Madan Mitra News : ‘কালো শয়তান বলেছিলাম কারণ…’, রাজ্যপাল প্রসঙ্গে মন্তব্যে ব্যাখ্যা মদনের – madan mitra explain his comment towards west bengal government governor cv ananda bose


West Bengal Latest News পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত হিংসার ঘটনা প্রসঙ্গে কড়া বিবৃতি দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপরেই তাঁকে পালটা আক্রমণ করেছিলেন মদন মিত্র। এমনকী রাজ্যপালকে নিয়ে তাঁর ‘কালো শয়তান’ মন্তব্যের প্রেক্ষিতে তীব্র সমালোচনাও শুরু হয়। কিন্তু, সমালোচনার মুখেও নিজের এই বক্তব্যের ‘ব্যাখ্যা’ দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক।

Suvendu Adhikari CV Ananda Bose : রাজীবকে নির্বাচন কমিশনার করায় শুভেন্দুর তোপে বোস, কটাক্ষ তৃণমূলের
ঠিক কী বলেছেন মদন মিত্র?
রাজ্যপাল প্রসঙ্গে তাঁর মন্তব্যের প্রেক্ষিতে চলতে থাকা সমালোচনা নিয়ে মদন মিত্র বলেন, “আমি কি রাজ্যপালকে অরাজ্যপাল বলেছি? তিনি শয়তান কথাটা ব্যবহার করেছিলেন। আমি সেই জায়গায় শুধু কালা শয়তানের কথা বলেছিলাম।”

এখানেই শেষ নয় মদন মিত্রের সংযোজন, “শকুন ভাগাড়ে থাকে বলে একদিন জানতাম। এখন দেখছি আকাশে থাকে, আর নজর থাকে ভাগাড়ে।” এক্ষেত্রেও তাঁর নিশানায় ছিলেন রাজ্যপালই।

CV Anand Bose : ভাঙড়ের পর ক্যানিং যাচ্ছেন বোস! যাবতীয় কর্মসূচি বাতিল রাজ্যপালের
পাশাপাশি মদন মিত্র বলেন, “কোনও অশান্তির সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত নয়। তা জানার পরেও তো রাজ্যপালের মনে হচ্ছে না যে কেন্দ্রীয় বাহিনীর আসা আটকান। আর আমি তাঁকে খারাপ কোনও কথা বলিনি। আমাদের এখানে বড় একটা গুন্ডা ছিল, নাম হেমেন মণ্ডল। আপনি কি তাঁর মতো হতে চাইছেন? কারণ আপনি বিরোধী দলগুলিকে উসকানি দিচ্ছেন।”

রাজ্যপাল হিংসার বাতাবরণ তৈরি করছেন বলে দাবি করেছেন মদন মিত্র। কামারহাটির বিধায়কের কথায়, “কেউ আইনের ঊর্ধ্বে নন। বিরোধী দলগুলিকে তিনি উসকানি দিচ্ছেন। এবার রাজ্যে খুন হলে প্রথম FIR-হবে আপনার নামে। আমি রাজ্যপালকে কোনও ব্যক্তিগত আক্রমণ করিনি।”

C V Ananda Bose : তপ্ত ভাঙড়ে রাজ্যপাল, কথা বললেন স্থানীয়দের সঙ্গে
অর্থাৎ নিজের মন্তব্য থেকে এক ইঞ্চিও নড়তে নারাজ মদন মিত্র। বিতর্কের সূত্রপাত কী নিয়ে?
পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বের হিংসা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। তিনি কড়া বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, “এই সন্ত্রাস কোনওমতেই চলতে পারে না। শয়তানের খেলা শেষ হওয়া উচিত।”

Abbas Siddiqui : নওশাদের পর এবার ভাঙড়ে আব্বাস, নিহত ISF কর্মীর শেষকৃত্যে যোগ দিলেন ‘ভাইজান’
প্রতিক্রিয়া দিতে গিয়ে বেলাগাম মদন!
রাজ্যপালের এই মন্তব্য প্রসঙ্গেই প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যপাল সম্পর্কে বেলাগাম মন্তব্য শোনা গিয়েছিল কামারহাটির বিধায়কের কণ্ঠে। মদন বলেছিলেন, “রাজ্যপাল এখনও কী শয়তানের খেলা দেখছেন? তাঁর চেহারাই শয়তানের মতো কালো শয়তান।”

তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে রীতিমতো ছি ছিক্কার পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। BJP থেকে বাম, মদেনর মন্তব্যের কড়া সমালোচনা হয়েছিল রাজনৈতিক মহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *