Panchayat Election 2023 : বিরোধীদের মনোনয়ন প্রত্যাহারে চাপ! তৃণমূলের বিরুদ্ধে ‘হুমকি’-র অভিযোগ চন্দ্রকোণায় – there is constant pressure on cpim and isf candidates to withdraw their nominations ahead of panchayat election


Paschim Medinipur : CPIM ও ISF প্রার্থীদের মনোনয়ন তুলে নেওয়ার জন্য রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের বিরুদ্ধে হুমকি ও শাসানি দেওয়ার অভিযোগ উঠল। এই কারণে চাপা উত্তেজনা ছড়িয়েছে চন্দ্রকোণার কৃষ্ণপুরে। শুক্রবার গভীর রাতে গ্রামে পুলিশ যেতেই পুলিশের কাছে বিরোধী দলের প্রার্থীরা প্রশ্ন তোলেন, “আমাদের কি বিরোধী দল করার অধিকার নেই? নমিনেশন জমা দেওয়ার পর থেকেই রাতের অন্ধকারে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে শাসক দল তৃণমূল ও সিভিক পুলিশ”। এমনই অভিযোগ বাম ও ISF-এর।

WB Panchayat Election : চাপড়ায় CPIM প্রার্থীর বাড়িতে তৃণমূলের বাইক বাহিনীর তাণ্ডব? ভাঙচুর চালানোর অভিযোগ
বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে প্রার্থী পদ তুলে নিতে। কখনও পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে বলা হচ্ছে জেল ও জরিমানা হবে, কখনও বা প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর সহ বেশ কয়েকটি এলাকায়।

Panchayat Election 2023 : মনোনয়ন জমার পথে CPIM প্রার্থীদের ওপর হামলার অভিযোগ! উত্তেজনা মধ্যমগ্রামে
জানা যায়, ভগবন্তপুর-১ গ্রাম পঞ্চায়েতে ISF প্রার্থী দিয়েছে ৬ টি ও CPIM দিয়েছে ৩ টি। পঞ্চায়েত সমিতিতে ISF দিয়েছে ১টি ও CPIM ১ টি। আর সেই প্রার্থীপদ তুলে নেওয়ার জন্য তীব্র হুমকি শাসনির মুখে পড়তে হচ্ছে ISF, CPIM প্রার্থীদের।

Bengal Panchayat Polls Violence : মনোনয়ন প্রত্যাহারে চাপ? পাড়ুইয়ে CPIM প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে!
ISF ও CPIM প্রার্থীদের অভিযোগ, নির্বাচন কমিশন থেকে শুরু করে পুলিশ প্রশাসনকে লিখিত অভিযোগ জানানো হয়েছে ঘটনা সম্পর্কে। গতকাল রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোণা থানার পুলিশ, কথা বলেন বিরোধী দলের প্রার্থীদের সাথে, পুলিশের সামনেই ক্ষোভ উগরে দেন ISF ও CPIM প্রার্থীরা।

Panchayat Election 2023 : ISF প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অশান্তি বারাসতে
মনোনয়ন পত্র জমার পর থেকে কৃষ্ণপুর এলাকায় রয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প। তা সত্বেও এমন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে ISF ও CPIM প্রার্থীরা। এই বিষয়ে সাকিলা খাতুন নামে এক CPIM প্রার্থী বলেন, “আমরা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছি। প্রাণহানির হুমকিও দেওয়া হচ্ছে।

Panchayat Election 2023 : বারাসতে ISF প্রার্থীদের ওপর হামলা! গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আমরা বিরোধী বলে মনে হচ্ছে আমাদের প্রাণের সম্পত্তির কোনও দাম নেই”। যদিও এই বিষয়ে ISF ও CPIM প্রার্থীদের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল। ভগবন্তপুর-১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার আরমান আলি খাঁন জানান, “এলাকায় সন্ত্রাস নেই এটাই প্রমাণিত কারণ সমস্ত বিরোধী দল প্রার্থী দিয়েছে।

আর তাই নির্বাচনের আগে হেরে যাওয়ার ভয়ে ওরা এসব মিথ্যা অভিযোগ করছে। ওদের সংগঠন নেই, মানুষ ওদের সঙ্গে নেই। বাম আমল থেকে এই এলাকায় বিরোধী রাজনৈতিক দল ভোটে অংশ নিতে পারত না। এবারের পঞ্চায়েত ভোটে এলাকা থেকে বিরোধী নমিনেশন করতে পেরেছে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *