Calcutta High Court: নির্দেশের পরও নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ, জবাব তলব কলকাতা হাইকোর্টের – calcutta high court asked about police role at the time of panchayat election nomination violence


মনোনয়ন পর্বে লাগামছাড়া সন্ত্রাসের অভিযোগ। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরও ভাঙ্গড়, কাশিপুর, হাড়োয়া, বসিরহাটে নির্দেশের পরেও নিরাপত্তা দিয়ে আবেদনকারীদের মনোনয়ন দেওয়ার ব্যবস্থা করতে ব্যর্থ পুলিশ। সেই নিয়ে জবাব তলব কলকাতা হাইকোর্টের। মনোনয়ন পর্বে জেলায় জায়গায় জায়গায় গোলমাল বোমাবাজি গোলাগুলির অভিযোগ। তাহলে পুলিশ কি করছিল? প্রশ্ন আদালতের।

মনোনয়নের জমার শেষ দুই দিনে রক্তাক্ত বাংলা। পর পর দুদিন ভাঙড়ে ব্যাপক বোমাবাজি ও গুলি চলার অভিযোগ। মনোনয়ন জমার শেষ দিন শুধু ভাঙড়েই নয়, চোপড়াতেও চলে ব্যাপক সন্ত্রাস। মনোনয়ন জমা দিতে এসে চোপড়ায় মৃত্যু হয় একজনের। ভাঙড়ে মনোনয়নের শেষ বেলায় গুলিতে মৃত্যু হয় তিনজনের, গুলিবিদ্ধ একজন। পঞ্চায়েতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা নির্দেশ সত্ত্বেও কীভাবে এত গণ্ডগোল? ক্ষোভ প্রকাশ আদালতের।

WB Panchayat Election 2023 : হাইকোর্টে থাকা বিরোধীদের মনোনয়নের জন্য গন্তব্যে পৌঁছতে এসকর্ট দিতে হবে কলকাতা পুলিশকে: হাইকোর্ট

এদিন কলকাতা হাইকোর্টের প্রশ্ন অনুযায়ী পুলিশকে জানাতে হবে, হাইকোর্টের ১৫ ও ১৬ জুনের নির্দেশ পালনে পুলিশ কি করেছে?
এলাকায় নিরাপত্তার জন্য ক্যানিং, মিনাখাঁ , ভাঙ্গড়, ন্যাজোট, জীবনতলা এলাকায় মনোনয়নে সুরক্ষার জন্য কী পরিমাণে পুলিশ কোথায় দেওয়া হয়? ওই অশান্তি-হিংসার আগে ও পরে কতজন গ্রেফতার হয়েছে তাও জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট।

Panchayat Election Nomination: মনোনয়ন জমায় বাড়ল সময়সীমা, ৬০ প্রার্থীকে বিশেষ অনুমতি বিচারপতি অমৃতা সিনহা

নির্দেশের পরেও কেনও প্রার্থীরা মনোনয়ন দিতে পারলো তা জানাতে হবে অশান্ত অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত পুলিশকে। সব থানা এলাকায়, থানা ও বিডিও অফিসের ১৪ থেকে ১৬ জুনের সিসিটিভি ফুটেজ পেন ড্রাইভে দিতে হবে। ১০ দিনের মধ্যে পুলিশকে হলফনামা দিয়ে হাইকোর্টের প্রশ্নমালার জবাব দিতে হবে।

পরের তিনদিনের মধ্যে মামলকারীরা তার জবাব দেবে। দু সপ্তাহ পরে মামলার শুনানি। ক্যানিংয়ে এক বিরোধী সমর্থকের নিখোঁজ হওয়ার ঘটনায় বিধায়ক শওকত মোল্লা ও সন্দেশ খালিতে শাজাহান শেখের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছে মামলায়। ওই সব থানার ওসিদের সতর্ক করেছে আদালত।

WB Panchayat Election : বাধাপ্রাপ্তদের মনোনয়নে অতিরিক্ত সময় দেওয়া সম্ভব? কমিশনকে জানানোর নির্দেশ হাইকোর্টের

নির্ধারিত সময়ের মধ্যে সন্ত্রাসের কারণে ও শাসকের বাধায় মনোনয়ন জমা দিতে না পেরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী প্রার্থীরা। মনোনয়নের সময় শেষ হয়ে যাওয়া সত্ত্বেও বঞ্চিত প্রার্থীদের মনোনয়ন জমার ব্যবস্থার জন্য অতিরিক্ত সময় দেন বিচারপতি অমৃতা সিনহা। একইসঙ্গে যাতে ওই বঞ্চিত বিরোধী প্রার্থীরা নির্ঝঞ্জাটে, সুরক্ষিতভাবে মনোনয়ন জমা দিতে পারেন। কিন্তু তারপরেও উঠেছে হিংসার অভিযোগ। যা নিয়ে আবারও পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *