WBTC AC Bus : রাত ১০টার পরেও ২ রুটে চলবে AC বাস, বড় সিদ্ধান্ত পরিবহণ দফতরের – ac bus will be available from airport to howrah and tollygunge from monday 10 pm


রাত হলেই চরচর করে ভাড়া বাড়িয়ে দেন ক্যাব চালকরা? শুধু তাই নয়, অনেক সময় বেশি টাকা দিয়েও পাওয়া যায় না ট্যাক্সি। বিমানবন্দরে নামার পর যাত্রীদের থেকে এই ধরনের অভিযোগ প্রায়ই উঠছিল। এবার এই প্রসঙ্গে নড়েচড়ে বসল প্রশাসন।

জানা গিয়েছে, আগামী সোমবার থেকে এয়ারপোর্ট-হাওড়া এবং এয়ারপোর্ট-টালিগঞ্জ, এই দুই রুটে রাত ১০টার পর থেকেও চলবে বাস।

Kolkata Taxi : ট্যাক্সি চালকদের আচরণের পাঠ, বাস্তবে হচ্ছে কি না দেখবে কে?
রাজ্য পরিবহণ দফতর এবং বিধাননগর পুলিশের তরফে যৌথভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই দুই রুটে যদি নতুন উদ্যোগ সফল হয়, সেক্ষেত্রে রাতে অন্য়ান্য রুটেও AC বাস চালানোর ভাবনা চিন্তা করা হচ্ছে।

বর্তমানে সোম থেকে শুরু এয়ারপোর্ট থেকে হাওড়া স্টেশন পর্যন্ত AC বাস ( AC 39 এবং VS-2) চলে সকাল ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এবং শনি-রবি তা চলে রাত ১০টা পর্যন্ত। টালিগঞ্জ যাওয়ার জন্য V1 পাওয়া যায় সর্বশেষ রাত ৮টা পর্যন্ত।

Indian Railways: বৈষ্ণো দেবী ও হরিদ্বার যাওয়ার জন্য রেলের স্পেশাল প্ল্যান! আসছে ভারত গৌরব ট্রেন
এই রুটগুলি বাদ দিয়েও AC বাস সার্ভিস পাওয়া যায় গড়িয়া (AC 37A), গলফ গ্রিন ( AC 43) এবং এসপ্ল্যানেড ( VS-1) রুটগুলিতে। এয়ারপোর্ট থেকে গড়িয়ার জন্য শেষ AC বাস ছাড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং গলফ গ্রিন ও এসপ্ল্যানেডের জন্য শেষ বাস ছাড়ে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট এবং ৬টায়।

এই উদ্যোগ প্রসঙ্গে বিধাননগর কমিশনারেটের এক পদস্থ আধিকারিক বলেন, “গত এক বছরে এয়ারপোর্ট থেকে AC বাসে যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে সেখানে রাতের দিকে বাসের সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন বলে আমরা মনে করেছি। বিশেষ করে সেই সমস্ত যাত্রীদের জন্য যাঁরা দক্ষিণ কলকাতা বা হাওড়া পৌঁছতে চান। ফলে আমাদের তরফে রাতে আরও AC বাস বৃদ্ধির জন্য রাজ্য পরিবহণ দফতরের কাছে প্রস্তাব দেওয়া হয়। এরপরেই মাঝরাত্রি পর্যন্ত বাস চালানোর জন্য অনুমতি দেয় পরিবহণ দফতর।

Justice Abhijit Ganguly : বাবা রাজনৈতিক ব্যক্তি ছিলেন, অল্প বয়সেই তাঁকে হারাই…’, ছেলেবেলার স্মৃতি ভাগ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
জানা গিয়েছে, সোমবার থেকে এই পরিষেবার আনুষ্ঠানিকভাবে সূচনা করা হবে। এই দুই রুটে রাত ১০টার পর ১ ঘণ্টার ব্যবধানে পাওয়া যাবে AC বাস। মাঝরাত পর্যন্ত মিলবে এই পরিষেবা।

স্বাভাবিকভাবেই এই উদ্যোগে উপকৃত হবেন যাত্রীরা, এমনটাই মনে করা হচ্ছে। বিশেষ করে এয়ারপোর্ট থেকে যাঁরা হাওড়া বা দক্ষিণের উদ্দেশে যেতে চান তাঁদের ক্ষেত্রে এই পরিষেবা শুরু হলে অনেকটাই সুবিধা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *