Alipurduar Weather Update : টানা বৃষ্টির জেরে জলমগ্ন আলিপুরদুয়ারে একাধিক জায়গা, পরিদর্শনে মহকুমা শাসক – several area goes underwater at alipurduar for continuous raining


বৃষ্টির অপেক্ষায় হা পিত্তেশ করে বসে রয়েছে দক্ষিণবঙ্গ। এদিকে, রবিবার ভোর থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে আলিপুরদুয়ার জেলার। আলিপুরদুয়ার শহরের একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। দ্রুত জল নামানোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ প্রশাসনের। নদী গুলির জলস্তর বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেদিকে নজর রাখছে প্রশাসন।

Alipurduar News : ৫ ঘন্টা স্বামীর মৃতদেহ নিয়ে স্টেশনে বসে স্ত্রী, ময়নাতদন্তের নামে রেল পুলিশের গড়িমসি
ইতিপূর্বেই আবহাওয়া দফতরের তরফে উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল। আগেই জানানো হয়েছিল, দার্জিলিং, কালিংপঙ,আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ জারি থাকবে। সেই বার্তাকে সত্যি করে লাগাতার ভারী বৃষ্টি হচ্ছে আলিপুরদুয়ারে। ওই বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটাই নিচে নেমে এসেছে।

Alipurduar News : মাকে হত্যা করে বাড়ির সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখার অভিযোগ, গ্রেফতার ছেলে
এই মুহূর্তে আলিপুরদুয়ারের তাপমাত্রা রয়েছে ২৫°সেলসিয়াস। যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম। আলিপুরদুয়ার শহরের বেশকিছু ওয়ার্ড জলমগ্ন রয়েছে। পুরসভার ৮, ৯, ১৫, ১৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলমগ্ন। জরুরি ভিত্তিতে সেই জল সরানোর কাজ শুরু করেছে পুরসভা।
জানা গিয়েছে, ইতিমধ্যেই নিকাশি ব্যবস্থার গতি বাড়াতে আলিপুরদুয়ার শহর লাগোয়া নদী বাঁধের ওপরে ৩ টি শক্তিশালী মোটর বসিয়েছিল পুরসভা। বিভিন্ন নদী গুলির উপরে নজর রাখা হচ্ছে। বিভিন্ন নদী গুলি ফুলে ফেঁপে উঠলেও, এখনও কোনো নদীতে সতর্কতা জারি করা হয়নি।

Sushil Modi : &amp#39;সব কিছুতে ৪০ শতাংশ কমিশন খায় সরকার…&amp#39;, রাজ্যে এসে কটাক্ষ BJP-র প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর
আলিপুরদুয়ারের ১৩২.৪০ মিমি, হাসিমারা ১২৪ মিমি বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার জানান, বেশ কিছু নদীর জলস্তর কিছুটা বেড়েছে। তবে এখনই কোনও বিপদ সংকেত ঘোষণা করা হয়নি। বেশ কিছু জলমগ্ন এলাকা এদিন পরিদর্শনে যান সেচ দফতরের আধিকারিকরা।
উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। গত বছরের বন্যার স্মৃতির কথা মাথায় রেখে এ বছর আগে থেকে প্রস্তুত থাকছে জেলা প্রশাসন। বন্যা, বিপর্যয় মোকাবিলা করার জন্য এ বছর আলাদা একটি প্রশিক্ষণপ্রাপ্ত দল প্রস্তুত করা হয়েছে জেলা প্রশাসনের তরফে।

Panchayat Updates: ‘টিকিটের দর ১লাখ! অগ্রিম ৫০ হাজার’! কালচিনিতে ভাইরাল ভিডিয়ো

তবে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণ বঙ্গের এখনও বৃষ্টির জন্য চাতকের অপেক্ষায়। যদিও আজ অর্থাৎ রবিবার দুপুরে বৃষ্টির পূর্বাভাস ছিল কলকাতায়। এমনকি বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জনানন হয়। কলকাতার পাশাপাশি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাও বলেও জানানো হয়। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনাতেও, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানানো হয়।
দক্ষিণবঙ্গে আগামী ১৯ থেকে ২২ তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করার কথা রয়েছে। অপেক্ষায় রয়েছে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। তার আগেও রবিবার বেলা পর্যন্ত দাবদাহে ভুগতে হচ্ছে বাসিন্দাদের। সে জায়গায় বর্ষার শুরুতেই ইতিমধ্যে ভাসতে শুরু করেছে উত্তরবঙ্গের জেলা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *