Calcutta High Court Central Force Deployment Verdict In Panchayat Election – কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের রায় নিয়ে সুপ্রিম কোর্টে দৃষ্টি আকর্ষণ কমিশনের, আগামীকাল শুনানি


পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের নির্দেশ নিয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ রাজ্য নির্বাচন কমিশনের। পঞ্চায়েত মামলা এবার পৌঁছল সুপ্রিম কোর্টে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবারে সুপ্রিম কোর্টে সারা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত মামলার শুনানি হবে। দ্রুত শুনানির আর্জি গ্রহণ করা হয়েছে।

Central Force In Panchayat Election : পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে নবান্ন-কমিশন
সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণে রাজ্যের দিকেই বল ঠেলল রাজ্য নির্বাচন কমিশন। বিচারপতিদের দৃষ্টি আকর্ষণে কমিশন জানাল, কেন্দ্রের কাছে বাহিনী চাওয়ার কাজ আমাদের নয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার পঞ্চায়েত মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রায় দেয়, অশান্তি, প্রাণহানি ও সম্পত্তিহানি রুখতে সারা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়নের মাধ্যমে ভোট করতে হবে। বাহিনী চেয়ে কেন্দ্রের কাছে আবেদনের জন্য ৪৮ ঘণ্টা সময়ও বেঁধে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কেন্দ্রের কাছে বাহিনী চেয়ে কোনও আবেদন করা হয়নি। উলটে এদিন বিষয়টি নিয়ে কমিশন যায় সু্প্রিম কোর্টে।

Panchayat Election 2023 : ভোটের জন্য বাংলাকে বাহিনী দিতে প্রস্তুত ৩ রাজ্য

এদিন রাজ্যের হয়ে মামলার মেনশনিং করেন সিনিয়র আইনজীবী মীনাক্ষী অরোরা। শীর্ষ আদালতে মেনশনিং পর্বে বিচারপতির ধমক খেলেন আইনজীবী কৌস্তভ বাগচি। রাজ্য নির্বাচন কমিশনের আবেদনের বিরোধিতা করতে গিয়ে তাঁর করা মন্তব্যে বিচারপতি সূর্যকান্ত প্রশ্ন করেন, ”এটা কি সবজির বাজার না কি?”

Panchayat Election Updates: তৃণমূলের ভিডিয়োয় ‘কারচুপি’? প্রকাশ্যে ‘আসল ভিডিয়ো’

আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *