West Bengal Panchayat Election : সরকারি পদে থেকেও জেলা পরিষদের প্রার্থী? আলিপুরদুয়ারে তৃণমূলের বিরুদ্ধে কমিশনে নালিশ BJP-র – bharatiya janata party complaint at election commission against trinamool candidate submit nomination violating rules


সরকারি পদের সুবিধা নিয়েও পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন দিয়েছেন তৃণমূল প্রার্থী গঙ্গা প্রসাদ শর্মা, অভিযোগ বিজেপির। বিতর্ক আলিপুরদুয়ারে। জেলা পরিষদে তৃণমূলের হয়ে নমিনেশন জমা দিয়েছেন তিনি। তবে গঙ্গা প্রসাদ শর্মা বর্তমানে আলিপুরদুয়ার জেলায় জয়গাঁ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান পদে আসীন বলে দাবি বিজেপির। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছে জেলা BJP নেতৃত্ব।

Bhangar Panchayat Election : চ্যালেঞ্জ দিয়েছিলেন নওশাদ, মৃত TMC কর্মীর পরিচয়ের প্রমাণ দিয়ে আক্রমণ শওকতের
গঙ্গা প্রসাদ শর্মার বিরুদ্ধে অফিস অফ প্রফিটে থাকার অভিযোগ তুলে মনোনয়ন বাতিলের দাবি রাজ্য বিজেপির। এই মর্মে আলিপুরদুয়ারের জেলা শাসক ও রাজ্য মুখ্য ইলেকশন কমিশনারকে লিখিত অভিযোগ জানালো বিজেপি। এদিন বিকেল ৫ টার পর রাজ্য বিজেপির তরফে শিশির বাজিরিয়া এই লিখিত অভিযোগ জানান।

Panchayat Election 2023 : নির্দল প্রার্থীর বাড়িতে সাদা থান! অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে
জানা গিয়েছে, গত ১৫ই জুন আলিপুরদুয়ার মহকুমা শাসকের দফতরে দলীয় কর্মীদের নিয়ে এসে সদল বলে জেলা পরিষদের ৬ নং পদে তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছিলেন গঙ্গা প্রসাদ শর্মা। এদিন বিকেলেই স্ক্রুটিনি সম্পন্ন হয়। সেই ঘটনার পরে গঙ্গাপ্রসাদ শর্মার বিরুদ্ধে বিজেপির অভিযোগ ওঠায় আলোচনার ঝড় রাজনৈতিক মহলে।
বিজেপির দাবি, গঙ্গা প্রসাদ শর্মা একটি সরকারি সংস্থার পদে বসার পরেও তৃণমূলের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। যা নির্বাচনী বিধি লঙ্ঘন করছে, সে কারণে তাঁর নমিনেশন অবিলম্বে বাতিল করা হোক, বলে দাবি বিজেপির।

Panchayat Election 2023: ডাকাতিতে অভিযুক্তও পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী, পাণ্ডুয়ায় ব্যাপক শোরগোল
বিষয়টি নিয়ে বিজেপির রাজ্য সম্পাদক দীপক বর্মন বলেন, ” আমরা জেলাশাসক এবং নির্বাচন কমিশনকে বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছি। গঙ্গা প্রসাদ শর্মা জয়গাঁ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আজকের দিকেও। তিনি যেহেতু অফিস অফ প্রফিটের সুযোগ নিচ্ছেন, সেই কারণে তাঁর নমিনেশন বাতিল করার জন্য আবেদন জানিয়েছি।”

Dilip Ghosh News: ‘চালাকি কেন করা হচ্ছে’ প্রশ্ন দিলীপের

অন্যদিকে, তৃণমূল জেলা সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার বলেন, ” আমি যতদূর জানি, ভারতীয় সংসদের কোনও সদস্য হলে তবে এই অফিস অফ প্রফিটের বিষয়টি লাগু হয়। সেক্ষেত্রে উনি যে পদে রয়েছেন, সেটি এই নিয়মের মধ্যে পড়ে কিনা সেটা দেখতে হবে।”
এমনকি গঙ্গা প্রসাদ শর্মা ওই পদে ইতিমধ্যে পদত্যাগ করতে পারেন, সেটারও সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে পুরো বিষয়টি নির্বাচন কমিশন বিবেচনা করে দেখুক বলে জানান তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, গঙ্গা প্রসাদ শর্মা আগে বিজেপির জেলা সভাপতি পদে ছিলেন। পরবর্তীকালে বিধানসভা নির্বাচনকালীন তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *