Panchayat Election 2023 : ফের তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত ময়না! বোমাবাজিতে জখম একাধিক – trinamool bjp clash in purba medinipur several injured in bombing


TMC Vs BJP : রাজনৈতিকভাবে উত্তেজনাপ্রবণ এলাকা ময়না। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে এই এলাকায় অশান্তির একটা আতঙ্ক ছিলই। আর ঠিক তাই দেখা দিল শনিবার। আবারও উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচা। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে আরও উত্তপ্ত হয়ে উঠছে ময়নার বাকচা। সূত্রের খবর, BJP ও তৃণমূলের সংঘর্ষে ময়নার বাকচায় বোমা মারল দুষ্কৃতীরা। এই কারণে ভয়ে স্কুল ছেড়ে পালাল স্কুলের ছাত্র ও শিক্ষকরা। এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এই ঘটনাকে ঘিরে।

Nisith Pramanik : স্ক্রুটিনি পর্ব ঘিরেও উত্তপ্ত দিনহাটা, কেন্দ্রীয় মন্ত্রীর পথ আটকেই চলল বোমাবাজি! ধুন্ধুমার
ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী। বাকচা নিমতলা বাজারে সামনে পুলিশের সামনে মনোরঞ্জন হাজরার নেতৃত্বে তৃণমূলের গুণ্ডা বাহিনী বহিরাগত লোকজন নিয়ে বোমবাজি করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় কয়েকটা দোকান ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে। বাঁচার তাগিদে প্রাণ ভয়ে গোবরাদন, হামুরুদ্দিন চক পার্টি অফিসের সামনে আশ্রয় নিয়েছেন স্থানীয় লোকজন।

Panchayat Election 2023 : মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে রণক্ষেত্র বাঁকুড়া, জখম BJP কর্মী
আর এই কারণে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় এক মহিলা হয়েছেন। আহত মহিলার নাম মিঠু রানী দাস বর্মন বয়স আনুমানিক ৫৫। চাবুকিয়া বাজার থেকে সবজি বিক্রি করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় নিমতলার কাছে বোমাবাজির সামনে পড়ে যান তিনি।

Wb Panchayat Election Nomination: মনোনয়নের পঞ্চমদিনেও অশান্ত ভাঙড়-ক্যানিং, বাঁশ-লাঠি নিয়ে তাণ্ডব
বোমা ফেটে গুরুতর যখম অবস্থায় তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী এই বিষয়ে জানান, “আর পাঁচটা দিনের মতোই সব কিছু স্বাভাবিক ছিল। হঠাৎ করে কিছু লোক এসে আর এক পক্ষের লোকের দিকে লক্ষ্য করে বোমা ছুঁড়তে শুরু করে।

Bengal Panchayat Polls Violence : মনোনয়ন প্রত্যাহারে চাপ? পাড়ুইয়ে CPIM প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে!
সামনেই একটি স্কুল আছে। বোমার আওয়াজে ওই স্কুলের শিক্ষক ও ছাত্ররা ভয়ে স্কুল ছেড়ে পালান। আমরাও যে যার মতো নিরাপদ আশ্রয়ে চলে যাই। পুলিশ বেশ কিছুক্ষন পরে এসেছে। পরে শুনলাম এক মহিলা আহত হয়েছেন। এই ধরনের মারামারি বোমাবাজি অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা সাধারণ মানুষরা এই কারণে অনেক অসুবিধের মধ্যে পড়ি”।

Arabul Islam Bhangar: আরাবুলের ছেলের গাড়ি থেকে বোমা উদ্ধার! ISF-এর ঘাড়ে দায় ঠেলল তৃণমূল
উল্লেখ্য, মাসখানেক আগেই এই বাকচা এলাকা BJP কর্মীকে অপহরণ করে খুনের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় শাসকদলের দিকে অভিযোগের আঙুল তোলে BJP। BJP নেতাদের অভিযোগ, বাকচায় গত পঞ্চায়েত নির্বাচন থেকেই অশান্তি চলছে। ওখানে মানুষ তৃণমূল কংগ্রেসের অত্যাচারের কারণে BJP-র কাছে এসেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *