WB Panchayat Election : দলীয় কোন্দলের প্রভাব! মালদার ২ টি জায়গায় প্রার্থীই দিতে পারল না শাসকদল – trinamool congress could not give candidates 2 seats in malda


Trinamool Congress : দলীয় কোন্দল, নাকি দুরদর্শিতার অভাব! তা কেউই জানেন না। তবে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের দুটি বুথে প্রার্থীই দিতে পারল না শাসকদল৷ এই নিয়ে কৌতুহল তৈরি হয়েছে এলাকার রাজনৈতিক মহলে৷ বিরোধীরা বিষয়টি নিয়ে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি৷ এদিকে, প্রার্থী না দিতে পারার বিষয়টি মেনে নিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী বৃহস্পতিবার বেলা তিনটের সময় শেষ হয়ে যায় মনোনয়ন জমা দেওয়ার কাজ৷ তখনও পর্যন্ত সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ৩ ও ৭৮ নম্বর বুথে দলীয় দুই প্রার্থীকে মনোনয়ন জমা করাতে পারেনি তৃণমূল৷

West Bengal Panchayat Election : ১ দিন অতিক্রান্ত, মহিষাদলে মনোনয়ন জমা করল না তৃণমূল
সূত্রের খবর, রাত আটটা নাগাদ শাসকদলের লোকজন ওই দুটি বুথের প্রার্থীদের মনোনয়ন কেন্দ্রে নিয়ে আসে৷ মনোনয়ন জমা নেওয়ার জন্য ঝামেলাও করে৷ বিরোধীরা তাদের বাধা দেয়৷ শেষ পর্যন্ত BDO ঘটনাস্থলে এসে জানিয়ে দেন, আর মনোনয়ন জমা নেওয়া যাবে না৷ এই নিয়ে পুরাতন মালদা ব্লক কংগ্রসের সভাপতি গোপাল সরকার বলেন, “নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার বেলা তিনটের সময় মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে যায়৷

Panchayat Election 2023 : অপ্রীতিকর ঘটনা ছাড়াই মালদায় চলছে মনোনয়ন, প্রশাসনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ BJP-র
তখনও পর্যন্ত তৃণমূল সাহাপুর গ্রাম পঞ্চায়েতের মোরগ্রাম আর ১ নম্বর বিমল দাস কলোনির বুথে প্রার্থী দিতে পারেনি৷ রাত আটটা নাগাদ ওরা BDO অফিসে এসে মনোনয়ন জমা দিতে চায়৷ পুলিশও ওদের পক্ষে ছিল৷ আমরা এর প্রতিবাদ করি৷ শেষ পর্যন্ত BDO এসে জানিয়ে দেন, আর মনোনয়ন জমা নেওয়া যাবে না৷

Panchayat Election : মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বিষ্ণুপুরে অবস্থান বিক্ষোভে BJP
ওরা ফিরে যেতে বাধ্য হয়৷ আসলে দলের কোন্দল আর মানুষের পাশ থেকে সরে যাওয়ার জন্যই তৃণমূলের এই দুর্দশা”। CPIM নেতা পবিত্র বাড়ই জানাচ্ছেন, “শাসকদল এখন দুর্নীতিতে আটকে রয়েছে৷ বিভিন্ন জায়গায় ওই দলের প্রার্থী হতে চাইছেন না কেউ৷ এরা জোর করে নিজেদের লোকজনদের ধরে প্রার্থী করছে৷

Panchayat Election : বাঁকুড়ায় মনোনয়নের প্রথম দিনেই বাজিমাত BJP-র, ক্ষোভ প্রকাশ CPIM-এর
এরা সাহাপুর গ্রাম পঞ্চায়েতের দুটি বুথে প্রার্থী দিতে পারেনি৷ এসবই বলে দিচ্ছে, আগামী দিনে কী হতে যাচ্ছে৷ আমরা বামপন্থী৷ আমরা লড়াই করতে সবসময় প্রস্তুত৷ লড়াই করেই আমরা দুর্নীতিমুক্ত ত্রিস্তর পঞ্চায়েত মানুষকে উপহার দেব”। এই নিয়ে BJP-র উত্তর মালদা সাংগঠনিক জেলার সহ সভাপতি তাপস গুপ্ত বলেন, “পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থী দিতে পারছে না ভাবলে অবাক লাগে৷

WB Panchayat Election 2023: দল প্রার্থী ঘোষণার আগেই মনোনয়ন জমা তৃণমূল কর্মীর! ব্যাপক শোরগোল কুমারগ্রামে
তবে ওরা সব পারে৷ আজও ওরা মনোনয়ন জমা করতে পারে৷ আসলে প্রার্থী নিয়ে গোষ্ঠী কোন্দল ওরা সামলাতে পারেনি৷ তাতেই দুটি বুথে দলীয় প্রার্থীদের মনোনয়ন করাতে পারেনি ওরা৷ আমার মনে হয়, আরও অনেক জায়গায় এমন ঘটনা ঘটেছে৷ তবে ওদের হয়ে প্রশাসন নোংরাভাবে মাঠে নেমেছে৷

WB Panchayat Election : ঘোষণা ছাড়াই শুরু মনোনয়ন, আনুষ্ঠানিক ভাবে তালিকা জানাল না তৃণমূল
বৃহস্পতিবার জেলা শাসক বিকেল চারটের পর শাসকদলের প্রার্থীদের মনোনয়ন জমা নেওয়ার জন্য আধিকারিকদের বাধ্য করেন৷ আমরা এর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছি”। তৃণমূলের পুরাতন মালদা ব্লক সভাপতি (গ্রামীণ) নব্যেন্দু সেন জানান, “ভোটার তালিকায় কিছু সমস্যা থাকায় আমাদের একজন মনোনয়ন জমা দিতে পারেননি৷ আরেকজন প্রার্থীর শরীর খারাপ হয়ে যাওয়ায় তিনি নির্দিষ্ট সময়ে মনোনয়ন কেন্দ্রে পৌঁছোতে পারেননি৷ এর জন্য আমরা দুটি বুথে মনোনয়ন জমা দিতে পারিনি”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *