Farzi: ওয়েব সিরিজ দেখে জাল নোট বানিয়ে ফেসবুকে পোস্ট হাওড়ার ২ যুবকের! তারপর… – two youth from howrah allegedly make fake currency inspired by a web series farzi


আসল না ‘ফর্জি’, ধরতে পারবেন না। পর্দার শাহিদ কাপুরকে অনুকরণ। ওয়েব সিরিজে জাল টাকা দেখে বাড়িতে নকল টাকা বানিয়ে ফেলেছিল বাউড়িয়া চকওলির বাসিন্দা শেখ সামির। এমনকি নিজের হাতে বানানো জাল টাকার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল এই যুবক। আর সেই ছবি কাল হল সামিরের। CID-র হাতে গ্রেফতার শেখ সামির ও তার বন্ধু শেখ আরিফ। তাদের ১২ দিনের CID হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে দক্ষিণ পূর্ব রেলের বাউড়িয়া ষ্টেশনের কাছ থেকে দুই যুবককে গ্রেফতার করেছে CID। ধৃত সামিরের কাছ থেকে CID আধিকারিকরা ৫০০ টাকার তিন লাখ জাল নোট উদ্ধার করেছে। পাশাপাশি ধৃত যুবকের বাড়ি থেকে একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি স্ক্যানার এবং ল্যামিনেশন মেশিন সহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করেছে CID।

Kolkata Police : ইউটিউব ভিডিয়োতে লাইক দেওয়ার নামে বড়সড় প্রতারণার ফাঁদ! পর্দাফাঁস কলকাতা পুলিশের
ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিন তাদের উলুবেড়িয়া আদালতে তোলা হবে। সূত্রের খবর, একটি ওয়েব সিরিজ দেখে জাল টাকা ছাপানোর পরিকল্পনা করে শেখ সামির। সেইমত বিভিন্ন মেশিনপত্র জোগাড় করে বাড়িতেই জাল টাকা ছাপানো শুরু করে সে। কোথাও আটকালে সাহায্য নিল ইন্টারনেটের। প্রযুক্তিকে ব্যবহার করে এভাবেই রমরমা জাল নোট ছাপার কারবার শুরু করে এই যুবক।

Coalfield Express: প্যান্টোগ্রাফ ভেঙে দেড় ঘণ্টা আটকে কোলফিল্ড এক্সপ্রেস, চরম দুর্ভোগ
কিন্তু, এখানেই শেষ নয়, নিজের জাল টাকার ছবি ফলাও করে সকলকে দেখাতে শুরু করে সে। সূত্রের খবর, সামির বাড়িতে জাল টাকা ছাপানোর পর সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছিল। তা গোয়েন্দাদের নজরে আসে। এরপর এই ছবির সূত্রে ধরে জাল টাকার নোটের নেপথ্য ‘খলনায়ক’-কে খুঁজে বার করতে ময়দানে নামে CID।
সূত্রের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তথ্য যাচাইয়ের পর সামিরকে ধরার জন্য ফাঁদ পাতেন CID আধিকারিকরা। সামিরের কাছে থাকা জাল নোট কেনার আগ্রহ দেখান এক গোয়েন্দারা। সেইমতো যোগাযোগ এবং এরপর নির্দিষ্ট টাকার কথাও হয় তাদের মধ্যে।

Balasore Train Accident: শনাক্ত করল একজন, দেহের দাবি অন্যজনের! ট্রেন দুর্ঘটনায় মৃতের পরিচয় নিয়ে গোলমাল
সেইমত শনিবার রাতে বাউড়িয়া স্টেশনের কাছে টাকার ডিল করতে সামির এবং আরিফ আসে। সেই সময় হাওড়া গ্রামীণ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং CID যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। জানা গিয়েছে, তাদের থেকে তিন লাখ টাকার জাল নোট উদ্ধার হয়েছে।

সামির এবং আরিফকে হেফাজতে নিয়ে তদন্ত করতে চান গোয়েন্দারা, জানা গিয়েছে এমনটাই। কী ভাবে এই জাল নোট তৈরি হত এবং তা আর কার কার হাত ঘুরত, গোটা ঘটনার খুঁটিনাটি জানতে চাইছেন গোয়েন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *