দায়িত্ব বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ানো হল শওকত মোল্লার নিরাপত্তাও। জানা গিয়েছে, এই তৃণমূল বিধায়ককে এবার দায়িত্ব বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ানো হল শওকত মোল্লার নিরাপত্তাও। জানা গিয়েছে, এই তৃণমূল বিধায়ককে এবার থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে।
পঞ্চায়েত ভোটের মুখে শওকত মোল্লার নিরাপত্তা বৃদ্ধি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে।
পঞ্চায়েত ভোটের মুখে শওকত মোল্লার নিরাপত্তা বৃদ্ধি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে দফায় দফায় তপ্ত হয়েছে ভাঙড়। চলছে গুলি, বাদ যায়নি বোমাবাজিও। এমনকী, মনোনয়নের শেষ দিনে তিন জনের মৃত্যু হয়েছে ভাঙড়ে।
এই গোটা ঘটনায় ISF এবং তৃণমূল একে অপরকে নিশানা করে এবং ISF কর্মীদের মুখে একাধিকবার উঠে এসেছে শওকত মোল্লার নাম। এদিকে শুক্রবার ভাঙড় পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে গিয়ে তিনি বিজয়গঞ্জ বাজার ঘুরে দেখেন।
স্থানীয়দের সঙ্গে কথাও বলেন তিনি। রাজ্যপালকে দেখে এগিয়ে আসেন কিছু ISF কর্মী। তাঁদের একাংশ দাবি করেছিলেন, “শওকত মোল্লার নেতৃত্বে কিছু দুষ্কৃতী দাপিয়ে বেড়িয়েছে।” এরপরেই নিজের সঙ্গে থাকা অফিসদের রাজ্যপাল প্রশ্ন করেন, “হু ইজ শওকত মোল্লা (শওকত মোল্লা কে)?” তাঁরা জবাব দিয়েছিলেন, শওকত ক্যানিং পূর্বের বিধায়ক।