WB Panchayat Election : বাধাপ্রাপ্তদের মনোনয়নে অতিরিক্ত সময় দেওয়া সম্ভব? কমিশনকে জানানোর নির্দেশ হাইকোর্টের – calcutta high court ordered wb election commission to inform whether time of nomination can be extended or not


রাজ্য নির্বাচন কমিশন নির্ধারিত সূচি অনুযায়ী ১৫ জুন শেষ হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। রাজ্যের বিভিন্ন জেলায় বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। মনোননয়ন নিয়ে জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট অবধি।

বীরভূমের সাঁইথিয়ায় মনোনয়নে বাধাপ্রাপ্তদের জন্য অতিরিক্ত সময় দেওয়া যায় কি না আজ বিকেল পাঁচটার মধ্যে জানাতে হবে, এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এই নির্দেশের পাশাপাশি বিচারপতির প্রশ্নের মুখে পড়তে মামলাকারীদের।

Panchayat Election Nomination: মনোনয়ন জমায় বাড়ল সময়সীমা, ৬০ প্রার্থীকে বিশেষ অনুমতি বিচারপতি অমৃতা সিনহা
শুনানি চলকালীন বিচারপতি সিনহা মামলাকারীদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘ইতিমধ্যেই মনোনয়ন জমা ও স্ক্রুটিনির দিন পেরিয়ে গিয়েছে। নির্বাচন কমিশন নির্ধারিত এই সময়সীমার মধ্যে কোনও হস্তক্ষেপ করা হয়নি। ৯ জুন থেকে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার করার যদি প্রকৃত ইচ্ছেই থেকে থাকে, কবে কেন মামলাকারীরা শেষদিন মনোনয়নপত্র জমা দিতে গিয়েছেন?’

জবাবে মামলাকারীদের আইনজীবী বলেন, ‘মনোনয়নের সময় ওই অফিসেই তাদের উপর হামলা হয়। মহিলাদের উপরও আক্রমণ হয়েছে। সঠিক সময়ে বিডিও অফিসে এলেও তাঁদের মনোনয়নপত্র নেওয়ার ক্ষেত্রে দেরি করা হয়েছে। শাসকদলের লোকেরা মনোনয়ন পেশের সময় তাঁদের মারধর করা হয়।’

WB Panchayat Election 2023 : পিছিয়ে যাবে পঞ্চায়েত ভোট? কমিশনকে বিকল্প দিন প্রস্তাব আদালতের
এই বক্তব্যের পালটা রাজ্যের আইনজীবী বলেন, ‘মামলাকারী নইমুদ্দিন শেখ কোনও রাজনৈতিক দলের প্রার্থী নন। জনস্বার্থ মামলাও করা হয়নি। মামলাকারী ইনসাফ নামে একটি সংস্থার সর্বভারতীয় সভাপতি।’ এদিন শুনানি চলকালীন কমিশনের আইনজীবী বলেন, ‘শিক্ষাবন্ধু সহ আরও কিছু প্রার্থীদের জন্য মনোনয়নের সময় বাড়ানো হয়েছিল। ইতিমধ্যেই স্ক্রুটিনি শেষ। মনোনয়ন প্রত্যাহারের সময় এসে গিয়েছে। এখন কীভাবে মনোনয়ন জমা দেওয়া সম্ভব?’ সবপক্ষের সওয়াল জবাব শেষের পর বিচারপতি সিনহা এই মন্তব্য করেছেন।

Panchayat Election 2023 : গাজোয়ারি রুখতে কমিশনের দাওয়াই, মনোনয়ন প্রত্যাহারে কারণ দর্শানো বাধ্যতামূলক
উল্লেখ্য, বসিরহাটে বিজেপি প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার জল গড়াল কলকাতা হাইকোর্ট অবধি। শুক্রবার সময়সীমা শেষ হয়ে যাওযার পরও বাধার মুখে পড়া বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। সন্দেশখালি ১ ও ২, মিনাখা, ন্যাজাট এবং হাড়োয়ার বিজেপি প্রার্থীরা পুলিশের সঙ্গে গিয়েও মনোনয়ন জমা দিতে পারেননি। ৬০ জন প্রার্থীকে মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও শেষমেশ সব আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। এখন এই নিয়ে আদালত কোনও রায় দেয় কি না, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *