West Bengal Monsoon : দিনগোনা শেষ, দক্ষিণবঙ্গে প্রবেশ বর্ষার! কয়েকটি জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস – monsoon rain started in south bengal says imd kolkata


এপ্রিল থেকে গ্রীষ্মের আগুনে পুড়ছে বাংলা। অনেকেই মনে করতে পারছেন না শেষ কবে কলকাতা ও রাজ্যে এমন গরম পড়েছিল। বেশ কয়েকদিন ধরেই বৃষ্টির জন্য ‘হা পিত্যেশ’ করে বসেছিল বঙ্গবাসী। কবে রাজ্যে বর্ষার আগমন হবে সেই নিয়ে চলছিল চর্চা। বৃষ্টি নিয়ে আলোচনার মাঝেই রাজ্যবাসীকে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর।

সোমবার আবহাওয়া দফতর জানিয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। হাওয়া অফিস জানিয়েছে, ইতিমধ্যে কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমানে বর্ষা প্রবেশ করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু-তিনদিনের মধ্যে দক্ষিণবঙ্গের আরও বেশ কিছু অংশে বর্ষার বৃষ্টি শুরু হবে।

Kolkata Weather : সকাল থেকেই দু’এক পশলা, বেলা গড়াতেই ঝেঁপে বৃষ্টি কলকাতায়
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে ভারী বৃষ্টি এবং বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীরপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, ১২ জন কলকাতায় বর্ষা ঢুকবে। কিন্তু আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মেলেনি। ৭ দিন পর শহরে প্রবেশ করেছে বর্ষা। এদিন সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ছিল ভার। বেশ কয়েক পসলা বৃষ্টিতে ভিজেছে শহরের রাজপথ।

Kolkata Weather : ৫০ কিলোমিটার বেগে বইবে ঝড়! কলকাতা সহ একাধিক জেলা ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস
বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের জেলাগুলি বৃষ্টিতে ভিজছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সেখানকার আবহাওয়ায় বিশেষ কোনও বদলের সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ১৯, ২০, ২১ ও ২২ জুন বজ্রবিদ্যুৎ সহ অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৩ জুন থেকে বৃষ্টিপাত কমবে। আবহাওয়া দফতরের তরফে এই পাঁচ জেলার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ থেকে উত্তরে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বয়ে যাচ্ছে বলে উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।

Kolkata Weather : সাত সকালেই আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি, দিনভর দুর্যোগের পূর্বাভাস
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আজ ১৯ জুন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে। সাধারণ সময়ের ৭ দিন পর কলকাতায় বর্ষায় প্রবেশ করল। বাকি জেলাগুলিতে আগামী কয়েকদিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত জারি থাকবে। অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সেই কারণে সেইসব এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *