CESC : দফায় দফায় লোডশেডিং! CESC কর্তাদের ডেকে বিদ্যুৎমন্ত্রী বললেন, ‘…অভিযোগ যেন না আসে’ – power minister aroop biswas met cesc officials for regular power cut in several areas


পাল্লা দিয়ে বাড়ছে গরম। একে গ্রীষ্মের তীব্র দাবদাহ, তার উপর দোসর ঘনঘন লোডশেডিং। নাজেহাল অবস্থা কলকাতাবাসীর। এর পাশাপাশি CESC অধীনস্থ হাওড়া, ব্যারাকপুর, দমদম ও শ্রীরামপুরের অবস্থাও একই। বিদ্যুৎ বণ্টন সংস্থা CESC-তে অভিযোগ জানিয়ে লাভ হচ্ছে না কোনও। নিয়ম করে চলছে লোডশেডিং। এই পরিস্থিতি CESC-র পাশাপাশি অধিকাংশ শহরবাসী রাজ্য বিদ্যুৎ দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।

এই পরিস্থিতির মধ্যে বিদ্যুৎ উন্নয়ন ভবনে CESC-র শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বিদ্যুৎ সচিব শান্তনু বসুও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। চলতি মাসে এই নিয়ে তৃতীয়বার বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন বিদ্যুৎমন্ত্রী।

CESC : ঘন ঘন লোডশেডিংয়ে চরম ক্ষুব্ধ শহরবাসী! প্রতিকারে সহযোগিতা চাইল CESC
বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, CESC অধীনস্থ এলাকাগুলিতে ক্রমাগত বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং নিয়ে আধিকারিকদের ভর্ৎসনা করেন বিদ্যুৎমন্ত্রী। CESC আধিকারিকদের বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘আপনাদের জন্য রাজ্য সরকারে ভাবমূর্তি খারাপ হচ্ছে। এরপর এই সংক্রান্ত কোনও অভিযোগ যেন আমার কাছে না আসে।’ CESC কর্তৃপক্ষ লোকবল বাড়ানোর পাশাপাশি টেকনিক্যাল টিম বাড়ানোর নির্দেশ দেন বিদ্যুৎমন্ত্রী। CESC আধিককারিকদের যুদ্ধকালীন তৎপরতায় সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন অরূপ।

Panchayat Election : পঞ্চায়েত ভোটের আগেই লোডশেডিং গ্রামেগঞ্জে, চিন্তায় জোড়াফুল
রোজকার লোডশেডিংয়ের কারণে সমস্যার মধ্যে পড়েছেন শহরবাসী। সারাদিনের কাজ শেষের পর কেউ রাতে শান্তিতে ঘুমোতে পারছেন না, কেউ আবার কাজ করছে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই তীব্র গরমে লোডশেডিংয়ের কারণে সব থেকে বেশি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বয়স্ক ও শিশুদের। শহরবাসীর অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাটের পর সিইএসসির হেল্পলাইন নম্বরে জানিয়েও কোনও লাভ হচ্ছে।

বাড়তে থাকা ক্ষোভের মধ্যে সম্প্রতি বিবৃতি জারি করে এই বণ্টনকারী সংস্থা। পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষের সাহায্য চেয়েছে তারা। সিইএসসির তরফে জারি করা বিবৃতিতে বলা হয়, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে তারা সক্ষম। কিন্তু অনেকেই নিয়ন্ত্রিতভাবে এয়াপ কন্ডিশনার ব্যবহার করছেন না। এসি ব্যবহার নিয়ে সাধারণকে সতর্ক করা হয়েছে। এর পাশাপাশি এসি বসালে গ্রাহকদের লোড বাড়িয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Heatwave : অত্যধিক গরমে প্রাণ ওষ্ঠাগত, তাপপ্রবাহের বলি ৩৮, বয়স্কদের জন্য বিশেষ পরামর্শ স্বাস্থ্য দফতরের
উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার পর বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলায় বিদ্যুতের কোনও অভাব নেই। সেখানে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার কারণে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর দাবি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন বিদ্যুৎ বণ্টন সংস্থা মন্ত্রীর হুঁশিয়ারির পর কী পদক্ষেপ করে, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *