Thailand Yoga Championship : সাফল্যের পথে বাধা আর্থিক অনটন, থাইল্যান্ডে যোগা চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারল না কৃষ্ণনগরের সুনয়না – krishnanagar girl sunayana das could not participate in the yoga championship in thailand due to poverty


Nadia News : বাবা হাসপাতালের অস্থায়ী রক্ষী। অবসর সময়ে টোটো চালান। মা গৃহবধূ। পরিবারে দুই মেয়ের মধ্যে তাঁদের ছোট মেয়ে সুনয়না জীবনের শুরুতেই যেন একটা হোঁচট খেল। রাজ্য থেকে দশজন বাছাই হয়েছিল থাইল্যান্ডে যোগা চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য। কিন্তু আর্থিক অনটনের জন্য যাওয়া হয়ে উঠল না। জেলা তথা রাজ্য, সবেতেই সাফল্য এসেছে বছর ১৩-র অষ্টম শ্রেণীর ছাত্রী সুনয়না দাসের। লক্ষ্য অনেক দূর, কিন্তু বাধ সাধছে অর্থ। এই বয়সে একের পর এক হার্ডলস পেরোচ্ছে সুনয়না।

International Yoga Competition 2023 : আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় দেশের মুখ উজ্জ্বল, সোনার পদক জিতল দমদমের আরোহী
নদিয়া জেলার হয়ে প্রতিনিধিত্ব করে স্টেট যোগা চ্যাম্পিয়ন হয়ে যোগা কুমারীর খেতাব জিতেছে। কিন্তু থাইল্যান্ডে না যেতে পারার আক্ষেপটা রয়েই গেছে। মা ঝুমা দাস জানান, “মেয়ের ছোট থেকে যোগার প্রতি নেশা ছিল। সেটাকে পুনরায় পেশা হিসেবে বেছে নেয় সে। বয়স মাত্র ১৩।

West Bengal Latest News : বাবার অমতে খেলাধুলো, যোগী রাজ্য থেকে পদক ছিনিয়ে আনলেন হুগলির তুহিনা
তার মধ্যে একের পর এক সাফল্য তার হাতের নাগালে এসেছে ঠিকই। কিন্তু অভাবের সংসারে অর্থের কারণে থাইল্যান্ডে যেতে পারেনি”। এই আক্ষেপটা যেন কোনও মতেই ভুলতে পারছেন না সুনয়নার মা ও বাবা। সুনয়নার মা ঝুমা দেবী বলেন, “মেয়ের সাফল্যকে এগিয়ে নিয়ে যেতে স্পন্সররা এগিয়ে আসুন, সাহায্য করুন আমার মেয়েকে”।

HS Exam: সব বাধা পেরিয়ে…, চরম দারিদ্রের মধ্যেও উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় তিন কৃতী
বাবা পিন্টু দাস জানান, “আমি এখানেই শক্তিনগর জেলা হাসপাতালের অস্থায়ী সিকিউরিটি পদে রয়েছি। প্রতিমাসে ঠিকমতো বেতন পাই না। তাই বাধ্য হয়ে টোটো চালাতে হয়। সুনয়না এই যোগার মাধ্যমেই আরও অনেক দূর যেতে চায়। সাফল্য এখনও কিছুই আসেনি তার কাছে। জেলা ছাড়িয়ে রাজ্য ছাড়িয়ে দেশ বিদেশেও খেতাব জয়ের লক্ষ্য রয়েছে তাঁর”।

Kanyashree Prakalpa: কন্যাশ্রীর টাকায় বড় উদ্যোগ, জেলার যক্ষ্মা রোগীদের পুষ্টি সামগ্রীর খরচ যোগাবেন ঝাড়গ্রামের অষ্টাদশী
শক্তিনগর গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সুনয়নাকে নিয়ে উচ্ছ্বসিত তাঁর বন্ধু-বান্ধব এবং শিক্ষক শিক্ষিকাও। মা ঝুমা দাসের কাছেই বাড়িতে প্রথম যোগা শুরু। এরপর প্রথমে জেলা, জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশের হয়ে পঞ্চম স্থান অধিকার করেছে সুনয়না।

Success Story: দ্বিতীয়বার UPSC দিয়েই 9 র‍্যাঙ্ক, মাত্র 23 বছরে IAS অফিসার কণিকার সাফল্যের রহস্য কী?
তবে তার মুখেও সেই আক্ষেপের সুর অর্থাৎ থাইল্যান্ড যেতে না পারাটা। আগামী দিনেও তার সেরাটা উজাড় করে দিতে চায় সে। আর এই সাফল্য দিয়ে বাবা-মায়ের সমস্ত দুঃখ ঘোচাবে সুনয়না। এমনটাই আশা তাঁর। সুনয়না বলে, “থাইল্যান্ড যেতে পারলে ভালই হত।

আরও অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারতাম। কিন্তু আর পিছনে ফিরে তাকিয়ে লাভ নেই। সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। যদি কোনও স্পন্সরের সাহায্য পাই, বা সরকারি সাহায্য পেলে একটু সুবিধে হবে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *