Kolkata Night Club Monkey Video : বাঁদরছানাকে চেন দিয়ে বেঁধে ফূর্তি! ‘বর্বরতা’ নিয়ে মুখ খুলল কলকাতার নাইটক্লাব – kolkata night club toy room slammed for allegedly chaining monkey video shared by animal lovers celebs


এ যেন মধ্যযুগীয় বর্বরতা। চেন দিয়ে বেঁধে রাখা হল একটি বাঁদরছানাকে। তাঁকে নিয়ে চলল দেদার ফূর্তি। ঘটনাটি ঘটেছে কলকাতা শহরের একটি নাইটক্লাবে। আর সেই ‘বর্বরতা’-র দৃশ্য প্রকাশ্যে আসতেই ফুঁসে উঠেছে গোটা শহর।

শনিবার রাতের পর থেকে খবরের শিরোনামে টয়রুম নাইটক্লাব। শিকলে বাঁধা একটি বাঁদরছানাকে নিয়ে হইচই করার ভিডিয়ো ভাইরাল হতেই কাঠগড়ায় এই নাইটক্লাবে। অভিযোগ, বাঁদরছানাকে বেঁধে রেখে মোচ্ছব চলেছে এই নাইটক্লাবে। যা নিয়ে তীব্র আপত্তি তুলে নাইটক্লাব কর্তৃপক্ষের শাস্তির দাবি জানিয়েছেন শহরের পোষ্যপ্রেমী থেকে শুরু করে প্রথম সারির সেলেবরা। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল

Mumbai Local Train : মুম্বইয়ের লোকাল ট্রেনে কলেজ ছাত্রীকে যৌন হেনস্থা! ফের প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা
এদিকে, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে টয়রুম কর্তৃপক্ষ। তাদের দাবি, এই বাঁদরছানাকে নিয়ে কয়েকজন মাদারি ক্লাবের বাইরে ঘোরাফেরা করছিলেন। বাঁদরছানাটি তাঁদেরই। আসলে তাঁদের ভিতরে খেলা দেখানোর অনুমতি দেওয়া হয়নি বলেই এই ধরণের ভিডিয়ো করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর সঙ্গে ক্লাবের কোনও সম্পর্ক নেই।

এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেত শুরু করেছেন বহু সেলেব। তালিকায় প্রথমেই রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। দু’টি ভিডিয়ো পোস্ট করে ইনস্টাগ্রামে অভিনেত্রী লেখেন, “আমি অত্যন্ত লজ্জিত। কিছু একটা নজিরবিহীন করে দেখানোর নাম করে টয়রুম কলকাতা যে নৃশংসতা দেখিয়েছে তা দেখে আবি তাজ্জব।” এই বর্বরতা ক্ষমার অযোগ্য বলেই মন্তব্য করেন স্বস্তিকা। যারা এই পার্টিতে গিয়েছিলেন, তাঁদের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। কেউ এই নৃশংস ঘটনা তৎক্ষণাৎ বন্ধ করার জন্য বলেননি? প্রশ্ন স্বস্তিকা মুখোপাধ্যায়ের।

Indian Army: বিবস্ত্র করে বেধড়ক মারধর! স্ত্রীকে বাঁচাতে কাতর আর্জি সেনা জওয়ানের
নাইটক্লাবের উপর তীব্র ক্ষোভ উগরে দিয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় আরও লেখেন, “নিজেদের ট্যাগ করার অপশন বন্ধ করে দিয়েছে টয়রুম কলকাতা। এভাবে কি তারা এই অন্যায় থেকে ছাড় পেয়ে যাবেন ভেবেছেন?” এখানেই শেষ নয়। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেল ট্যাগ করে বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন অভিনেত্রী।


শহরের অভিজাত ক্যামাক স্ট্রিট এলাকার এই টয়রুম নাইটক্লাবের বিরুদ্ধে বাঁদরছানাকে বেঁধে রেখে এ হেন বর্বরতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সকলেই। অনেকেই কলকাতা পুলিশকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ছড়িয়ে দিয়েছেন।

Delhi Metro: প্রকাশ্যে স্বমেহন বা স্বল্পবাসে ইনস্টা রিলস! যাত্রী বিড়ম্বনা ঠেকাতে কড়া দিল্লি মেট্রো
পশুদের অধিকার রক্ষার জন্য লড়াই করা পেটা সংগঠনও এই ভিডিয়োটিকে মারাত্মক বর্বরতা বলে অ্যাখ্যা দিয়েছে। তাদের একটি টিম বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানিয়েছে পেটা। তবে পশুদের বিরুদ্ধে কোনওপ্রকাশ নৃশংসা দেখানো হয়নি বলেই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে টয়রুম কলকাতা।

Bike Booking App : পাক রাইড অ্যাপে হ্যাকার হানা! পাকিস্তানিদের মায়ের নাম করে অশ্লীল গালিগালাজ


মাদারিতে খেলা দেখানোর অনুমতি দেওয়া হয়নি বলে তারা টয়রুম থেকে বেরিয়ে রেস্তরাঁর গ্রাউন্ড ফ্লোরে খেলা দেখাতে শুরু করে। সেখানেই ছিল বাঁদরছানাগুলি। এর সঙ্গে নাইটক্লাবের কোনও সংযোগ নেই। তারাও পশুদের প্রতি বর্বরতার বিপক্ষে। এমনটাই বিবৃতি দিয়েছে কলকাতার এই নাইটক্লাব।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *