WB Panchayat Election : রাতের অন্ধকারে মনোনয়ন প্রত্যাহারের হুমকি তৃণমূলের বিরুদ্ধে!নির্বাচন কমিশনে যাওয়ার সিদ্ধান্ত প্রার্থীর – death threat to nominate forward block candidate they decide to go to election commission against trinamool


Uttar 24 Parganas : পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা হয়ে যাওয়ার কিছুদিন পরেও শেষ হচ্ছে না বিতর্ক। একের পর এক জায়গা থেকে খবর আসছে বিরোধী প্রার্থীদের হুমকি দেওয়ার। লাগাতার হুমকি দেওয়া হচ্ছে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার জন্য, এমনই অভিযোগ করে হচ্ছে। এবার এক ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে প্রাণনাশের হুমকি দেওয়া হল, অভিযোগ এমনই। ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে এবার মনোনয়ন তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Panchayat Election 2023 : মনোনয়ন প্রত্যাহারে CPIM প্রার্থীর বাড়িতে চড়াও, বসিরহাটে অভিযুক্ত তৃণমূল!
পরিবার সহ প্রার্থীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আর এই অভিযোগে দলের তরফ থেকে নির্বাচন কমিশনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফরওয়ার্ড ব্লকের দলীয় নেতৃত্ব। অভিযোগ, উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা থানার নূরনগর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে ১৮ নম্বর পার্টের ১০৪ নম্বর বুথের বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী বাঁটুল মণ্ডলকে রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে মাথায় রিভলভার ঠেকিয়ে মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হয়েছে।

Panchayat Election 2023 : বিরোধী প্রার্থী হিসেবে দাঁড়ানোর খেসারত? লাগাতার মনোনয়ন প্রত্যাহারের হুমকি, শোরগোল ডোমজুড়ে
আর এই হুমকি দিয়েছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই জানিয়েছেন তিনি। সপরিবারে প্রাণনাশের হুমকি দিয়েছে দুষ্কৃতীরা। আর তাই ভোর হতেই গ্রাম ছেড়ে পালিয়ে বারাসতে ফরওয়ার্ড ব্লকের জেলা পার্টি অফিসে এসে আশ্রয় নেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী বাটুল মণ্ডল।

WB Panchayat Election : চাপড়ায় CPIM প্রার্থীর বাড়িতে তৃণমূলের বাইক বাহিনীর তাণ্ডব? ভাঙচুর চালানোর অভিযোগ
সেখানেই সাংবাদিকদের সামনে ওই প্রার্থী অভিযোগ করে বলেন, “যারা বাড়িতে এসে হুমকি দিয়েছে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের পরিচয় আমি জানি না। তবে আমাদের এলাকায় তৃণমূল যথেষ্ট সক্রিয়। তাঁদের রক্তচক্ষু উপেক্ষা করেই ভোটে দাঁড়িয়েছিলাম, ও মনোনয়ন জমা করেছি।

Panchayat Election 2023 : বিরোধীদের মনোনয়ন প্রত্যাহারে চাপ! তৃণমূলের বিরুদ্ধে ‘হুমকি’-র অভিযোগ চন্দ্রকোণায়
আর সেই কারণেই ওদের রাগ। তাই আমার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। আমি এবং আমার বাড়ির সদস্যরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছি। প্রশাসন আমাদের নিরাপত্তা দিক”। ফরওয়ার্ড ব্লকের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায় জানান, “শাসক দল তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীদের নিয়ে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছে গ্রামে গ্রামে।

WB Panchayat Election : ভোটের ‘ভেট’ ৫০ হাজার টাকা! বিজেপি প্রার্থীকে মনোনয়ন তুলে নেওয়ার হুমকি, অভিযুক্ত তৃণমূল
মনোনয়ন জমা থেকে শুরু করে প্রত্যাহার পর্যন্ত তাদের ইচ্ছায় করতে হচ্ছে। গণতন্ত্র স্বাধীনতা সবটাই শেষ এই রাজ্যে। আমরা আমাদের প্রার্থীকে নিয়ে সামগ্রিক পরিস্থিতি তুলে ধরবার জন্য রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে কলকাতায় যাচ্ছি”। তিনি আরও বলেন, “পুলিশ প্রশাসনের ওপর আমাদের ভরসা নেই। অনেকবার অনেক কিছুই অভিযোগ করা হয়েছে। কিন্তু পুলিশ কোনও সদর্থক ভুমিকা নেয়নি”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *