বিগ বস মানুষের বড্ড পছন্দের। বিগ বস (Big Boss OTT Season 2) এর আগে টেলিভিশনে হলেও গতবারের সিজন হয়েছিল ওটিটি-তে। গতবারের তুমুল জনপ্রিয়তা নির্মাতাদের আরও একবার এই বিগ বস ওটিটি-তে নিয়ে আসতে বাদ্য করল। শুরু হতে চলেছে বিগ বস ওটিটি সিজন ২। প্রত্যেকবারের মতন সলমন খানই (Salman Khan) বিগ বস ২-এর হোস্ট করবেন। তারই আনুষ্ঠানিক সূচনা হল এদিন আর সেখানেই বিগ বস ভাইজানের কতটা পছন্দের নিজেই জানালেন সলমান। দেখুন সেই ভিডিয়ো।