West Bengal Panchayat Election : বড় ভাই BJP, ছোট ভাই তৃণমূলের প্রার্থী! নজরকাড়া লড়াই এবার কৃষ্ণগঞ্জে – two brothers from same family contesting in panchayat election as trinamool congress and bharatiya janata party candidate


একই পরিবারের এক ভাই তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আরেক ভাই বিজেপির হয়ে নির্বাচনে লড়ছেন। যুযুধান দুই দলের লড়াইয়ে সামিল এই পরিবারের দুই সন্তান। ঘটনা নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ এলাকায়। তবে রাজনৈতিক লড়াই যে তাঁদের ভ্রাতৃত্বের বন্ধনে কোনও প্রভাব ফেলবে না জানিয়েছেন দুজনেই।

Bhangar Panchayat Election : চ্যালেঞ্জ দিয়েছিলেন নওশাদ, মৃত TMC কর্মীর পরিচয়ের প্রমাণ দিয়ে আক্রমণ শওকতের
পঞ্চায়েত নির্বাচনে এবার শাসক বিরোধী দুই পক্ষের প্রার্থীই একই পরিবারের সদস্য দুই ভাই। যা রীতিমতো এলাকাবাসীর কাছে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া এলাকার বাসিন্দা বিকাশ চন্দ্র দাস ও সমীর কুমার দাস। এরা দুজন সম্পর্কে দুই ভাই। বড় ভাই বিকাশ চন্দ্র দাস বিজেপি প্রার্থী ও খুড়তুতো ভাই সমীর দাস শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তালিকা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা।

Panchayat Election 2023 : নির্দল প্রার্থীর বাড়িতে সাদা থান! অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে
দুই ভাই বিকাশ চন্দ্র দাস ও সমীর কুমার দাস দুজনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এবার শাসক বিরোধী পক্ষের মনোনীত প্রার্থী হিসেবে কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের ১০২ নম্বর বুথে লড়াই করবেন। উল্লেখ্য, বিগত লোকসভা ও বিধানসভা নির্বাচনে ওই বুথে বিজেপি প্রার্থী প্রচুর ভোটে জয়লাভ করেছিল।
এরপর থেকেই ১০২ নম্বর বুথে নিজেদের জমি পুনরুদ্ধার করতে কার্যত আদা-জল খেয়ে ভোটের ময়দানে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দাসপাড়া এলাকার বাসিন্দা পেশায় কাঠ ব্যবসায়ী সমীর কুমার দাসকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে তৃণমূল।

Panchayat Election 2023: ডাকাতিতে অভিযুক্তও পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী, পাণ্ডুয়ায় ব্যাপক শোরগোল
অন্যদিকে, আসনটিকে ফের নিজেদের দখলে রাখতে দাস পরিবারের বড় ছেলে পেশায় টোটো চালক বিকাশ চন্দ্র দাসকে আবার প্রার্থী হিসাবে বাছাই করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এখন দেখার, রাজনৈতিক ভাবে একই পরিবারের দুই ভাই শাসক ও প্রধান বিরোধী দলের প্রার্থী হয়ে ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীতা করলেও তার কোনও প্রভাব পড়বে কি তাদের পারিবারিক জীবনে?

Panchayat Election 2023: রিভার্স সুইং! বিনা প্রতিদ্বন্দ্বিতায় ‘জয়ী’ সিপিএম!

যদিও এই প্রসঙ্গে পারিবারিক বা ব্যক্তিগত জীবনে রাজনৈতিক দলাদলির কোনও প্রভাব পড়বে না বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থী বিকাশ চন্দ্র দাস ও বিজেপি প্রার্থী সমীর দাস। এছাড়াও রাজনৈতিকভাবে মতাদর্শ আলাদা হলেও একই পরিবারের দুই ভাই হিসেবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে নিজেদের মধ্যে ভাতৃত্বের বন্ধন অটুট থাকবে বলেও জানান দলের দুই প্রার্থী।
তবে দুজনেই জেতার ব্যাপারে অত্যন্ত আশাবাদী। অন্যদিকে, দুজনেই চান নির্বাচনের প্রাক্কালে এলাকায় শান্তি-শৃঙ্খলা যাতে কোনওরকম বিঘ্নিত না হয়। এবার দেখার, পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে শেষ হাসি কোন ভাই হাসে? এজন্যই এলাকার মানুষজন মুখিয়ে আছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *