TMC Viral Video: ‘হারছে কারা? তৃণমূল’, খোদ শাসক দলের প্রার্থীর এমন স্লোগানিংয়ের ভিডিয়ো নেটপাড়ায় ভাইরাল – bankura tmc candidate sloganeering create controversy before panchayat election


”হারছে কারা? তৃণমূল”, এমন স্লোগানই শোনা গেল খোদ তৃণমূল প্রার্থী থেকে তার কর্মী সমর্থকদের মুখে। পঞ্চায়েতের মুখে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল ফেলেছে এই ভিডিয়ো। নেটিজেনদের লাখো লাখো শেয়ারে সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’ সেই ভিডিয়ো। তৃণমূল প্রার্থীর মুখে এমন স্লোগানে ফের শাসক দলকে কটাক্ষ বিরোধীদের। জানা গিয়েছে, ওই প্রার্থী বাঁকুড়ার বাসিন্দা। বাঁকুড়ার জয়পুর ব্লকের নেতার সঙ্গে দেখা গিয়েছে ওই ব্লকের তৃণমূল কর্মীদের।

Sujata Mondal News : ‘এতদিন আমি সামলেছি, এবার…’, সুজাতা প্রার্থী হতেই ফুঁসে উঠলেন সৌমিত্র

জানা গিয়েছে, ভিডিয়োয় এমন বিতর্কিত স্লোগান শোনা গিয়েছে যাদের মুখে তাঁরা হলেন পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী মাম্পি দে ও জয়পুর ব্লক তৃণমূল সভাপতি কৌশিক বটব্যাল। এবারের পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া জেলা পরিষদের ৪৩ আসনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাম্পি দে। একই সঙ্গে জয়পুর ব্লক তৃণমূল সভাপতি কৌশিক বটব্যাল ঐ পঞ্চায়েত সমিতির ২৬ নম্বর আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

WB Panchayat Election : পঞ্চায়েত ভোটের টিকিট বিক্রি লাখ টাকায়! তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরনায় কর্মীরা

সোমবার মাম্পি দে-কৌশিক বটব্যালরা রাউৎখণ্ডের একটি মন্দিরে পুজো দিয়ে ও ওই এলাকারই একটি মাজারে চাদর চড়িয়ে নিজেদের নির্বাচনী প্রচার শুরু করেন। আর ওই প্রচার কর্মসূচির মাঝেই স্লোগান দিতে থাকেন তাঁরা। আর তখনই তাদের মুখে ‘হারছে কারা? তৃণমূল’ এমন স্লোগানই শোনা যায়। সেই সময় ওই স্লোগানিং সেখানে উপস্থিত কেউ বিষয়টি ক্যামেরাবন্দি করেন। পরে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

WB Panchayat Election : মনোনয়ন শেষের পরও দলবদল অব্যাহত! বসিরহাটে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান শতাধিক কর্মীর

পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনায় বেজায় অস্বস্তিতে শাসক শিবির। তবে এবিষয়ে কেউই সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতে রাজী নন। যদিও এই ভিডিয়ো দেখে তীব্র কটাক্ষ বিরোধী শিবিরের। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি জয় দাঁ এপ্রসঙ্গে বলেন, ”সত্য চিরন্তন সত্য। তাকে কখনই চেপে রাখা যায় না। তৃণমূল যে হারছে, মানুষ যে তাদের ইভিএমে যোগ্য জবাব দেবে, তার আভাস এই নেতা পেয়ে গিয়েছেন। আগামী দিনে ভোটের ফলাফল কী হবে তা একেবারে স্পষ্ট।” তাই হাততালি দিয়ে ওই তৃণমূল নেতা এই স্লোগানকে সমর্থন করলেন বলে তিনি দাবি করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *