West Bengal Panchayat Election : ‘বিধায়ক পদ থেকে ইস্তফা দেব…’, অভিযোগ উঠতেই ফেসবুকে বিস্ফোরক মনোরঞ্জন – trinamool congress leader manoranjan bapari express anger on social media for the allegation against him on panchayat ticket distribution


দলের একাংশ তাঁর বিরুদ্ধে অর্থের বিনিময়ে টিকিট দেওয়ার অভিযোগ তুলে ধরেছিল। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। অর্থের বিনিময়ে পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়ার অভিযোগকে খন্ডন করার পাশাপাশি দলের ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বলাগড়ের তৃণমূল বিধায়ক।

West Bengal Panchayat Election : টাকা নিয়ে BJP-র লোককেও টিকিট দেওয়ার অভিযোগ! TMC কর্মীদের ক্ষোভের মুখে বলাগড়ের বিধায়ক
সোশ্যাল মিডিয়ায় বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী লেখেন, “বলাগড় ব্লকে সর্বমোট পঞ্চায়েত সিট 224, আমি তার মধ‍্যে পেয়েছি 109 টি টিকিট। বাকি সব টিকিট পেয়েছে ওই ব্লক সভাপতি। যার নামে বলাগড়ের আকাশে বাতাসে ভাসছে টাকা নিয়ে পঞ্চায়েতে প্রার্থী টিকিট বিক্রির গল্প।”

BJP Candidate Win Panchayat Election: মনোনয়নের ভুলে বাতিল তৃণমূল প্রার্থী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি
এমনকি কেউ যদিও টিকিট বিক্রির সত্যি বলে প্রমাণ করতে পারে তাহলে তিনি দলত্যাগ করতে পারেন বলেও জানান। তিনি বলেন, “আমি যে টিকিট পেয়েছি কাল সেই টিকিট প্রার্থীদের হাতে তুলে দেব। আমি চ‍্যালেঞ্জ করছি যে কেউ এসে তাদের কারো মুখ থেকে যদি বলাতে পারেন কারো কাছ থেকে আমি পাঁচ পয়সা নিয়েছি আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দেব!”

West Bengal Panchayat Election : তৃণমূল প্রার্থী শিউলির বিপরীতে বিজেপির বাজি মৌসুমী, দণ্ডির ঘটনাই প্রচারের শীর্ষে তপনে
পাশাপাশি তৃণমূলের এক ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। এমনকি সেই ব্লক সভাপতি চাকরি দেওয়ার নাম করে বাজার থেকে টাকা তুলেছেন বলেও অভিযোগ করেন তিনি। মনোরঞ্জন বলেন, “অভিযোগ এনেছে সেই ব্লক সভাপতি যে নিজে কয়েকদিন আগে চাকরি দেবার কথা বলে লোকের কাছ থেকে টাকা নেবার অপরাধে অভিযুক্ত হয়ে নাক কান মুলে সেই টাকা ফেরত দিয়েছেন। ফেরত দিতে আমি বাধ‍্য করেছি। এক প্রমাণিত চোর আমার গায়ে কাদা ছেটাচ্ছে। এর চেয়ে অবাক ব‍্যাপার আর কী হয়।”

Panchayat Election 2023 : ‘ওরা শুরু করলে আমরাও লাশ ফেলবো’ পুলিশের সামনেই হুঁশিয়ারি!

তৃণমূলের ব্লক সভাপতি নবীন গঙ্গোপাধ্যায় তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “কোনওদিন তৃণমূল দল করেনি, এমনকি বিজেপির লোককেও টিকিট দিয়েছেন বিধায়ক।” তাঁর কথায়, কর্মীরা যারা সারা বছর কাজ করে, তাঁদের বঞ্চিত করা হয়েছে। দলকে সব জানিয়েছি।”
পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই ক্ষোভ দেখা যায় বলাগড়ে তৃণমূল কর্মীদের মধ্যে। হুগলির বলাগড়ের জিরাটে একটি লজে গত শনিবার প্রার্থী নির্বাচন নিয়ে একটি বৈঠক ডাকেন ব্লক সভাপতি নবীন গঙ্গোপাধ্যায়। সেখানেই ক্ষোভ উগরে দেন কর্মীরা। সেখান থেকেই শুরু হয় বিতর্ক। দলের ব্লক সভাপতি সরাসরি অভিযোগের আঙুল তুলে ধরেন বলাগড় তৃণমূল বিধায়ক বিরুদ্ধে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *