Sikkim Tourism: ধসের ফলে বিচ্ছিন্ন সিকিম, হুড়মুড়িয়ে পর্যটকদের ট্যুর বাতিলে মাথায় হাত ব্যবসায়ীদের – siliguri tour operators are worried as tourists are cancelling sikkim tour due to landslide


উত্তর সিকিমে প্রবল ধসে যোগাযোগ বিচ্ছিন্ন। আপাতত পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছেনা। এই অবস্থায় উত্তরবঙ্গের পর্যটনেও প্রভাব পড়ল। পাশের রাজ্য সিকিমের তুষারপাত, ধসের ফলে মাঝেমধ্যেই সমস্যায় পড়তে হয় বাংলার পর্যটন ব্যবসায়ীদের। উত্তর সিকিমের পাশাপাশি পশ্চিম সিকিমেও ধসের খবর মিলেছে। আর এই বিপর্যয়ের ফলেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করছেন প্রচুর পর্যটক। ধস পরিস্থিতিতে আগে থেকে বুক করে রাখা ট্যুর প্ল্যানও বাতিল করছেন অনেকেই। বিশেষ করে যে সমস্ত পর্যটন লাচেন, লাচুং, ইয়ুমথাং যাওয়ার প্ল্যান করেছিলেন তা বাতিল করছেন। এর জেরে প্রভাব পড়ছে বাংলার পর্যটনেও।

Sikkim Landslide: হড়পা বান-ধসে বিপর্যস্ত উত্তর সিকিম, আটকে পড়া পর্যটকদের এয়ার লিফট?

কেন প্রভাব পড়ছে এখানে?

পর্যটন ব্যবসায়ীরা জানাচ্ছেন, বাংলা তো বটেই, অন্যান্য রাজ্যের পর্যটকেরাও শিলিগুড়ি হয়ে সিকিমে যান। এনজেপি স্টেশন, বাগডোগরা বিমানবন্দরে নেমে এখান থেকে গাড়ি বুকিং করে তারা সিকিমে যান। অনেকে একদিন শিলিগুড়ি থেকেও সিকিমে যান। কিন্তু হঠাৎ করে সিকিমের প্রতিকূল পরিস্থিতি হতেই পর্যটকেরা ট্যুর বাতিল করছেন। এর ফলে শিলিগুড়ির বহু গাড়ি চালক ও পর্যটন ব্যবসায়ীরা চিন্তায় পড়েছেন। এমন মরশুমে ধসের ভয়ে যদি পর্যটকেরা না আসেন, তবে রুজি-রুটিতে টান পড়তে পারে তাদের।

Sikkim Landslide Latest News : গাছের গুঁড়ি ফেলে অস্থায়ী সেতু বানিয়ে সিকিমে উদ্ধার পর্যটকদের

এর আগে তুষারপাতের জেরেও বেশ কয়েদিন নাথুলা, ছাঙ্গুর রাস্তা বন্ধ ছিল। এবার ধসের কারণে উত্তর সিকিমে বেশকিছু রাস্তা বন্ধ। বিপুল ছেত্রী নামে এক গাড়ি চালক জানান, ”এখন সিকিমের প্রচুর পর্যটক আসেন। এখান থেকে প্রচুর গাড়ি বুকিং হয়। কিন্তু দুদিন ধসের পরিস্থিতি দেখা ও জানার পর অনেকেই সিকিমে যাওয়া বাতিল করেছেন। ফলে গাড়ি ভাড়া হচ্ছেনা। এখন চিন্তায় রয়েছি যে কতদিন পরিস্থিতি স্বাভাবিক হবে।”
হিমালয়ান হসপিট্যালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, ”আশা করা হচ্ছে কয়েকদিনের মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে। অনেক রাস্তা খুলে গিয়েছে। নতুন করে পর্যটকদের আটকে থাকার কোনও খবর নেই।”

Sikkim Flash Flood: হড়পা বানে ভাসল রাস্তা, ধসে বিচ্ছিন্ন লাচুং-লাচেন, বিপাকে হাজার হাজার পর্যটক

সিকিমের পরিস্থিতি

অন্যদিকে, অতিরিক্ত বৃষ্টিতে ভয়াবহ অবস্থা সিকিমের। হড়পা বানের ও ধসের জেরে বিপর্যস্ত উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা। উত্তর সিকিমের পেগং এলাকায় হড়পা বানের জেরে বন্ধ হয়ে যায় ১০ নম্বর জাতীয় সড়ক। আটকে পড়েন বহু পর্যটক। পরে তাদের উদ্ধার করা হয়েছে। উত্তর সিকিমের মাঙ্গান থেকে চুংথাং পর্যন্ত রাস্তা পুরোপুরি অবরুদ্ধ বলে খবর মিলেছিল। এই রাস্তা দিয়েই লাচুং ও লাচেন পর্যন্ত যেতে হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *