ১৯ তারিখ সোমবার থেকে মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গের পথে যাত্রা শুরু করবে বলে জানা গিয়েছে।
আগামী ১৯ থেকে ২১ তারিখের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ নিয়ে আশার বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণ বঙ্গে ১৬ এবং ১৭ তারিখ অত্যন্ত কম বৃষ্টির সম্ভাবনা। ১৮ থেকে ২০ দক্ষিণে বিক্ষিপ্তভাবে বৃষ্টির প্রবণতা বাড়বে।

Monsoon In West Bengal : অস্বস্তিকর গরম থেকে রেহাই কবে! দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করবে বর্ষা?
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত পশ্চিমাঞ্চলের জেলায় তাপপ্রবাহ বহাল। তারপর সার্বিকভাবে তাপমাত্রা কিছুটা কমবে। ১৯ তারিখের পর কলকাতার তাপমাত্রা আরও কিছুটা কমবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৯ থেকে ২১ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ করতে পারে।

Kolkata Weather : ৫০ কিলোমিটার বেগে বইবে ঝড়! কলকাতা সহ একাধিক জেলা ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস
সেক্ষেত্রে আগামী সপ্তাহের আগে মৌসুমী বায়ুর নরনচড়নের কোনও সম্ভাবনা নেই। তবে উত্তর বঙ্গে আরও ৪-৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। ১৭ জুন শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানায় হাওয়া অফিস।
আগামী কালও পারদ নামার সম্ভাবনা নেই। শনিবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি হবে ৷ সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। পাশাপাশি, শনিবার কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানান হয়।

LIVE: তাপপ্রবাহে নাজেহাল বাংলা, বৃষ্টির দেখা কি আদৌ মিলবে?

তবে কলকাতায় অফিস যাত্রীদের বাড়ি ফেরতের সময় মাথায় ছাতা না ধরতে হলেও হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার সঙ্গে সঙ্গে সর্বাধিক ৪০ কিমি বেগে বইতে পারে ঝড় বলে জানানো হয়েছে। তবে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া জেলায় রবিবার বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *