Panchayat Election 2023: ডাকাতিতে অভিযুক্তও পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী, পাণ্ডুয়ায় ব্যাপক শোরগোল – west bengal panchayat election dacoity accused person got nomination from tmc at pandua


ডাকাতির পরিকল্পনায় অভিযুক্তও পঞ্চায়েতে পেল তৃণমূলের প্রার্থী পদ। ডাকাতির পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া নুর ইসলামকে গ্রাম সভায় প্রার্থী করল তৃণমূল। এই বিষয়টি সামনে আসতেই ব্যাপক শোরগোল পাণ্ডুয়ায়। শুধু বিরোধীরাই নয়, দলের অন্দরেও শুরু আলোচনা।

পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েতের ২৬৮ নম্বর বুথে প্রার্থী করা হয়েছে নূর ইসলাম ওরফে ভোলাকে। তৃণমূলের প্রার্থী তালিকায় নাম রয়েছে তার।দলের হয়ে মনোনয়ন জমা দিয়ে দিয়েছেন তিনি। দল তাকে প্রার্থী করেছে সে কথা স্বীকার করেন নূর। দেওয়াল লেখার কাজ শুরু করবেন বলে জানান। পুলিশের হাতে গ্রেফতারের পর ভোলা বর্তমানে জামিনে রয়েছেন।একজন অভিযুক্ত, যার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে, তাকে কেন টিকিট দিল শাসক দল তা নিয়ে জোর চর্চা শুরু হয় বিভিন্ন মহলে। দলীয় কর্মী থেকে স্থানীয় মানুষ অনেকেই শাসক দলের প্রার্থীকে মেনে নিতে পারছেন না।

Panchayat Election 2023 : বিরোধী প্রার্থী হিসেবে দাঁড়ানোর খেসারত? লাগাতার মনোনয়ন প্রত্যাহারের হুমকি, শোরগোল ডোমজুড়ে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে সেপ্টেম্বর মাসে পান্ডুয়ার ক্ষীরখুন্ডি মাঠপাড়া এলাকায় নূর আলমের বাড়িতে অপরিচিত মানুষের আনাগোনায় সন্দেহ হয় গ্রামবাসীদের। এরপর তারা ভোলার বাড়িতে চড়াও হয়। সেখান থেকে মাদক, নগদ টাকা সহ কয়েকজনকে হাতেনাতে ধরে ফেলে বাসিন্দারা।খবর পেয়ে ঘটনাস্থলে যায় পান্ডুয়া থানার পুলিশ। সেখান থেকে চারজনকে গ্রেফতার করে। পুলিশ তদন্ত নেমে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।গ্রেফতার হওয়ায় নূর ইসলাম কিছুদিন জেল খাটেন।সেই মামলার কথা নমিনেশনের হলফনামায় উল্লেখ করেন তৃণমূল প্রার্থী।

West Bengal Panchayat Election 2023 : ‘ঘৃণা ধরে গিয়েছে…’, তৃণমূল ছাড়লেন দলের জন্মলগ্নের কর্মী

নূর ইসলাম বলেন,”দিদির উন্নয়ন নিয়ে মানুষের কাছে যাব ।আমরা দিদির সৈনিক, মানুষ দিদিকে দেখে ভোট দেবে, আমাদের কোন দাম নেই। আমি মঙ্গলবার থেকে প্রচারে নামবো। দলের সভাপতি আমাকে ফোন করে জানায় আমার নাম এসেছে। এরপরেই আমি নমিনেশন জমা দিই। এর আগেও ভোটে দাঁড়িয়েছিলাম সেখানে দলেরই কিছু লোক আমাকে হারিয়ে দেয়। আমি ১৩ ভোটে পরাজিত হই। তবে আমার বিরুদ্ধে প্ল্যান ডাকাতির একটি মামলা রয়েছে সেটাও আমি লিখিতভাবে জানিয়েছি, সেই মামলা এখন চলছে। তবে দলের কথায় শেষ কথা দল যা বলবে আমি তাই করব। দল যদি আমাকে মনোনয়ন প্রত্যাহার করতে বলে আমি তাই করব।”

West Bengal Panchayat Election : প্রার্থী তালিকায় ‘নতুন মুখ’! তৃণমূলের হয়েই মনোনয়ন পুরনোদের, অবাক কাণ্ড ঝাড়গ্রামে

পান্ডুয়া বিজেপির মন্ডল সভাপতি অমিতাভ ঘোষ বলেন, ”তৃণমূল কংগ্রেসের প্রার্থী যারা আছে তাদের অধিকাংশই দুর্নীতি, চুরি সহ অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। তৃণমূল যাকে প্রার্থী করেছে সেই ব্যক্তিকে কিছুদিন আগে মাদক বিক্রির অভিযোগে গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলে। পুলিশ তাকে গ্রেফতার করেছিল। তার জন্য সে বেশ কিছুদিন জেলও খেটেছে। যা গণতন্ত্রের পক্ষে বিপদজনক। শাসক দলের যে তালিকা রয়েছে খুঁজলে দেখা যাবে এরকম অনেকেই রয়েছে। তৃণমূল কংগ্রেস যেভাবে সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তা এক কথায় নিন্দনীয়। আর এটা থেকেই প্রমাণ হয় তৃণমূল কি ধরনের সংস্কৃতিতে বিশ্বাস করে।”

West Bengal Panchayat Election : দুর্নীতির প্রতিবাদে মনের জোরই যথেষ্ট! বীরভূমে বামেদের হয়ে লড়বেন মূক ও বধির ঝর্ণা

Murshidabad News: নবগ্রামে মারতে এসেই মরতে হল তৃণমূল নেতাকে?

পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, ”হয়তো ভুলবশত কেউ ওই নাম পাঠিয়েছে। আমরা যাচাই করে দেখাবার পরেই ওই নামের পরিবর্তে অন্য নাম পাঠিয়েছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *