Panchayat Election 2023 : দেওয়াল লিখন থেকে মনোনয়নে ‘অমিল’ বিরোধীরা! খড়দার চিত্র সামনে আসতেই শোরগোল – opposition party flags are seen but no candidate is seen khardaha controversy starts ahead of panchayat election


Uttar 24 Parganas : জমে উঠেছে পঞ্চায়েত নির্বাচন ২০২৩। কিন্তু দেখা নেই বিরোধী দলগুলির। বিরোধীদের দলীয় পতাকা দেখা গেলেও, দেখা নেই কোনও প্রার্থীর। এমনকি ফোনে যোগাযোগ করা হলেও তাঁরা নানান অছিলায় বিষয়টি থেকে এড়িয়ে যান।খড়দা বিধানসভার বিলকান্দা ১ এবং ২-এ যাওয়া হয়েছিল মানুষের সমস্যা জানতে। পঞ্চায়েত এলাকায় গিয়ে দেখা গেল, শাসক দল তৃণমূল কংগ্রেস নেমে পড়েছে প্রচারে। দেওয়াল লিখনও প্রায় হয়ে গিয়েছে, কিন্তু দেওয়ালে দেখা নেই BJP, CPIM বা কংগ্রেসের। রাজ্যে ইতিমধ্যেই বহু পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়েছে বা হতে চলেছে।

Panchayat Election : পূর্ব মেদিনীপুরে শান্তিপূর্ণ মনোনয়ন! তৃতীয় দিনেও শাসকদলের থেকে এগিয়ে বিরোধীরা
ঠিক তেমনই খড়দা বিধানসভা এলাকার পঞ্চায়েতেরও ছবিটা এই রকম। বিশেষ করে বিলকান্দা ১ এবং ২ এ। নমিনেশন জমা দেওয়ার শুরু থেকেই বিরোধীরা এগিয়ে ছিলেন, সব শেষে শাসক তৃণমূল মনোনয়ন পত্র জমা দিয়েছে। আর মনোনয়ন পত্র জমা শেষে এগিয়ে তৃণমূল। এলাকায় রাস্তাঘাট, আলো হলেও প্রধান সমস্যা পানীয় জলের। দীর্ঘদিন ধরেই এই সমস্যা।

West Bengal Panchayat Election : নন্দীগ্রামের ৩ পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ‘জয়ী’ তৃণমূল, উচ্ছ্বাস জোড়াফুল শিবিরে
প্রত্যেকের মোটর বসানোর ক্ষমতাও নেও, তাই অনেকটাই দূর থেকে পানীয় জল আনতে হয় অধিকাংশ পরিবারকে। পাশাপাশি কিছু মানুষ আবাস যোজনার ঘর নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীর কাছে। তবে প্রার্থী আশ্বাস দিয়েছেন ২০২৪ সালের মধ্যে পানীয় জলের সমাধান করবেন এবং যারা ঘর পাননি তাঁদের নামও লিখিয়ে দেবেন।

Panchayat Election 2023 : বারাসতে ISF প্রার্থীদের ওপর হামলা! গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
এই এলাকায় শাসক দল এগিয়ে। কেন বিরোধীদের দেখা নেই এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন সকলেই। কিসের ভয়ে ক্যামেরার সামনে কেউ আসতে চাইছেন না তা জানা যায়নি। তৃণমূল কংগ্রেসের প্রার্থীর অবশ্য দাবি, “এই এলাকা শান্তিপূর্ণ এলাকা। এখানে বিরোধীরা ভোটে দাঁড়ালেও তাদেরকে কোনওভাবে কেউ বাধা সৃষ্টি করেনি।

WB Panchayat Vote 2023 : ৩ পঞ্চায়েত বিরোধীশূন্য, সবুজ আবির মাখামাখি! ভোটের আগে বড় জয় তৃণমূলের
তাঁরা কেন ময়দানে নেই সেটা তাঁরাই বলতে পারবেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন, সেখানে দাঁড়িয়ে কোনও বিরোধী দলই মানুষের সমর্থন পাবে না। তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ প্রার্থীই এবার নতুন। আগামী দিনে এলাকায় আরও উন্নয়ন করবেন, মানুষের পাশে থেকে”।

Panchayat Election : ‘বিরোধীরা মনোনয়ন জমা না দিতে পারলে নিজের গাড়িতে নিয়ে যাব’, বিধায়কের মন্তব্যে শোরগোল
এই যে তৃণমূল সেটা কি নতুন তৃণমূল? এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী জানান, “তৃণমূল একটাই তা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল”। এত দুর্নীতির অভিযোগ, ED CBI এর জালে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব, তারপরেও তৃণমূল কংগ্রেসেই পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলগুলি থেকে অনেক এগিয়ে রয়েছে।

যদিও কানাঘুষো শোনা যাচ্ছে মনোনয়ন পত্র তুলে নেওয়ার জন্য শাসক দলের তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছে বিরোধী দলের প্রার্থীদের। কিন্তু সেই অভিযোগ সামনাসামনি করতে কেউ রাজি হননি। তাই বিলকান্দা ১ ও ২ ঘুরে যেটা বোঝা গেল, সবুজ আবির মাখতে শুধু সময়ের অপেক্ষা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *