Kharagpur Train Accident: খড়গপুরের কাছে ফের রেল দুর্ঘটনা, চাকা ভেঙে বেলাইন মালগাড়ি


Train Accident in Kharagpur: মঙ্গলবার সাত সকালেই ফের রেল দুর্ঘটনা। ফের দুর্ঘটনা দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে! মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় বিপত্তি। জানা গিয়েছে, খড়গপুর নিমপুরা আরামবাটির কাছে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে গিয়েছে । মঙ্গলবার সকালেই এই দুর্ঘটনার খবরে চাঞ্চল্য।

রেলসূত্রে খবর, লুপ লাইনে থাকা মালগাড়িটির পিছনের বগির চাকা খুলে বেরিয়ে গিয়েছে। ওই লাইনে কোন যাত্রীবাহী ট্রেন চলাচল করে না। ফলে রেলওয়ে ট্র্যাকে ট্রেন চলাচলে কোনরকম প্রভাব পড়েনি এই দুর্ঘটনায়। তবে লেভেল ক্রসিংয়ের কাছে ঘটা এই দুর্ঘটনায় দীর্ঘক্ষণ বন্ধ ছিল ক্রসিং লেভেল। ক্রসিংয়ে আটকে পড়ে একাধিক মানুষ। দীর্ঘ সময় ক্রসিং বন্ধ থাকায়, আটকে পড়ে সাধারণ মানুষ। গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে দেখে ঘুর পথই ধরেন একাধিক মানুষ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রেলের এক্সিডেন্ট রিলিফ ট্রেন । কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে রাখা হচ্ছে রেল আধিকারিকদের তরফে। রেলওয়ে ট্র্যাক ও সিগন্যালিং সিস্টেমও পরীক্ষা করে দেখা হচ্ছে।

Odisha Train Accident : ফিকে হয়নি করমণ্ডল দুর্ঘটনার বিভীষিকাময় স্মৃতি, ফের সেই ওডিশাতেই লাইনচ্যুত ট্রেন
গত ২ জুন ওড়িশার বাহানাগা রেল দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি এখনও জনমানসে তাজা। তাই যে কোনও ধরনের দুর্ঘটনাই নতুন করে তৈরি করছে আতঙ্ক। ওড়িশার বালাসোরে মেন লাইনের বদলে ১২৮ কিমি প্রতি ঘণ্টার গতিতে করমণ্ডল এক্সপ্রেস লুপ লাইনে ঢুকে ধাক্কা মেরেছিল আকরিক লোহা বোঝাই মালগাড়িতে। এই ধাক্কার তীব্রতায় খেলনা গাড়ির মতো ট্র্যাক থেকে ছিটকে পড়ে। বেলাইন হওয়া করমণ্ডলের সঙ্গে সঙ্গে দুর্ঘটনার মুখে পড়ে আরও একটি ট্রেন।যশবন্তপুর হাওড়া হামসফর। এই ঘটনায় মৃত্যু হয় ২৯২ জনের। আহতের সংখ্যা ছাড়ায় ১০০০-এর উপর।

North 24 Parganas News : কাঁচা হাতের চালক গাড়ি নিয়ে সটান রেললাইনে! থামল ট্রেন, হুলস্থুল কাঁচরাপাড়ায়

ওই দুর্ঘটনার পর দেশ জুড়ে সিগন্যালিং ব্যবস্থায় নিত্য পরীক্ষা ও নজরদারি চললেও বন্ধ হয়নি ট্রেন দুর্ঘটনা বা ট্রেন বিভ্রাট। সোমবার অর্থাৎ গতকালই শিয়ালদা শাখায় সিগন্যাল বিভ্রাটে ব্যাহত হয় বনগাঁ-হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল। সকালে অফিস টাইমে এই সমস্যা হওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েন নিত্য যাত্রীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *