Nawsad Siddiqui : ‘মুখ্যমন্ত্রী বললে ভাঙড় থেকে প্রার্থী প্রত্যাহার করে নেব…’, নওশাদের মন্তব্যে কীসের ইঙ্গিত? – nawsad siddiqui says if cm mamata banerjee asks he can withdraw nomination from bhangar


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললে ভাঙড় থেকে প্রার্থী প্রত্যাহার করে নেব। সোমবার বিধানসভার গেটে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর বক্তব্য, “আমার একমাত্র উদ্দেশ্য ভাঙড়ে শান্তি ফেরানো। আর তার জন্য জন্য খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভাঙড় থেকে ISF-এর প্রার্থী প্রত্যাহার করা হলে সেখানে শান্তি ফিরবে তবে মানুষের স্বার্থে আমি প্রার্থীদের বুঝিয়ে মনোনয়ন তুলে নেব।”

Nawsad Siddiqui : ‘রাজ্যের অভিভাবকের কাছে এসেছিলাম…’, আচমকাই নবান্নে নওশাদ
এখানেই শেষ নয়। নওশাদ সিদ্দিকি ইতিমধ্যেই নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য, “তাঁর কোনও নিরাপত্তা নেই। অথচ ভাঙ্গড় এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। নওশাদের নিরাপত্তা বিঘ্নিত।” এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Nawsad Siddiqui : শওকতের পালটা নওশাদ, ভাঙড়ের বিধায়ককে জেড ক্যাটাগরির নিরাপত্তা কেন্দ্রের
নিরাপত্তা প্রসঙ্গে নওশাদ সিদ্দিকি বলেন, “আমি আতঙ্কে আছি। মারধর করার জন্য রাজনীতির ময়দানে আসিনি। কিন্তু, এখন দেখছি এই সামান্য মনোনয়নকে কেন্দ্র করে যেভাবে মায়ের কোল খালি হচ্ছে, স্বামীহারা হচ্ছেন মহিলারা তাতে আমি ব্যথিত, ভারাক্রান্ত। ফলে যদি মুখ্যমন্ত্রী বলেন, ভাঙড়ের মানুষের সুরক্ষার স্বার্থে মনোনয়ন প্রত্যাহার করে নিতে, তবে তাই করা হবে।”

Nawsad Siddiqui : BJP-র সঙ্গে গোপন আঁতাত? তৃণমূলের ফাঁস করা হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে মুখ খুললেন নওশাদ
তবে কি নওশাদ সিদ্দিকিও শেষ পর্যন্ত ভয় পেলেন? এ প্রশ্নের উত্তরে ISF বিধায়ক বলেন,”আমি ভয় পাইনি। জেল জরিমানা সব হয়েছে। ফলে আমি ভয় পাই না। এটা আমার দুর্বল জায়গা নয়। ভাঙড়ের মানুষের স্বার্থ রক্ষা করার জন্য কেউ যদি আমায় দুর্বল ভাবে ভাবুক।” তবে কি বিধানসভা নির্বাচনেও এমনটাই করবেন বিধায়ক? জবাবে নওশাদ বলেন, “বিধানসভা নির্বাচনের সময় এর উত্তর দেব।”

নওশাদ সিদ্দিকির এই মন্তব্যের পর থেকেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা। বায়রন বিশ্বাস যেখানে মাত্র তিন মাসের মধ্যেই কংগ্রেস ছেড়ে ঘাসফুলে যোগাদান করলেন, সেই পথে কি এবার নওশাদও হাঁটবেন? যদিও এর আগে ISF বিধায়কের জোরগলায় মন্তব্য ছিল, “সকলের আত্মবিশ্বাস সমান হয় না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *