Road Accident : ম্যাজিক গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা! জখম ১০ – horrible accident in head on collision between lorry and magic car 10 injured


Dakshin 24 Parganas : শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনার জেরে গুরুতর জখম হলেন অন্তত দশ জন। বাসন্তীর চোরাডাকাতিয়া মোড়ের কাছে ম্যাজিক গাড়ির সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসন্তী থানার সোনাখালি থেকে ক্যানিংয়ে আসছিল একটি ম্যাজিক ভ্যান। প্রায় ১২ থেকে ১৫ জন যাত্রীকে নিয়ে আসছিল। সেই সময় বাসন্তীর হাসপাতাল মোড় থেকে একটি লরি সোনাখালীর দিকে যাচ্ছিল। তখনই চোরা ডাকাতিয়া মোড়ের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় লরি ও ম্যাজিক ভ্যানের মধ্যে।

Hooghly Accident : সাতসকালে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা সিঙ্গুরে, ঘটনায় মৃত ২
এই ঘটনায় এক মহিলা সহ ১০ জন আহত হয় তাঁদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। আহতরা হলেন ম্যাজিক গাড়ির চালক গণেশ মিস্ত্রি, বিশ্বজিৎ নস্কর, সুব্রত মণ্ডল, রিতা বর, রাজু বর্মন সহ ১০ জন। ক্যানিং মহকুমা হাসপাতালে সবার চিকিৎসা চলছে। এই ঘটনা বাসন্তী থানার পুলিশ লরি ও ম্যাজিক গাড়িটি আটক করেছে। তবে লরির চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত করছে বাসন্তী থানার পুলিশ। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, “লরিটি হঠাৎ ম্যাজিক ভ্যানটিকে ধাক্কা দিলেও ভ্যান চালক আগে থেকে বুঝতে পারেননি।

Snehal Rai Car Accident : ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে অভিনেত্রীর গাড়ি, কেমন আছেন ‘ইশক কা রং’ স্টার?
তার জেরেই ঘটে গেল এই ভয়াবহ দুর্ঘটনা। এই জায়গাটি এমনিতেই দুর্ঘটনাপ্রবণ বলে পরিচিত। তাও প্রশাসনের তরফে রাস্তায় কোনও স্পীড ব্রেকার বসানো হয় না”। এই বিষয়ে দুর্ঘটনাগ্রস্ত ম্যাজিক ভ্যানের এক যাত্রী জানান, “ভ্যানের চালক ঠিক ভাবেই চলছিলেন। হঠাৎ করে ওই লরিটি সামনে থেকে এসে ভ্যানটিকে সোজা ধাক্কা দেয়। ভ্যান চালক সেই সময় নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন, আর ভ্যানটি সড়কের ধারে উলটে যায়। আমাদের কপাল খুব ভালো যে অল্পের ওপর দিয়ে বেঁচে গিয়েছি। এই দুর্ঘটনা আরও ভয়াবহ হতে পারত”।

London : তিন খুনের পর অবরুদ্ধ নটিংহ্যাম, ধৃত যুবক
স্থানীয় এক বাসিন্দা জানান, “যেভাবে এখানে আজ দুর্ঘটনাটি ঘটেছে, তাতে মারাত্মক কিছু ঘটতে পারত। বরাত জোরে অল্পের ওপর দিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। আর একটু এদিক ওদিক হলেই যে কত বড় ঘটনা ঘটতে পারত, সেই ভেবেই আতঙ্কিত হয়ে পড়ছি আমরা”।

Newtown Accident: নিউটাউনে ভয়াবহ দুর্ঘটনায় একসঙ্গে ক্ষতিগ্রস্থ ৬ গাড়ি, আহত ৩
প্রসঙ্গত উল্লেখ্য, মাস খানেক আগেই এরকম এক লরি ও ম্যাজিক ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল মুর্শিদাবাদে। তাতে বেশ কিছু স্কুল পড়ুয়া গুরুতর জখম হয়। হাসপাতালে ভর্তি করতে হয় তাঁদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *